নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

তখনের ছোটবেলা সমগ্র

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

তখনের ছোটবেলা,

ছিল মধুতে ভরা অথবা মৌচাকে বাঁধা ।

শুভ্র সকাল জেগে উঠে মিষ্টি রৌদে, পাখির কলতানে

অথবা কাঁচা মাটির গন্ধে, মোরগ রাজার ডাকে ।

গ্রাম্য মাতা ব্যস্ত পিঠাপুলির আয়োজনে

কত রঙ্গ খেলা করতো মাটির চুলোর রসই ঘরে !!



স্কুল, মক্তব ছিল শিক্ষক, হুজুরদের যত্নে মাখা

এ যেন এক সঠিক দীক্ষার সুন্দর শাখা

আদর ভালোবাসায় দিতেন সঠিক পথের ব্যখ্যা

দেখেছিলাম কিছু ভালো মানুষের পাগলামী-

তাদেরকেই শান্তির পথের উজ্জল গুরু মানি

করতাম না তাই তাঁদের সাথে সূক্ষও বেয়াদপী ।



পুকুর ক্রন্দন করতো ভর দুপুরে

প্রতিযোগীতার সাতার কাটা হত যে তার বুকে

পুকুরতলে মৃত্তিকাগুলোও কাঁদতো জ্বলে ভেসে

মাফ পেত না যে তারা অল্পতে

মাঝে মাঝে তাই অসুখ বাঁধাতাম তাদের বদ-দোয়াতে !!



বিকেলের সকাল হত মাঝমাঠে আউট চিৎকারে

মাঠ দৌড়াতো দিব্বি ঘোড়াদের ক্রিকেট, ফুটবলে

আরো চলতো ঘোল্লাছুট আর হা-ডুডুতে

বিকেল ঘুমোতো বোম্বাস্টিং খেলার মেজাজে !!



মনযোগ হারাতো সন্ধ্যার পড়ার টেবিলে

চক্ষুদ্বয়ের ক্লান্ত পাতা আটকানো সাধ্যের বাহিরে

এদিক ওদিক বাহানায় ঘুমিয়ে যেতাম যেথায় সেথায়

জেগে উঠে পেতাম নিজেকে মায়ের আচলের পহারায়

এ কেমন মায়ার টান-

এখনো আমায় টানে সেই আচলের নিরাপদ পুলকিত ঘ্রান ।:):((



































মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৪

আমিনুর রহমান বলেছেন:




ছন্দে ছন্দে শৈশব +

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০১

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভালোলাগা জানানোয় আমিনুর রহমান ভাই ।... :)

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

এ কে এম রেজাউল করিম বলেছেন: ভালো লাগল।
কবির প্রতি অভিন্দন র,ল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাললাগা জানানোর জন্য । :)

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে ও ভাললাগা প্রকাশে.. সেলিম আনোয়ার ভাই । :)

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: কবিতায় পুরো ছোটবেলা খুঁজে পেলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

কলমের কালি শেষ বলেছেন: আপনার ছোটবেলা খুঁজে পাওয়াতে আমি অনেক আনন্দিত । কমেন্টে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন কর ভাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.