নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

হাতি আর শেয়ালের গল্প  সঠিক উত্তর ২

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪০

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১৬. দ্রুত আর ক্ষিপ্রগতিতে কে চলে?

ক. বানর খ. শেয়াল গ. বাঘ ঘ. সিংহ

উত্তর: গ. বাঘ

১৭. হাতি কাকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল?

ক. পিঁপড়াকে খ. হরিণকে গ. খরগোশকে ঘ. বানরকে

উত্তর: খ. হরিণকে

১৮. হাতিটা কাকে পায়ের তলায় পিসে মেরে ফেলল?

ক. হরিণকে খ. পিঁপড়াকে

গ. বনবিড়ালকে ঘ. ছোট একটা মশাকে

উত্তর: খ. পিঁপড়াকে

১৯. কে সব সময় থাবা উঁচিয়ে চলে?

ক. সিংহ খ. গন্ডার গ. বাঘ ঘ. ভালুক

উত্তর: গ. বাঘ

২০. ‘বিন্দুসদৃশ’ বলতে কী বোঝায়?

ক. অনেক বড় খ. বিন্দুর মতো ছোট গ. গোল ঘ. সমান্তরাল

উত্তর: খ. বিন্দুর মতো ছোট

২১. বনের প্রাণীরা কাকে দেখলেই সমীহ করে পথ ছেড়ে দিত?

ক. বাঘকে খ. সিংহকে গ. হাতিকে ঘ. গন্ডারকে

উত্তর: গ. হাতিকে

২২. কোন প্রাণীকে বনের রাজা বলা হয়?

ক. হাতিকে খ. বাঘকে গ. ভালুককে ঘ. সিংহকে

উত্তর: ঘ. সিংহকে

২৩. কোন প্রাণীটি সবচেয়ে বড়?

ক. ভালুক খ. হরিণ গ. বাঘ ঘ. হাতি

উত্তর: ঘ. হাতি

২৪. কোন প্রাণীটি সবচেয়ে ছোট?

ক. বানর খ. হরিণ গ. শেয়াল ঘ. ভালুক

উত্তর: ক. বানর

২৫. বনের প্রাণীরা কোথায় এসে জড়ো হলো?

ক. নদীর ধারে খ. সিংহের গুহায়

গ. বাঘের গুহায় ঘ. পাহাড়চূড়ায়

উত্তর: খ. সিংহের গুহায়

২৬. বনের প্রাণীরা কখন সিংহের গুহায় জড়ো হলো?

ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়

উত্তর: ঘ. সন্ধ্যায়

২৭. প্রাণীদের পরামর্শসভার মাঝখানে কে বসেছিল?

ক. শেয়াল খ. বাঘ মামা গ. সিংহ বাহাদুর ঘ. হরিণ

উত্তর: গ. সিংহ বাহাদুর

২৮. প্রাণীদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান?

ক. বানর খ. শেয়াল গ. বনবিড়াল ঘ. হরিণ

উত্তর: খ. শেয়াল

২৯. হাতির আস্তানায় যাওয়ার দায়িত্ব কার ওপর পড়ল?

ক. বনবিড়ালের খ. হরিণের গ. শেয়ালের ঘ. বানরের

উত্তর: গ. শেয়ালের

৩০. শেয়ালের কথা শুনে কে মহা খুশি?

ক. সিংহ খ. বনের সব পশু গ. হাতি ঘ. বাঘ

উত্তর: গ. হাতি

৩১. কে সাঁতরে নদী পার হচ্ছিল?

ক. হাতি খ. শেয়াল গ. পিঁপড়া ঘ. ইঁদুর

উত্তর: খ. শেয়াল

৩২. নদীর তীর কেমন ছিল?

ক. বেশ খাড়া খ. বালুকাময় গ. সমতল ঘ. কাশবনে ঘেরা

উত্তর খ. বালুকাময়

৩৩. হাতির ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল, কারণ সেখানে—

ক. চোরাবালির গর্ত ছিল খ. পানি অনেক বেশি ছিল

গ. নদীতে প্রবল স্রোত ছিল ঘ. নদীর পাড় ভাঙা ছিল

উত্তর: ক. চোরাবালির গর্ত ছিল

৩৪. কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছিল?

ক. শেয়াল খ. হরিণ গ. বানর ঘ. হাতি

উত্তর: ঘ. হাতি।

৩৫. শেয়াল বলল, তোমাকে বাঁচাব আমরা? বাক্যটিতে কোন কোন যতি চিহ্ন ব্যবহার করা হয়েছে?

ক. প্রশ্নবোধক খ. বিস্ময়সূচক

গ. কমা ও প্রশ্নবোধক ঘ. কমা

উত্তর: খ. কমা ও প্রশ্নবোধক।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.