নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

তোমরা কতইনা অভাগা !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১

কখনো পাওয়া যায় চাঁদের হাটে

কখনোবা ল্যাম্পপোস্টের পাশে

জাগ্রত অথবা ঘুমন্ত ;

দেখা মেলে সব জায়গায়

একটু কম সুশীল এলাকায় ।



বোক পেলে খাওয়ার চিন্তা নাই

বোক কি সেটাই এখনো জানা হয় নাই

খাবারের রাজ্যে শুধুই আমার খাদ্য নাই

অমাবস্যার চাঁদ আদর যত্নের ক্ষুধায়

মাতৃস্নেহ গেছে ভুলে ঘুম পাড়ানি- অভাব তাড়নায়

তবে পওয়া যায় মাঝে মাঝে যদি করি কিছু আয় ।



দুর্ভাগা তোমরা, হওনি আমার মত কেউ

তোমাদের পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে

তখনও আমার পৃথিবী সহাস্যে উজ্জল থাকে

প্রকৃতির লুকায়িত সৌন্দর্য্য আমারই মেলে ।



সাক্ষী হই অনেক কিছুর যা তোমাদের অজানা-

কিছু আছে তোমরা কখনোই জানবেনা,

কিছু আছে আমার কখনোই বলা হবে না

ফাঁকা পেটে প্রকৃতির নিরব অযাচিত-

পাগল করা, নজর কাড়া সৌন্দর্য-

অনুভূতি তোমাদের কখনোই ছোঁয়ে যাবে না

শত হিংস্রতা যা করে বেড়াও তোমরা সদা

আমি হই সেই সকলের হারিয়ে যাওয়া প্রচ্ছদ ।



এই সকল কিছুর মালিক শুধুই আমি

বিচার বসাও সর্বোচ্চ আদালতে

তবুও পারবেনা কিছুই চিনিয়ে নিতে-

সাক্ষ্য-প্রমানের অভাবে ;

এই সকলই যে আমার পাওয়া- সর্বসাকুল্যে

দেখ ভেবে- তোমরা কতইনা অভাগা

নাম আমার টোকাই ,অথবা রাস্তার ছেরা ।











মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

লীন প্রহেলিকা বলেছেন: দুর্ভাগা তোমরা, হওনি আমার মত কেউ
তোমাদের পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে
তখনও আমার পৃথিবী সহাস্যে উজ্জল থাকে
প্রকৃতির লুকায়িত সৌন্দর্য্য আমারই মেলে ।

আমাদের মত দ্বিপদী মানুষের প্রতি যে কটাক্ষতা করা হয়েছে তা সত্যি অসাধারণ। আজ আমরা সকলে বোধহীন সমাজের বাসিন্ধা, তারপরও আপনার লেখায় সকলের বোধ জেগে উঠুক সেই কামনা করি.শুভেচ্ছা প্রিয় কবিকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

কলমের কালি শেষ বলেছেন: ঠিক বলেছেন । আমাদের কথায় আর কাজে কোন মিল নেই । আমরা শুধু নিজেদেরকে নিয়েই নিজেরা ব্যস্ত থাকি আর কথায় কথায় সমাজের দোহাই দেই । :(

পাঠে এবং অনুভূতি প্রকাশে অসংখ্য ধন্যবাদ লীন প্রহেলিকা । :)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: দেখ ভেবে- তোমরা কতইনা অভাগা
নাম আমার টোকাই ,অথবা রাস্তার ছেরা । দারুন লিখেছেন ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার কমেন্টে অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই । :)

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় ভালোলাগা ভ্রাতা +

ভালো থাকুক ওরা । আর আপনিও ভালো থাকবেন ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে অপূর্ন ভাই । আপনিও ভাল থাকুন । :)

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠ করায় এবং ভাললাগার কমেন্টে হাসান মাহবুব (হামা) ভাই। :)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

নাসরিন চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা। শুভেচ্ছা সতত।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগার কমেন্টে নাসরিন চৌধুরী । :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

আধখানা চাঁদ বলেছেন: সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে। শুভকামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ আধখানা চাঁদ । :)

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দুর্ভাগা তোমরা, হওনি আমার মত কেউ
তোমাদের পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে
তখনও আমার পৃথিবী সহাস্যে উজ্জল থাকে
প্রকৃতির লুকায়িত সৌন্দর্য্য আমারই মেলে ।

কবিতায় +++

অনেক আগে এদের নিয়ে একটা লেখা লিখেছিলাম - পথশিশুদের গল্প

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

কলমের কালি শেষ বলেছেন: আপনার লেখাটি পড়ে আসলাম । চমৎকার লিখেছেন । আর লেখায় এক বিদেশীনির কথা লিখেছেন । কেমন সদিচ্ছা থাকলে বহিরাগত লোকও তাদের জন্য ছুটে আসে ! আসল ব্যপার হচ্ছে আমাদের ইচ্ছার মৃত্যু হয়েছে । তাই আমরা জেগে ঘুমাই । আর অনেক সংস্থাও তাদের জন্য নাম মাত্র কাজ করে অথচ কোটি কোটি টাকা তারা বিভিন্ন চ্যারিটি থেকে অনুদান পায় । এসব লোকদের একটুও লজ্জা করেনা এইসকল সুবিধাবঞ্চিতদের হকের টাকা মেরে খেতে । তাই নিজ উদ্যোগে যতটুকু সম্ভব তাদের জন্য করে যাওয়া ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬

পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগল ভাই ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে পার্থ তালুকদার ভাই । :)

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: বেশ ভাল লাগলো।


ভালা থাকুন। শুভেচ্ছা :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে মহামহোপাধ্যায় । আপনিও ভাল থাকুন । শুভেচ্ছা রইল । :)

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

হাসিনুল ইসলাম বলেছেন: টোকাই জীবনের বাস্তব চিত্রায়ন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং কমেন্টে হাসিনুল ইসলাম ভাই । :)

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমি হই সেই সকলের হারিয়ে যাওয়া প্রচ্ছদ ।

চমৎকার +

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগা প্রকাশে অসংখ্য ধন্যবাদ... রেজওয়ানা আলী তনিমা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.