নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি বিষয়ক একমাত্র ব্লগ

ওয়াজীহ উদ্দীন

ওয়াজীহ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

প্রচ্ছপাঠ্যবই সম্পৃক্ত অনুচ্ছেদ: বাংলাদেশ

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা পাঠ্যবইয়ের পাঠ্যসূচি থেকে গতকাল দেওয়া অনুচ্ছেদের ওপর কয়েকটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

৬। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লেখো।

ক) বাংলাদেশের জনজীবন কেমন?

খ) মানুষকে কীভাবে ভালোবাসতে হবে?

গ) দেশ মানে কী?

ঘ) দেশকে কেন ভালোবাসতে হবে?

ঙ) আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?

৬ নম্বর প্রশ্নের উত্তর:

ক: বৈচিত্র্যে ভরা আমাদের বাংলাদেশের জনজীবন। বাগানে যেমন অনেক রকমের গাছ থাকে—বড় গাছ, ছোট গাছ। কোনো গাছে ফুল ফোটে, কোনো গাছে ঝুলন্ত ফল বাতাসে দোল খায়। বাংলাদেশও সেই রকম। এখানে রয়েছে নানা ধরনের মানুষ, নানা ধরনের পেশা। এ দেশের বৈচিত্র্যময় জনজীবন যেন একটা বড় বাগান।

খ: আমরা যারা বাংলাদেশে বসবাস করি, সবাই একে অন্যের আপনজন। বিনি সুতায় গাঁথা আমাদের সম্পর্ক। তাই এই দেশকে ঘুরে ঘুরে দেখতে হবে। আত্মীয়স্বজনদের বাড়ি বেড়াতে যেতে হবে। বন্ধুবান্ধবদের বাড়িতে কাটিয়ে আসতে হবে কয়েক দিন। এভাবেই মানুষকে ভালোবাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলে মনের মধ্যে ভালোবাসা জন্মায়।

গ: দেশ মানে হলো এর মানুষ, দেশ মানে হলো এর জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব।

ঘ: দেশ হলো জননীর মতো। মা যেমন স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে।

ঙ: দেশ আমাদের মাতৃভূমি। দেশ আমাদের জন্মভূমি। দেশ আমাদের মায়ের মতো। মায়ের স্নেহ-মমতা-ভালোবাসায় আমরা যেমন বেড়ে উঠি, তেমনি দেশের আলো, বাতাস, সম্পদের ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি। মাকে

আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনি ভালোবাসতে হবে।

দেশকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে।

৭। প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ লেখো।

৭ নম্বর প্রশ্নের উত্তর:

# প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ নিচে লেখা হলো।

দেশের মানুষ আর প্রকৃতি আমাদের কাছে অত্যন্ত প্রিয়। দেশ আমাদের মায়ের মতোই মমতাময়ী, স্নেহময়ী। মাতৃসমা দেশের কোলেই আমরা থাকব চিরকাল। দেশের জন্য আমরা কাজ করব, দেশকে ভালোবাসব। তাতেই আমাদের জীবনের সার্থকতা।

৮। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।

বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক

৮ নম্বর প্রশ্নের উত্তর:

প্রদত্ত শব্দ— শব্দার্থ

বৈচিত্র্য— বিভিন্নতা

বেলাভূমি— সমুদ্রের তীরে বালুময় স্থান

প্রান্তর— মাঠ

স্বজন— আত্মীয়

সার্থক— সফল।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.