নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেমন বিপরীত ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২২

অপার সম্ভাবনায় দাঁড়িয়ে আছে এক যুবক
ভাবছে এই কি আমার ভবিষ্যত !
আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি জমেছে
অমুক বলেছে এইদিকে নয় ওইদিকে জয়
সম্মুখপানে যুবক তাকিয়ে রয়
তাই যদি সত্যি হয় হেরে যাব আমি তয়
এইদিকে আর নয় ওদিকেই মনে হচ্ছে নিশ্চিত জয়
যুবক দিল মনকে জবাই চলতে লাগলো ওইদিকটাই...

ক্রান্তিলগ্নে ফিরলো যুবক জয় হাতে নিয়ে,মনকে জলাঞ্জলি দিয়ে
'কংক্রিটের দালানসাদৃশ অর্জন, যায় না তাই ইচ্ছেমত মর্জন'
জীবনের স্বাদ হয়তোবা হারিয়ে গেছে, কিন্তু যুবক তো জয় পেয়েছে
তবে গুনীজন কহেন এই জয় ভবিষ্যতের জয়, জীবনের নয় ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: ক্রান্তিলগ্নে ফিরলো যুবক জয় হাতে নিয়ে,মনকে জলাঞ্জলি দিয়ে
'কংক্রিটের দালানসাদৃশ অর্জন, যায় না তাই ইচ্ছেমত মর্জন'
জীবনের স্বাদ হয়তোবা হারিয়ে গেছে, কিন্তু যুবক তো জয় পেয়েছে
তবে গুনীজন কহেন এই জয় ভবিষ্যতের জয়, জীবনের নয় ।++++++

ভালো থাকবেন ভ্রাতা :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫০

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার প্রকাশ এবং পিলাচে অসংখ্য ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই ।

শুভ কামনা । আপনিও সবসময় ভাল থাকবেন । :)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

টুম্পা মনি বলেছেন: কলমের কালি শেষ হয়ে আসলেও খুব গভীর কিছু কথা বলে গেছেন। কখনো কখনো যেই জয়কেই আমরা জীবন ভাবি সেই জয় হয় জীবন শুন্য! কি অদ্ভুত তাই না? :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭

কলমের কালি শেষ বলেছেন: শেষ কালির লেখা খাঁটি হওয়া চাই । B-) :P

অদ্ভুত । প্রতিটি মানুষের জীবনে অনেক ইচ্ছেমৃত্যু ঘটে । অনেক চাওয়া পাওয়া থাকে যা থেকে যায় অপূর্ণ । অবশেষে মৃত্যু ঘটে । এইখানে কারোরই কিছু করার নেই । জীবন লিমিটেড, ইচ্ছেগুলোও লিমিটেড । এর ভেতরে থেকেই নিজের মন মতো মেজারমেন্ট করে চললেই জীবন স্বার্থক ।

ভাল থাকবেন ফরএভার । শুভ কামনা রইল । :)

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

আমিনুর রহমান বলেছেন:




বাস্তবতা !

কবিতায় ভালো লাগা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৮

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগার মন্তব্যেে আমিনুর রহমান ভাই । :)

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

জোহরা উম্মে হাসান বলেছেন: এটাই জীবন । জীবন সত্য অথবা রুঢ় বাস্তবতা । অনেক ভাল লাগলো কবিতা । কলমের কালি শেষ হবে না কোনদিন -এই প্রত্যাশায় !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২০

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার প্রত্যাশার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জোহরা উম্মে হাসান ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

রাইসুল সাগর বলেছেন: ভালোলাগা রেখে গেলাম। শুভকামনা নিরন্তর

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগার মন্তব্যে রাইসুল সাগর ভাই । :)

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

আলম দীপ্র বলেছেন: অপার সম্ভাবনায় দাঁড়িয়ে আছে এক যুবক
ভাবছে এই কি আমার ভবিষ্যত !
আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি জমেছে
অমুক বলেছে এইদিকে নয় ওইদিকে জয়
সম্মুখপানে যুবক তাকিয়ে রয়
তাই যদি সত্যি হয় হেরে যাব আমি তয়
এইদিকে আর নয় ওদিকেই মনে হচ্ছে নিশ্চিত জয়
যুবক দিল মনকে জবাই চলতে লাগলো ওইদিকটাই...

ক্রান্তিলগ্নে ফিরলো যুবক জয় হাতে নিয়ে,মনকে জলাঞ্জলি দিয়ে
'কংক্রিটের দালানসাদৃশ অর্জন, যায় না তাই ইচ্ছেমত মর্জন'
জীবনের স্বাদ হয়তোবা হারিয়ে গেছে, কিন্তু যুবক তো জয় পেয়েছে
তবে গুনীজন কহেন এই জয় ভবিষ্যতের জয়, জীবনের নয় ।

পুরোটাই কোট করলাম !
চমৎকার !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

কলমের কালি শেষ বলেছেন: :) :) পাঠে এবং চমৎকৃত হওয়ার প্রকাশে অনেক ধন্যবাদ আলম দীপ্র ভাই । :)

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৪

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগার মন্তব্যেে যমুনার চোরাবালি। :)

৮| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অপার সম্ভাবনায় দাঁড়িয়ে আছে এক যুবক
ভাবছে এই কি আমার ভবিষ্যত !
আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি জমেছে
অমুক বলেছে এইদিকে নয় ওইদিকে জয়

০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৮:২১

কলমের কালি শেষ বলেছেন: হুুম । এইরকমই হয় । পাঠে এবং কমেন্টে অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই । :)

৯| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

জাফরুল মবীন বলেছেন: ভাল লেগেছে কবিতা।কবিকে ধন্যবাদ :)

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭

কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাল লাগা প্রকাশে জাফরুল মবীন ভাই । :)

১০| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৩:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগলো ভাই ।
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ।
ভাল থাকবেন ।

০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগা প্রকাশে মাহমুদ০০৭ ভাই ।

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা । :)

১১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৬

নিমকহারাম বলেছেন: দারুন

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ নিমকহারাম । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.