![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
আজ আমাদের প্রিয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী । ১৯৭৬ খ্রিস্টাব্দের আজকের এই সময়টায়ও কবি বেঁচে ছিলেন । কিন্তু সকালটায় কেঁদেছিল সারাবিশ্ব । পৃথিবীর মায়া ছেড়ে সকাল ১০ টা ১০ মিনিটে পাড়ি দিয়েছিলেন পরপারে । বিদ্রোহী কবি বেঁচে ছিলেন অনেকদিন কিন্তু বেঁচে থাকার সংজ্ঞায় ছিলেন ক্ষণজন্মা । জীবনের প্রায় অর্ধেকটা সময় নিজের অসুস্থতার সাথে দিনরাত বিদ্রোহ করেছিলেন । তিনি তাঁর সুস্থতার ছোট্ট জীবনে পৃথিবীতে যে সাক্ষর রেখেছিলেন তা অতুলনীয় ।
তিনি মানুষকে বেঁচে থাকার নতুন এক স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন । মানুষকে সুন্দর মন গড়তে শিখিয়ে ছিলেন এবং সেই মন দিয়ে কুলষিত পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে সুন্দর পৃথিবী গড়তে । তিনি শুধু কলম চালিয়ে যান নি নিজে তা করেও দেখিয়ে দিয়েছিলেন কিভাবে সকল অন্যায় অবিচার রুখতে হয়, কিভাবে বিদ্রোহ করতে হয় । যন্ত্রনা পেয়ে পেয়ে যে ধর্য্যের ছবি এঁকে গেছেন তা বলে শেষ করার নয় । এই জন্যই তিনি বিদ্রোহী কবি, বিদ্রোহের কবি ।
আমাদের প্রিয় কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার লেখা একটা কবিতা উৎস্বর্গ করলাম । আমি জানি এই মহাগুনী কবিকে কবিতা উৎস্বর্গ করার মত যোগ্যতার হাত আমার কখনই হবে না এই কথা ভেবেই কবিতাটি উৎস্বর্গ করলাম ।
মনুষ্যত্বের আসল ঘ্রান ।
জেগে উঠ হে আদম সন্তান
আমরা সকলের তরে সকলই সমান
শোনিও না কোন ভেদাভেদ এর গান
সাজাও পৃথিবীতে ফুলের বাগান
অন্যায় অবিচারকে কর মুক্ত হস্তে দমন
কর হে পুরুষ নারীকে সন্মান
জাগিয়ে তুল মনে ন্যায় বিদ্রোহের জয়গান
মাতৃভূমিতে হিন্দু মুসলমান-
আমরা সকলেই সমান
শক্ত হাতে উজ্জল করি মাতৃত্বের সন্মান
মনকে কাঁদাও অন্যের দুঃখ বেদনায়
এগিয়ে যাও, হাত বাড়িয়ে দাও তাদের দিকে
দুঃখ ব্যথা ভুলিয়ে হাসি ফুটাও তাদের মুখে
এতেই লুকিয়ে আছে মনুষ্যত্বের আসল ঘ্রান ।
------------------------------------------
প্রিয় কবিকে পরম শ্রদ্ধায় স্বরণ করছি এবং করব ।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ রইল ভাল লাগা জানানোর জন্য ।..
২| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।
২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭
ডি মুন বলেছেন: তিনি মানুষকে বেঁচে থাকার নতুন এক স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন । মানুষকে সুন্দর মন গড়তে শিখিয়ে ছিলেন এবং সেই মন দিয়ে কুলষিত পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে সুন্দর পৃথিবী গড়তে । তিনি শুধু কলম চালিয়ে যান নি নিজে তা করেও দেখিয়ে দিয়েছিলেন কিভাবে সকল অন্যায় অবিচার রুখতে হয়, কিভাবে বিদ্রোহ করতে হয় ।
ঠিকই বলেছেন।
কবিতায় ভালো লাগা রইলো।