![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
পরিবেশটা আজ অন্যরকম লাগছে
অমাবস্যার আকাশে যেন চাঁদ উঠেছে
ঘনকালো অন্ধকারের ফাঁকে মনে হচ্ছে-
ঝিঁঝিঁপোকা সজোরে হাসছে
মনের পরিবেশটাও তার সাথে সুর মিলাচ্ছে ।
চেয়ারে বসে আছি টেবিলকে সামনে নিয়ে
জানালা খোলা মুচকি হাওয়া লাগছে গায়ে
জ্বালানো মোমের ছোট্ট আগুনটি নিভু নিভু করছে
স্মৃতির নিভানো মোমবাতিটাও জ্বলতে চাইছে ।
ধূলোপড়া স্মৃতির বাকসো খুলতে মন চাইছে
জানি তা থেকে অনেক দুঃখ বেরিয়ে আসবে
তাও খুলতে ইচ্ছে করছে,
অনেক সুখস্মৃতিও যে লুকিয়ে আছে তাতে ।
[আলসেমি আবদারের মিষ্টি হাসি, মৃদু সুরে
ভালোবাসি বলা, নরম ঠোটে গালে চুমো কাটা,
ভালোবাসার বটবৃক্ষের নিচে অনতিক্ষন বসে থাকা,
নরম হাতের ছোঁয়ায় ঘুম পাড়িয়ে দেওয়া,
গোলাপের পাপড়িগুলোতে ভালোবাসি লিখে পাঠানো,
সিঁড়িতে বসে মুখোমুখি পানি ছিটানো খেলা,
বেলাশেষে সুন্দরহাসির ভালোবাসি মুখখানি দেখিয়ে চলে যাও]
তারপর আমাকে ক্লান্ত করে তোমার চলে যাওয়া..
না থাক স্মৃতির বাকসো এইখানেই বন্ধ হোক ।
মনে হচ্ছে তুমি হাসছো পাগলামীগুলো দেখে
আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছো
চলো ঘুমোতে যাই-
তোমার হাতের নরম ছোয়ায়-
এট্টুখানি হাত ভুলিয়ে দাও আমার মাথায়
চলে যাব স্বপ্নের দেশে দেখা করতে তোমার সাথে ।
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ আধখানা চাঁদ ।..
২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৭
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর কিন্তু অনেক বানান ভুল আছে। ঠিক করে নিবেন।
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ আমিনুর রহমান । আমার চোখে পড়া বানানগুলো ঠিক করে দিয়েছি । আর যদি ভুল কোন বানান থাকে প্লিজ একটু ধরিয়ে দেবেন ।...
৩| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০
মামুন রশিদ বলেছেন: বাহ, সুন্দর লিখেছেন ।
৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই...
৪| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
সুমন কর বলেছেন: শেষের দিকে ভাল লাগল।
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫০
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই..
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:২২
আধখানা চাঁদ বলেছেন: চলো ঘুমোতে যাই-
চলেন
কবিতা সুন্দর হয়েছে।
শুভরাত্রি।