![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইবহির্ভুত অনুচ্ছেদ
প্রিয় শিক্ষার্থীরা, আজ রয়েছে বাংলা পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক নমুনা অনুচ্ছেদ এবং সম্পৃক্ত প্রশ্নোত্তর।
# অনুচ্ছেদটি পড়ে ১ থেকে ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কম্পিউটার হলো একধরনের যন্ত্র। এর কতগুলো নির্দিষ্ট কাজ রয়েছে। তুমি যখনই চাইবে যন্ত্রটি সেই নির্দিষ্ট কাজ করে দেবে। এখন দেখা যাক, কম্পিউটার কী কী ধরনের কাজ করতে পারে। একসময় কম্পিউটার ছিল গণনার যন্ত্র। এখন তা হাজার কাজে পটু। কম্পিউটার দিয়ে দ্রুত ও নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায়। এমন অনেক গাণিতিক হিসাব আছে, যেগুলো করতে শত শত গণিতজ্ঞের অনেক সময় লেগে যেতে পারে। কম্পিউটার সে হিসাব করে দিতে পারে মুহূতের্হ। আজকাল ছোট-বড় ব্যবসা-প্রতিষ্ঠান ও ব্যাংকের টাকাপয়সার হিসাব রাখছে কম্পিউটার। আধুনিক কালে ছাপার কাজে কম্পিউটার বিরাট ও অভাবনীয় পরিবর্তন এনেছে। ছবি আঁকা এবং কার্টুন ও চলচ্চিত্র তৈরিতেও কম্পিউটার অসাধারণ অবদান রাখছে। আজকাল লেখাপড়া শেখার কাজে সহায়তা করছে কম্পিউটার। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান—যেকোনো বিষয়ে পাঠ শেখা সম্ভব হচ্ছে এর সাহায্যে। সেসব পাঠে ছবির সঙ্গে থাকছে কথাও সংগীত। ফলে কম্পিউটারের সাহায্যে লেখাপড়া হয়ে উঠছে অনেক আকর্ষণীয়। এ ছাড়া ঘরের তাপমাত্রা ঠিক রাখা, কলকারখানার উৎপাদন, ট্রাফিক সংকেত ব্যবস্থাপনা কিংবা মহাকাশযানের গতিবিধি নিয়ন্ত্রণে কম্পিউটার পালন করছে অভাবনীয় ভূমিকা।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১) প্রদত্ত অনুচ্ছেদটির মূল বিষয় হচ্ছে—
ক. বিজ্ঞানের আবিষ্কার খ. আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা গ. কম্পিউটার ঘ. বিজ্ঞানের বিস্ময়
২) একসময় কম্পিউটার ছিল—
ক. খেলার সামগ্রী খ. গণনার যন্ত্র
গ. ছবি দেখার যন্ত্র ঘ. খবর আদান-প্রদানের যন্ত্র
৩) ‘গণিতজ্ঞ’ শব্দটির ‘জ্ঞ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. জ্+ঞ খ. ঞ্+জ গ. ঞ্+চ ঘ. ঞ্+ঝ
৪) কম্পিউটার এখন জনপ্রিয়। কারণ এটি—
ক. সহজে বহন করা যায় খ. হিসাব করা যায় খুব সহজে গ. হাজার কাজে পটু ঘ. গেমস খেলা যায়
৫) তুমি যখনই চাইবে তোমার সেই নির্দিষ্ট কাজটি করে দেবে—
ক. বাবা খ. মা গ. শিক্ষক ঘ. কম্পিউটার
১ নম্বর প্রশ্নের উত্তর:
১) গ. কম্পিউটার
২) খ. গণনার যন্ত্র
৩) ক. জ্+ঞ
৪) গ. হাজার কাজে পটু
৫) ঘ. কম্পিউটার
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো, উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
শব্দ শব্দার্থ
নির্দিষ্ট নির্ধারিত
ধরন রকম
দ্রুত তাড়াতাড়ি
নির্ভুল সঠিক/ ত্রুটিহীন
অভাবনীয় ভাবা যায় না এমন
গণিতজ্ঞ গণিত বিশারদ
(ক) প্রশ্নের উত্তর — হওয়া উচিত।
(খ) কম্পিউটার নানা — কাজে ব্যবহূত হয়।
(গ) ময়লা-আবর্জনা — স্থানে ফেলতে হয়।
(ঘ) লোকটা — হেঁটে চোখের আড়ালে চলে গেল।
(ঙ) সমাপনী পরীক্ষায় আতিক — সাফল্য অর্জন করেছে।
©somewhere in net ltd.