![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
জীবন কাঁদে না, কাঁদে শুধু দুটো চোখ
হৃদয়ে আঁচড় লাগে না, আঁচড় লাগে মনে
স্বপ্ন কষ্ট পায় না, কষ্ট পায় কিছু আফসোস
এই বাহ্যিক দেহহীনদের ভেতরেও আছে ভাগ
ভাল থাকা না থাকা নিয়ে প্রতিনিয়ত কাড়াকাড়ি
ভাল থাকাটা কি বেশী জরুরী ? ভালো না থাকাটাও কি বেশী জরুরী ?
দুটোর স্বাদেই রয়েছে ভিন্নতায় স্বমর্যাদা, স্বকীয়তা, সমতায় উজ্জল
-যাহা মানষ মনেও বিরাজমান
কেউ মিষ্টি ভালবাসে কেউ ঝাল, কেউ টক কেউ তিতা, কেউবা নোনতা
তবে কেন সুখ-দুঃখে, হাসি-কান্নায়, আনন্দ-বেদনায় স্বাদটা হবে একমুখী ?
তাদেরও তো আলাদা আলাদা স্বাদের বৈশিষ্ট আছে
কেন তাহলে শেষটা না নিয়ে প্রথমটা নিয়ে হবে কাড়াকাড়ি ?
সবগুলোরই স্বাদ নেওয়ার অধিকার সবার আছে
প্রকৃতিই গড়ে দিয়েছে এই অলিখিত অধিকার, এই অলিখিত নিয়ম ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মুগ্ধতা রেখে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
যমুনার চোরাবালি বলেছেন: পড়লাম।ভাবনাগুলো জানলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
কলমের কালি শেষ বলেছেন: ভাবনাগুলো জানাতে পেরে আমিও খুশি । পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ যমুনার চোরাবালি ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
বাউল সৌরভ বলেছেন: হৃদয়ে আঁচড় লাগে না, আঁচড় লাগে মনে
ভাল লাগল। হৃদয় আর মনের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
কলমের কালি শেষ বলেছেন: জটিল এবং কঠিন প্রশ্ন ।
মন উড়তে পারে হৃদয় স্থির থাকে , মন ভালোবাসা এনে হৃদয়ে জমা রাখে, হৃদয় যখন তা হারিয়ে ফেলে তখন মন কাঁদে কারন এই ভালোবাসাগুলো যে সে এনে জমিয়েছিল । তাই আঁচড় লাগে মনে ।
এইকথাগুলো শুধুই আমার ভাবনা । তাই জনে জনে ভাবনার ভিন্নতা আছে ।
পঠে এবং ভালোলাগা প্রকাশে অসংখ্য ধন্যবাদ বাউল সৌরভ ।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৮
বাংলার পাই বলেছেন: চমৎকার কবিতা। আসলে জীবনে সব কিছুরই দরকার আছে। তা না হলে জীবনেকে পুরোপুরি চেনা যায় না, উপভোগ করা যায় না।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬
কলমের কালি শেষ বলেছেন: জীবনকে একমুখী করা ঠিক নয় । এতে বিষন্নতা আরও বাড়ে । যখন যে পরিস্থিতি আসে সেটা সহজে মেনে নেওয়া উচিত ।
পাঠে এবং ভালোলাগা প্রকাশে অসংখ্য ধন্যবাদ বাংলার পাই ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫
টুম্পা মনি বলেছেন: ভালো লিখেছেন। শুভকামনা
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ টুম্পা মনি ।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
আধখানা চাঁদ বলেছেন: বেশ লাগল কবিতাটি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
কলমের কালি শেষ বলেছেন: বেশভাবে ধন্যবাদ রইল আপনার প্রতি ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ সুন্দর লিখেছেন -- কবিতায় মুগ্ধতা রেখে গেলাম