![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
মৃত্যুর সাথে আমাদের কোন দূরত্ব নেই । আমরা এখনো বেঁচে আছি কারণ আমরা ভাগ্যবানদের একজন । ঠিক এই সময়টাতে পৃথিবীতে অনেকেরই মৃত্যু ক্রিয়া ঘটছে । কিন্তু তারা কী জানতো ঠিক এই সময় মৃত্যু তাঁদের বরণ করে নেবে ? এক সেকেন্ড পর কী হবে তা ব্যাখ্যা করতেই তো আমরা অপারগ, মৃত্যু তো আরো বিতর্কিত! আমরা হতে পারে বলে অনুমান করি মাত্র । আর এই ঠুনকো অনুমান দিয়েই আমাদের জীবন চলা । এই ঠুনকো অনুমানের প্রতি আমাদের আত্মবিশ্বাস এতটাই প্রবল যে আমরা অকপটে ভবিষ্যতের সকল পরিকল্পনা করে ফেলি । যেন এই অনুমানটা সত্য থেকেও সত্য । আসলে এটাকেই বিশ্বাস এর সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করা যায় । এই লেখাটি লেখার সময়টুকুতেই না জানি কতজন মৃত্যু পথযাত্রী হয়ে গেছেন ! আমি এখনো বেঁচে আছি কারণ আমি ভাগ্যবানদের একজন।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৬
কলমের কালি শেষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ... ঠিক বলেছেন আধখানা চাঁদ...
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮
লিরিকস বলেছেন: ১ম পোস্টে সিল দিয়ে গেলাম
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৭
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ লিরিকস ।
৩| ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩
খায়রুল আহসান বলেছেন: ছোট পোস্ট, কিন্তু কিছু গভীর দর্শনের কথা শুনিয়ে গেল। ভাল লেগেছে + +।
আমি এখনো বেঁচে আছি কারণ আমি ভাগ্যবানদের একজন-- আল্লাহই ভাল জানেন। অনেকের জন্য অনেক সময় দীর্ঘায়ু ভাল ফল দেয় না।
সামুতে প্রকাশিত আপনার প্রথম লেখাটি পড়ে গেলাম। বিলম্বিত সুস্বাগতম!
২৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৩
কলমের কালি শেষ বলেছেন: অনেকের জন্য অনেক সময় দীর্ঘায়ু ভাল ফল দেয় না।-এটা বেশিরভাগ নির্ভর করে জীবন সম্পর্কে নিজস্ব দর্শনের উপর ।
পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।
ভালো থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৯
আধখানা চাঁদ বলেছেন: জন্মের মত মৃত্যুও জীবনের একটি স্বাভাবিক পরিণতি। একদিন মরে যাব দেখেই জীবনের মূল্য এত বেশি। শেষের লাইনটি ভাল হয়েছে।