![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা পাঠ্যবই থেকে কবিতাংশ পড়ে প্রশ্নের উত্তর লিখা আলোচনা করব।
# কবিতাংশটুকু পড়ে ৫ থেকে ৮ নম্বর প্রশ্নের উত্তর লেখো:
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে/বইয়ের পাতা স্বপ্ন বলে
যে-বই জুড়ে সূর্য ওঠে/পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।/যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে ভালো/সে-বই তুমি পড়বে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
(১) স্বপ্ন বলে কে?
(ক) ঘুমপরী (খ) গল্প দাদু (গ) বইয়ের পাতা (ঘ) মা
(২) বইয়ের পাতায় কী জ্বলে?
(ক) জোনাকী (খ) আগুন (গ) মুক্তামানিক (ঘ) প্রদীপ
(৩) কোন বইটি তুমি পড়বে?
(ক) যে বই হিংসা শেখায় (খ) যে বই ভালো বাসতে শেখায়
(গ) যে বই স্বার্থপরতা শেখায় (ঘ) যে বই হাসতে শেখায়
(৪) প্রদত্ত কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
(ক) শব্দদূষণ (খ) বই (গ) ঘাসফুল (ঘ) ফেব্রুয়ারির গান
(৫) যাঁরা কবিতা রচনা করেন তাঁদের বলে—
(ক) সাহিত্যিক (খ) গীতিকার (গ) কবি (ঘ) গ্রন্থাকার
৫ নম্বর প্রশ্নের উত্তর
১) গ. বইয়ের পাতা ২) ঘ. প্রদীপ ৩) খ. যে বই ভালোবাসতে শেখায় ৪) খ. বই ৫) গ. কবি
৬। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো:
(ক) কোন ধরনের বই আমাদের পড়া উচিত?
(খ) ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে’-এ কথা দ্বারা কী বোঝায়?
(গ) বইয়ের পাতা কী বলে?
(ঘ) বই আমাদের কী শেখায়?
(ঙ) আমরা কেন বই পড়ব?
৬ নম্বর প্রশ্নের উত্তর
(ক) বই মানুষের মনে আনন্দ জোগায়, মানুষকে বাঁচতে শেখায়, তবে কিছু বই আছে, যেগুলো ভালো কথা বলে না। এ ধরনের নেতিবাচক বই না পড়ে সেই সব বই আমাদের পড়া উচিত, যেসব বই আমাদের সুন্দর ও শুভ চিন্তা-ভাবনার কথা বলে। আমাদের মনকে সুন্দর স্বপ্নে ভরিয়ে তোলে।
(খ) ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে’—এ কথা দ্বারা বোঝানো হয়েছে যে বইয়ের পাতা অনেক নতুন চিন্তা, নতুন কথা আমাদের সামনে তুলে ধরে। আর সেই সব চিন্তা সেই সব কথা আমাদের ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায়। আমাদের মনে শুভ ভাবনার প্রদীপ জ্বালিয়ে দেয়।
(গ) বইয়ের পাতা অনেক নতুন চিন্তা নতুন কথা বলে। বইয়ের সেসব কথা পড়ে আমরা নতুন করে ভাবতে শিখি, স্বপ্ন দেখতে শিখি। আমরা হয়ে উঠতে পারি নতুন মানুষ।
(ঘ) বই আমাদের ভালো মানুষ হতে শেখায়। বই আমাদের সুন্দরভাবে সমাজে চলতে শেখায়, বাঁচতে শেখায়। মনের ভেতরের স্বার্থপরতা ও মন্দ চিন্তাকে দূর করে আমাদের ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায় বই।
(ঙ) বই মানুষের জীবনের শিক্ষা ও মনের এক দুর্লভ আনন্দের মাধ্যম। একটি ভালো বই জ্ঞান বিতরণের পাশাপাশি দিতে পারে নির্মল আনন্দ, সুন্দরভাবে বেঁচে থাকার নির্ভেজাল পথের ঠিকানা। তাই আমরা মানবিক গুণসম্পন্ন সুন্দর মনের মানুষ হয়ে ওঠার জন্য বই পড়ব।
৭। প্রদত্ত কবিতাংশটুকুর মূলভাব নিজের ভাষায় লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
মূলভাব: বই জ্ঞান বিতরণের এক অনন্য মাধ্যম। বই যেমন মানুষের মনে আনন্দ জোগায়, তেমনি মানুষকে আলোর পথ দেখায়। তবে বই নির্বাচনে বিশেষ সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। যেসব বই মানুষকে সুন্দর মানুষ হয়ে ওঠার পথ দেখায় সেসব বই-ই পড়া উচিত। যেসব বই মানুষের মন সংকীর্ণ ও স্বার্থপর করে তোলে, সেসব বই পড়া থেকে আমাদের বিরত থাকা উচিত।
৮। শব্দগুলোর অর্থ লেখো: প্রদীপ, স্বপ্ন, ভিন্ন, জুড়ে, সূর্য
৮ নম্বর প্রশ্নের উত্তর:
প্রদীপ—বাতি; স্বপ্ন—স্বপন; ভিন্ন—আলাদা; জুড়ে—ব্যাপী; সূর্য—রবি।
©somewhere in net ltd.