নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা ঢাকার রাস্তা

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৭

বাহিরে বৃষ্টি হচ্ছে মনে হয় আকাশ কাঁদছে

কিন্তু ঢাকার রাস্তা কি দোষ করেছে ।

নাকি তোমার প্রেম রাস্তার সাথে

ছেকা খেয়েছ কি তার থেকে ?



মানুষ আমি মামুলি আমার কি অপরাধ

রাস্তায় নামলে পাচ্ছি কাঁদা মাখানো সুপ্রভাত।

তুমি বুঝি করেছ সিটি করপোরেশনের সাথে চুক্তি

তাই মানছো নাকো আজ কোন যুক্তি ।



ভাসিয়েছ ময়লা কাঁদা সাথে আছে নর্দমা

ঘ্রান শক্তি লোপ পেয়েছে এসবের যন্ত্রনায় ।

তোমার জ্বালায় আজ ঘরে ডুকেও শান্তি নাই

এডিস মশা পাঠিয়েছ খোলা এই জানালায় ।



তবুও তোমার সৌন্দর্য আমার চাওয়ায়

তাই তোমায় রাখি এই মনের কামনায় ।

কবে হচ্ছ তার খবর দিও আমার অজানায়

তোমার কান্নায় ভিজবো দিবারাত্রি যখন চাই ।



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: বাহিরে বৃষ্টি হচ্ছে মনে হয় আকাশ কাঁদছে
কিন্তু ঢাকার রাস্তা কি দোষ করেছে ।


আসলেই ঢাকার রাস্তার দোষ কি? ওটাকে বলে আরবান ফ্লাড।মনুষ্যসৃষ্ট আরবান ফ্লাড। দোষ মানুষে করেছে।

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

কলমের কালি শেষ বলেছেন: ঠিক বলেছেন মিঃ সেলিম আনোয়ার ভাই.... দোষ মানুষেরই । আজকের ঢাকাতো মানুষেরই সৃষ্টি । পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে পরিস্কার পরিচ্ছন্নতা কর্তৃপক্ষের যেমন অনিহা তেমন আমাদেরও ।

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য । ভালো থাকবেন ।

২| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৭

রাজিব বলেছেন: ছোট বেলায় শুধু মনে হয় শান্তিনগরের রাস্তায় পানি জমতে দেখেছি। এর পর জিগাতলায় আর এখন প্রায় সারা ঢাকায়। ঢাকায় এত বেশি লোক বাস করে যে পানি জমবেই- এর কোন প্রতিকারের আশা আর করি না।

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০

কলমের কালি শেষ বলেছেন: আশা করতে দোষ নাই রাজিব ভাই । শুধু সঠিক পরিকল্পনা নয় তার কঠোর বাস্তবায়ন করতে পারলে একটি দূষনমুক্ত ঢাকা এখনো পাওয়া সম্ভব ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

৩| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

আধখানা চাঁদ বলেছেন: অন্যরকম ভাবনা। ভাল লাগল

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ...আধখানা চাঁদ । ভালো থাকুন ।

৪| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন! ভালো লাগা রইলো!

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩১

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ...ৎঁৎঁৎঁ । ভালো থাকবেন । শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.