![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতটা তখনও নতুন ছিল। গায়ে গায়ে ঠেস দিয়ে দাঁড়ানো পুরোনো দালানগুলোকে পার হয়ে যখন পুকুর পাড়ে এসে বসলাম- দূরে তখন আবছা আলোতে হলুদ বাতির মেলা বসেছে। আমরা পানিতে পা ডুবিয়ে বসলাম। আমার এক পা খেলা করছিল শান বাঁধানো ঘাটের শ্যাওলা পড়া মসৃণ ইটের ওপর। ওহহ... কি কোমল। আরেকটা পা সাঁতার কাটছিল পানির একটু নিচেই। পাশের মানুষটার গতরাতের টকটকে প্রেমকাহিনী শুনতে শুনতে হুট করে পানির নিচে তার বাম পা-টাকে ছুঁয়ে ফেলল আমার সাঁতরাতে থাকা পা-টা। আমি তার কথাগুলোকে হারিয়ে ফেলতে থাকলাম ক্রমাগত। গ্রীষ্মের উষ্ণ পানির নিচে আমার পা তার পা-টাকে ঘষতে থাকল আস্তে আস্তে করে। তার কথা অস্ফুট হচ্ছে, হারাচ্ছে হলুদ আলোগুলোও। আমি ধীরে ধীরে হারিয়ে গেলাম বিশাল এক জলরাশির মাঝে...
আমি একটা ডলফিন। পথ চলতে দেখা হওয়া কোন এক নারীফিনকে ঘিরে আমি ঘুরপাক খাচ্ছি। নারীফিনের মসৃণ কোমল শরীরে ঘষছি আমার নগ্ন শরীর। উহহ.. কি সুখ.. আমি নারীফিনের সাথে পাড়ি দিলাম প্রশান্ত এক অতলান্তিক মহাসাগর। সময় কাটছে, আমি খেলছি। খেলছি, ঘষছি, ভালবাসছি... অতল জলের অবাককর উষ্ণতা আমার মনকে শীতল করে দিল আস্তে আস্তে- কালে কালে- যুগ যুগ ধরে.. আমি সুখী। ডলফিনের এই মোহের জীবনে আমি পরিপুর্ণভাবে সুখী। দম ছাড়ার জন্য উপরে উঠতে থাকলাম আমি- আমার নারীফিনকে নিয়ে...
.....হুট করে আড়ষ্ট হতে থাকলো ওই সুখটা। অস্ফুট সব ডাঙিয় শব্দ শুরু হল। শুনতে পেলাম মানুষের কথা।
ভুসসসসস.... বিশ বছরের জমে থাকা নিশ্বাস ছেড়ে দিলাম ওই সাগরের পৃষ্ঠে। আবার চোখে লাগলো ওই হলুদ আলোর জগৎটা। ওমা... এটা তো সেই পুকুরটাই...
" কি হল? কই ছিলেন?" পাশের মানুষটার গলা- অনেকদি...ন পরে শুনলাম যেন। আমি পানিতে তাকালাম- দুজনের দুটো পা জড়াজড়ি করে ভিজে চুপসে ঝুলে আছে পানির ঠিক উপরেই। আমার আরেকটা পা খেলে চলছে মসৃণ ওই ইটের ওপর...
"ওহ..আমি? এইতো- ডলফিনের দেশে ছিলাম- বিশটা বছর। তোমার সাথে খেলছিলাম"
আমাদের পা ঘষার খেলাটা আরেকটু দীর্ঘতর হল- শহীদুল্লাহ হলের এই পুকুরপাড়ে...
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৬ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.......