নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

এক টুকরো কাগজ, অথবা তুমি ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

তোমায় চেয়ে লিখেছিলাম একটি কবিতা

তোমার কোমল হাতের স্পর্শ এখনো স্পষ্ট

তুমি নেই শুধু, আছে কিছু শব্দগুচ্ছ ;

লাইনগুলো টেনে ধরে চুম্বকের মত করে

যেন জড়িয়ে ধরে তোমার কোমনীয় স্পর্শে

খুঁজে ফেরি তোমায় শব্দের আড়ালে

হারাই আমি গাঁথা শব্দের মায়াজালে

এই এক টুকরো কাগজ পূর্ণতা দেয় তোমায়-

আমার একাকিত্ব সময় গুলোয় ।



একদিন হারিয়ে গিয়েছিল কাগজ টুকরোটি

দিশেহারা পাগল হন্যে হয়ে খুঁজেছি

উলট পালট করে দিয়েছিলাম সবকিছু

কোন এক সময় স্তব্ধ পথিক ক্লান্ত হয়েছিল

শেষ স্পর্শটুকু হারিয়ে ফেলেছে ক্লান্ত পথিক

শ্রান্ত পথিক লেপটে পড়ে ছিল দেয়াল ঘেঁষে

চোখ বেয়ে পড়েছিল স্তব্ধ কিছু জল ফোটা ।



একমুঠো বাতাস এসে ঢুকলো আমার বুক পকেটে

উড়িয়ে দিলো পকেট থেকে এক টুকরো কাগজ

দিশেহারা পাগল অবাক হয়ে চেয়েছিলাম

খুশির বাঁধ ভেঙ্গে কান্নায় কান্নার পোয়ারা বয়েছিল

তুমি এখনো কি আমার সাথে লুকোচুরি খেল !

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২১

আজব গোয়েন্দা বলেছেন: দারুন

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগা প্রকাশে । আজব গোয়েন্দা । :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩০

লীন প্রহেলিকা বলেছেন: সুন্দর কবিতা, প্রথম স্তবকে দু একটি শব্দের বাহুল্যতা দেখা গেলেও পরের স্তবক দুটি খুব ভাল লেগেছে , উপস্থাপনাও সাবলীল। সুন্দর থাকবেন কবি। শুভেচ্ছা রইল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

কলমের কালি শেষ বলেছেন: কাউকে এক লাইন ভাললাগাতে পারলেই আমার অনেক পাওয়া আর সে যায়গায় আপনার ভাল লেগেছে দুই স্তবক !! ফিলিং গ্রেট । B-)
পাঠে এবং ভাললাগা প্রকাশে অসংখ্য ধন্যবাদ ।

আর আমি দেখতে সুন্দর না তাহলে সুন্দর থাকবো কিভাবে !! :P :P । মজা করলাম । :-B

আপনিও সুন্দর থাকুন । নিরাপদে থাকুন । শুভ কামনা রইল ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা , তারা হারিয়ে গেলেও কবিতা হয়ে কাগজে থেকে যায় ।

ভালো থাকবেন :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার অনুভূতি প্রকাশে অসংখ্য ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই ।

আপনিও ভাল থাকবেন । শুভ কামনা রইল । :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।+

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে সেলিম আনোয়ার ভাই । :)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ বেশ আবেগী কবিতা। জানতে ইচ্ছে করছে সে কি সত্যিই লুকোচুরি খেলে?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৯

কলমের কালি শেষ বলেছেন: ... =p~ =p~ হুম । কবির কল্পনায় খেলে । ;) :|

মিষ্টি প্রশ্নবোধক মন্তব্যে অসংখ্য ধন্যবাদ... নাসরিন চৌধুরী । :)

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৭

দুখাই রাজ বলেছেন: চমৎকার লিখেছেন কবি ভাই । শুভ সকাল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে দুখাই রাজ ভাই । :)

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

জাফরুল মবীন বলেছেন: চমৎকার!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নেবেন পাঠে এবং চমৎকার লাগার অনুভূতি প্রকাশের জন্য জাফরুল মবীন ভাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.