নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

পাঠ্যবই সম্পৃক্ত অনুচ্ছেদ

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা পাঠ্যবইয়ের পাঠ্যসূচি থেকে থাকবে একটি অনুচ্ছেদ বা কবিতাংশ। আজ বাংলা পাঠ্যবই থেকে নেওয়া একটি অনুচ্ছেদ ও নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬, ৭ ও ৮ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।

বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড় কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া, বন্ধুবান্ধবদের বাড়িতে কয়েক দিন কাটিয়ে আসা—এভাবেও কত কিছু দেখা যায়। মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে। দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশ ও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১) মানুষে মানুষে মিলেমিশে থাকলেই জন্মাবে—

ক. বৈচিত্র্য খ. ঘৃণা গ. হিংসা ঘ. ভালোবাসা

২) যতটা পারা যায়, দেশকে দেখতে হবে—

ক. দূরে থেকে খ. গভীরভাবে গ. কাছে থেকে ঘ. নিবিড়ভাবে

৩) দেশ আমাদের বাঁচিয়ে রেখেছে—

ক. আলো দিয়ে খ. বায়ু দিয়ে

গ. সম্পদ দিয়ে ঘ. আলো, বাতাস ও সম্পদ দিয়ে

৪) মায়ের মত করে ভালোবাসতে হবে—

ক. নদীকে খ. সাগরকে গ. দেশকে ঘ. পাহাড়কে

৫) দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন হয়ে উঠবে—

ক. পবিত্র খ. সার্থক গ. স্থির ঘ. নির্মল।

৫ নম্বর প্রশ্নের উত্তর:

(১) ঘ. ভালোবাসা

(২) গ. কাছে থেকে

(৩) ঘ. আলো বাতাস ও সম্পদ দিয়ে

(৪) গ. দেশকে (৫) খ. সার্থক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.