নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণতা......আর অতৃপ্তি......

ভেজা চশমা

ভেজা চশমা › বিস্তারিত পোস্টঃ

জড়জীবন

১১ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৩

গুরুত্বহীন জিনিসের মত শান্তির জিনিস আর নাই। যেই পরীক্ষারর গুরুত্ব নাই, সেটার আগে টেনশন নাই, যেই লেকচারের উপর নাম্বার নাই, সেটা শুনলে ঘুম আসে না।
মানুষ তার জীবনকে খুব বেশী গুরুত্ব দেয়। নিজেদের আমিত্ব বা "কনশাসনেস"কে মহিমান্বিত করে প্রচন্ড সুপেরিয়রিটি কম্পলেক্সে ভুগে। আর ভুগতে ভুগতে নিজের জীবনটাকেই কম্পলেক্স বানায় ফেলে। আসে হতাশা, বিষন্নতা, জেলাসি, কত কি...
অনেক আগে থেকেই আমার মনে হত- সব পদার্থই আসলে কনশাস। মানু্ষের মত ইভেন ইলেক্ট্রন প্রোটনেরও কনশাসনেস আছে। তাই তারা আকর্ষন টাইপ জিনিস ফীল করে, কিছু রুল মেইনটেইন করে। আজকে জানালাম এটা নাকি নিউরোসাইন্সের রিসেন্ট একটা ব্রাঞ্চ। এর মতে সকল ম্যাটারই কনশাস। কিন্তু ম্যাটারের কম্পলেক্সিটির সাথে সাথে কনশাসনেসের ডাইমেনশন বাড়ে... এটার নাকি ম্যাথেমেটিকাল মডেলও দাড়া করানো হইছে। আহ.. কি যে ভাল্লাগসে। আমরা সবাই আসলে বড় একটা সিস্টেমের খুব ক্ষুদ্র একটা অংশ। আমরা যেমন ফীল করি না বিগার সিস্টেমকে, তেমনি আমার পার্টগুলোও ফীল করে না "আমাকে"। আমার পাকস্থলি, অন্ত্র, পাছা, সবার নিজের একটা করে জগৎ আছে। তারা বোঝে না আমাকে, আমিও বুঝি না তাদেরকে। কিন্তু আমরা আসলে এক। আমার পাশের ইটটা- সেও আমার সাথে কানেক্টেড। সেও আসলে একটা লেভেল থেকে দেখলে আমার সমানই গুরুত্ব বহন করে এই দুনিয়ায়।
সেও দুনিয়াকে "দেখে"। কিন্তু সম্পুর্ণ অন্য একটা "দৃষ্টিতে"...
আমরা স্পেশাল নই, নই কারো চোখে চোখে রাখা কিউট কোন বাচ্চা। উই আর নাথিং। এই পৃথিবী সুন্দর না, এটা হিংস্র, এটা খারাপ, এটা ভাল, এটা সবই- এটা একটা ক্যাওস। আর আমাদের মতের উপর, আমাদের চিন্তার উপর এটা ডিপেন্ড করে না। আমরা জাস্ট পারি নিজেদের রেঞ্জের বাস্তবতাটাকে একটু সুন্দর রাখতে। আর সুন্দর মানেই আসলে চাপহীন একটা স্টেট। খুব ইনফরমাল গুরুত্বহীন একটা স্টেট। যেখানে মাথায় চাপ লাগে না, সবসময় ফুরফুরে লাগে, ভাল লাগে সবকিছুই।
তাই চলুন ভালবাসি, সবাইকে ভালবাসি... জড়ায় ধরি, কিছুক্ষন চুমু খাই। আমার অবশ্য আক্ষেপ আছে- কখনো অক্সিজেনকে চুমু খেতে পারবো না। এটা শুধু কার্বন, হাইড্রোজেন- এরা পারে। এরা গে, লেসবো, স্ট্রেট সব হয়- একসাথে। আমরা পারিনা। আমরা ইভেন সহ্যই করতে পারি না। ছিঃ...
পরমাণুর কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে।
তাও ক্যান খামাখা ঝগড়া ঝাটি, কোপাকুপি করি আমরা? কেন যুদ্ধ করি? যাকে কোপাবা, যার সাথে যুদ্ধ করবা, যার নামে যুদ্ধ করবা, যেটার জন্য যুদ্ধ করবা সে আর তুমি তো আলাদা কিছু না এবং তোমাদের কারোরই আসলে তেমন কোন গুরুত্ব নাই। এর থেকে না হয় সব শান্তিতে থাকুক ?
So, Chill.... and Love... ♥♥ enjoy the moment you've got.. its useless and so, so...... precious.
জগতের সকল মানব, মানবী, প্রাণী, বস্তু ও শক্তিকে আমার চুম্বন..
ঠোঁটে... :*

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

ঈশান আহম্মেদ বলেছেন: উই আর নাথিং।সব কথার এক কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.