নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নপোড়া একজন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

স্বপ্নকে আমি পুড়তে দেখিনি

স্বপ্নই আমাকে পুড়িয়েছে

সেই গন্ধে আসেনি কেউ কাছে

কেউ আসেনি কুড়িয়ে নিতে

একলা একাকী পড়েছিলাম ছাই হয়ে ।



তবে এসেছিল বাতাস কিছু উড়িয়ে নিতে

তবে এসেছিল বৃষ্টি কিছু ভাসিয়ে দিতে

অচিরেই মুছে গিয়েছিলাম লোকালয় থেকে

পৃথিবী ভুলে গিয়েছে আমি নামক একজনকে ।



প্রকৃতিই শুধু আমায় করেছিল আপন

তাই বাতাসে উদাস হয়ে দাঁড়িয়ে থাকি

তাই বৃষ্টিতে গা ভেজাই চোখ বুজে

আঁধেক আমি বাতাসে আঁধেক আমি বৃষ্টিতে

একই সাথে উড়ি, একই সাথে ভিজি তাদের কোলে

স্বপ্নপোড়া আমার জায়গা শুধুই মেলে প্রকৃতিতে ।



মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২

আসিফ করিম শিমুল বলেছেন: পৃথিবী ভুলে গিয়েছে আমি নামক একজনকে ++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে আসিফ করিম শিমুল ভাই। :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪১

দুখাই রাজ বলেছেন: ভালো লাগলো ভাই । শুভ সকাল ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে দুখাই রাজ ভাই । শুভ সকাল ।:)

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

দৃষ্টিসীমানা বলেছেন: যে একবার প্রকৃতির ভাব বুঝে যায় তার আর কোন ব্যাথা থাকে না । ভাল থাকুন সব সময় ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

কলমের কালি শেষ বলেছেন: ঠিক কথা বলেছেন । পাঠে এবং কমেন্টে অসংখ্য ধন্যবাদ দৃষ্টিসীমানা। :)

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লাগলো

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে লাইলী আরজুমান খানম লায়লা । :)

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভললাগা প্রকাশে সুমন কর ভাই । :)

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আধেক বৃষ্টিতে, আধেক বাতাসে আমি
একই সাথে ভিজি, উড়ি
স্বপ্নপোড়া আমার ঠাঁই প্রকৃতিতে শুধু।


কবিতা লেখেন ধুমাইয়া।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~

অসংখ্য ধন্যবাদ পাঠে এবং কমেন্টে জুলিয়ান সিদ্দিকী ভাই । :)

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

আধখানা চাঁদ বলেছেন: আমার অভিধানে আরেকটি নতুন শব্দ যুক্ত হল 'স্বপ্নপোড়া'।

কবিতা অনেক ভাল হয়েছে। আরও আরও লিখুন। শুভকামনা নিরন্তর।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভালোলাগার কমেন্টে আধখানা চাঁদ । :)

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫

সুলতানা সাদিয়া বলেছেন: বিষণ্নতা ছুঁয়ে যায়। ভাল লাগল কবি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে সুলতানা সাদিয়া । :)

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১

বাংলার পাই বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং কমেন্টে বাংলার পাই । :)

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লিখেছেন ৷

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং কমেন্টে জাহাঙ্গীর আলম৫২ ভাই । :)

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

পার্থ তালুকদার বলেছেন: দারুন শব্দমালা !!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং উচ্ছসিত ভাললাগা প্রকাশে পার্থ তালুকদার ভাই । :)

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অজস্র শুভকামনা ।
কবিতা ভালো লেগেছে !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৯

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাললাগা প্রকাশে স্বপ্নবাজ অভি ভাই ।

ভাল থাকবেন । আপনার জন্যও অজস্র শুভকামনা রইলো । :)

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈছে ছড়া।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

কলমের কালি শেষ বলেছেন: ছড়া !! =p~ =p~ =p~

অনেক ধন্যবাদ ছড়া পাঠে এবং ভাললাগা প্রকাশেে হাসান মাহবুব (হামা) ভাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.