নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

আমাদের জন্ম বস্তুত কয়বার !

২৫ শে জুন, ২০১৪ রাত ১১:৪৫

জন্মদিন ! কারো কাছে বিশেষ কিছু । কারো কাছে অনেক কিছু ।কারো কাছে নো কমপ্রোমাইজ । কারো কাছে ইট্‌ছ নাথিং বাট এ ডে । আবার কারো কাছে ''পেটে খাবার জুটে না আবার জন্মদিন !'' । দিনটা এক এক জনের কাছে এক এক রকম হলেও, সবারই কম বেশি প্রত্যাশা থাকে যেন দিনটি আনন্দের সাথে কাটে । পালনও করতে চায় আনন্দঘন করে ।

এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যাক। উদযাপনটা কী নতুন বছরকে স্বাগত জানানো জন্য নাকি জীবন থেকে আবারও একটা বছর হারিয়ে যাওয়ার জন্য ? হারিয়ে যাওয়ার প্রশ্ন আসলে তো দিনটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পালিত হওয়া উচিত কিন্তু পালিত তো হয় আনন্দফূর্তিতে !

আরেকবার অন্যভাবে উপলব্ধি করি , আমাদের জীবনে আমাদের জন্ম অনেকবার হয় অনেকভাবে হয় । অদ্ভুত তাই না !
প্রথমে আসি কীভাবে অনেকবার হয় সেই প্রসঙ্গে- আপনি যখন মায়ের পেটে আসেন তখনই প্রথম আপনার জন্ম উপলব্ধি করেন আপনার মা । আপনার মা থেকে খবরটা শোনেন আপনার বাবা তারপর আত্মীয়স্বজন , পাড়াপ্রতিবেশী । যখন আপনি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে পরিপূর্ণ হয়ে পৃথিবীতে নতুন সদস্য হয়ে নাম লেখান তখন আবারও সবাই আপনার জন্মদিন নতুন করে দেখেন । এরপর আপনি বড় হতে থাকেন পার করেন শিশুকাল , বাল্যকাল , যৌবনকাল ও বৃদ্ধকাল । জীবনের এই ডালপালা মিশ্রিত স্তরগুলোতে পরিচিত হন অনেকের সাথেই । এই সকল চরিত্র গুলোর কাছে আপনার জন্ম তো সেই দিনই যেইদিন প্রথম তাদের সাথে আপনার পরিচয় ঘটেছে । এর আগে তো আপনি নামক মানুষটি যে পৃথিবীতে অবস্থান করছেন সেটা তারা জানতো না । পৃথিবীতে আপনার আগমন যত আগেই হোক না কেন তাদের কাছে তো আপনার জন্ম পরিচয়পর্ব থেকেই । তাহলে জন্ম অনেকবার হয় আমাদের।

এইবার আসা যাক অনেকভাবে জন্ম প্রসঙ্গে- এই জন্মটা অনেকটা চরিত্রের সাথে সামঞ্জ্বস্য । আপনার পরিচিতজনদের কাছে আপনার চরিত্র আলাদা আলাদা ভাবে সজ্ঞায়িত । যেমন আপনার মায়ের দৃষ্টিতে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান । তাহলে আপনার মায়ের কাছে আপনার জন্ম শ্রেষ্ঠ হিসেবে । তেমনি বাবার কাছে গর্দভ, অপদার্থ হিসেবে ! আত্মিয়স্বজনদের কাছে নম্র, ভদ্র্‌ , দুষ্ট , শয়তান , বেয়াদপ হিসেবে । বন্ধুবান্ধবের কাছে চালাক, চতুর, মেধাবী , স্বার্থপর , বেকুব হিসেবে । আবার এদের কাছে আপনার চরিত্রের পরিবর্তন ও ঘটে আপনার কাজের উপর নির্ভর করে । যেমন আপনি যখন ভালো কাজ করেন আপনাকে ভালো বলে , আবার খারাপ কাজ করলে বলে খারাপ । আপনি বেশির ভাগ সময় যেই দিকের কাজটি করতে বেশি অভ্যস্ত আপনি সেই শ্রেনীর লোক হিসেবেই জন্ম নেন । ভালো কাজ করলে ভালো খারাপ করলে খারাপ, মেধাবীর মত কাজ করলে মেধাবী বেকুবের মত কাজ করলে বেকুব ইত্যাদি । আবার পেশার উপর ভিত্তি করেও আপনি অন্যের কাছে নতুনভাবে জন্ম নেন । যেমন আপনি চাকরি করলে চাকরিজীবী, ব্যবসা করলে ব্যবসায়ী, ঘরের কাজ করলে গৃহিনী, লেখালেখি করলে লেখক, গান গাইলে গায়ক, ডাক্তারী করলে ডাক্তার । আবার খুন করলে খুনী ডাকাতি করলে ডাকাত চুরি করলে চোর । অন্য যাদের কাছে আপনি অপরিচিত থেকে যান তাদের কাছেও আপনার একটা জন্ম আছে । সেটার নাম অপরিচিত ।

এই জন্মের সমাহার থেকে বলা যায় আমাদের জন্ম বার বার । এক কথায় বলা যায় চলমান । তাই আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে জন্ম নিয়েই যাচ্ছেন । সো বী কেয়ারফুল ! হা হা

লেখাটি পড়ার পর আপনাদের কাছে আমিও এক এক রকমভাবে জন্ম নেবো !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কেন যেন আপনার এ লেখাতে কোন মন্তব্য নেই। তাহলে কি এটা আপনার অন্যলেখার তুলনায় subpar? আমার কাছেতো ভালই লাগলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কলমের কালি শেষ বলেছেন: এই লেখাটা যখন লিখি তখন সম্ভবত প্রথম পাতায় প্রকাশ হওয়ার গেইট পাশ পাই নি। তাই।

আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

ভাল থাকুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.