![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: তিরিক্ষি, হুঙ্কার, মেদিনী, তটস্থ, শঙ্কিত, বিন্দুসদৃশ, অবলীলায়।
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
তিরিক্ষি — খারাপ মেজাজ
হুঙ্কার — চিৎকার
মেদিনী — ভূপৃষ্ঠ
তটস্থ — ব্যতিব্যস্ত
শঙ্কিত — ভীত
বিন্দুসদৃশ— খুব ছোট, বিন্দুর মতো ছোট
অবলীলায়— খুব সহজে।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. অনেক দিন আগের দিনগুলোতে মানুষ কোথায় থাকতে শুরু করে?
ক. জঙ্গলে খ. গুহায় গ. লোকালয়ে ঘ. শহরে
উত্তর: গ. লোকালয়ে
২. তখন মানুষ একটু একটু করে কী হচ্ছিল?
ক. হাঁটতে শিখছিল খ. শিকার করতে শিখছিল
গ. শিক্ষিত হচ্ছিল ঘ. সভ্য হচ্ছিল
উত্তর: ঘ. সভ্য হচ্ছিল
৩. বনে বনে সেই সময় কাদের রাজত্ব?
ক. পাখিদের খ. পশুদের গ. মানুষের ঘ. ডাইনোসরদের
উত্তর: খ. পশুদের
৪. সেই সময় পাখি আর প্রাণীদের দিনগুলো কেমন কাটছিল?
ক. অশান্তিতে খ. ভয়ে ভয়ে গ. শান্তিতে ঘ. ছোটাছুটি করে
উত্তর : গ. শান্তিতে
৫. একটা বন থেকে তাড়া খেয়ে অন্য একটা বনে কে ঢুকে পড়েছিল?
ক. বানর খ. হাতি গ. বাঘ ঘ. সিংহ
উত্তর: খ. হাতি
৬. হাতিটার শরীর দেখতে কেমন ছিল?
ক. রোগা খ. মোটা গ. বিশাল ঘ. নাদুস-নুদুস
উত্তর: গ. বিশাল
৭. হাতির পাগুলো কেমন ছিল?
ক. তালগাছের মতো খ. বটপাকুড়গাছের মতো মোটা
গ. নারকেলগাছের গোড়ার মতো ঘ. সুপারিগাছের মতো সরু
উত্তর: খ. বটপাকুড়গাছের মতো মোটা
৮. হাতিটার শুঁড় কেমন ছিল?
ক. আকাশছোঁয়া খ. মাটিছোঁয়া
গ. পাহাড়ছোঁয়া ঘ. তালগাছের মতো উঁচু
উত্তর: ক. আকাশছোঁয়া
৯. হাতির যত অহংকার কী নিয়ে?
ক. শুঁড় আর পা নিয়ে খ. শরীর আর পা নিয়ে
গ. শরীর আর শক্তি নিয়ে ঘ. দাঁত আর কান নিয়ে
উত্তর: গ. শরীর আর শক্তি নিয়ে
১০. হাতির মেজাজ কেমন ছিল?
ক. ঠাণ্ডা খ. শান্ত গ. তিরিক্ষি ঘ. ভদ্র
উত্তর: গ. তিরিক্ষি
১১. হাতিটা বনে ঢোকার সাথে সাথে কী শুরু হয়ে গেল?
ক. আনন্দ-উৎসব খ. কান্নাকাটি গ. তোলপাড় ঘ. ঝড়-বৃষ্টি
উত্তর: গ. তোলপাড়
১২. খুব জোরে গলা ফাটিয়ে কে প্রচণ্ড হুঙ্কার দিল?
ক. বাঘ খ. সিংহ গ. শেয়াল ঘ. হাতি
উত্তর: ঘ. হাতি
১৩. মেদিনী কেঁপে উঠেছিল কেন?
ক. বাঘের গর্জনে খ. সিংহের গর্জনে গ. হাতির হুঙ্কারে
ঘ. শেয়ালের চিৎকারে
উত্তর গ. হাতির হুঙ্কারে
১৪. ‘মেদিনী’ শব্দের অর্থ কী?
ক. আকাশ খ. ভূপৃষ্ঠ গ. বাতাস ঘ. বনাঞ্চল
উত্তর: খ. ভূপৃষ্ঠ
১৫. অমিত শক্তিধর কে?
ক. হাতি খ. সিংহ গ. বাঘ ঘ. ভালুক
উত্তর: খ. সিংহ।
©somewhere in net ltd.