![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
তুমি আমাদের সাজিয়েছো অনন্য উচ্চতায়
বঙ্গের মাটিকে দিয়েছো অমরত্বের স্বাদ
এখনো তোমার গন্ধ জড়িয়ে আছে মৃত্তিকার গর্বিত হৃদয়
তুমি চলে গেছো বহু আগে স্বরণীয় পাতায় গেঁথে
তবে বিশ্ব এখনো বাহু নত করে তোমার তরে
এই বঙ্গের সৌভাগ্য, তুমি একাত্তর !
তুমি একত্রিত করেছিল আমাদের এক পেয়ালায়
ছিল না কোন ধর্ম, বর্ণ, গোত্রের সর্বনাশী বিনাশ
ভ্রাতৃত্বের সুখস্বাদ আচ্ছাদন দিয়েছিলে প্রাণ খুলে
আপন শক্তি হাতে তুলে বলেছিলে যাও স্বাধীনতা হরনে
তোমার শক্তিতে বুকে বুলেট গেঁথে বিজয় পতাকা বেঁধেছিলাম কপালে
এই বঙ্গের সৌভাগ্য, তুমি একাত্তর !
সেই সকল ঘটনা অতীত হয়েছে বহু আগে বাঙ্গালি মনে
তুমি এখন শুধুই বইয়ের পাতার নামমাত্র আনন্দ বিলাস
তোমার দেওয়া শক্তি হারিয়ে গেছে গর্বের জাঁতাকলে
তুমি এখন শুধুই দাঁড়িয়ে থাকা ঘরের ঘূণে ধরা খুঁটি বৈকি
আফসোস, তুমি ঘূণ বিনাশের প্রতিষেধক দিয়ে আসো নি
এই বঙ্গের দুর্ভাগ্য, তুমি একাত্তর !!
০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯
কলমের কালি শেষ বলেছেন:
অসংখ্য ভাললাগা আপনার পাঠে এবং সুন্দর কমেন্টে মৃদুল শ্রাবন ভাই ।
২| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাম ! অসাম ! ভ্রাতা ।
০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং উচ্চসিত ভাললাগা প্রকাশে অনেক ধন্যবাদ গিয়াসলিটন ভাই ।
৩| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২
আলম দীপ্র বলেছেন: ঝরঝরে ! দুরদান্ত গতিময় কবিতা !
০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২২
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং দূর্দান্ত ভাললাগা প্রকাশে আলম দীপ্র ভাই ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১২
আধখানা চাঁদ বলেছেন:
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১০
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আশার আলোমূলক মন্তব্যে আধখানা চাঁদ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২
প্রান্তিক জন বলেছেন: '৭১ নিজেই আজ '৭০।
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪
কলমের কালি শেষ বলেছেন: হুম
...পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ প্রান্তিক জন ভাই ।
৬| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪
দৃষ্টিসীমানা বলেছেন: ঘুনেধরা ৭১ , চমৎকার , নাম এবং বর্ণনা দুটোই খু......ব ভাল লাগল ।
ভাল থাকুন সব সময় ।
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং খুবই ভাললাগার প্রকাশে দৃষ্টিসীমানা ।
আপনিও ভাল থাকুন সবসময় । শুভ কামনা ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১১
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:২০
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার ভাললাগা প্রকাশে অসংখ্য ধন্যবাদ এহসান সাবির ভাই ।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: দেশের কবিতা খুবই ভালো লাগলো ভ্রাতা ।
ঈদের আগাম শুভেচ্ছা
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ভাল লাগা পাঠে এবং আশার বানীসূচক মন্তব্যে অপূর্ণ রায়হান ভাই ।
অগ্রিম ঈদ মোবারক । শুভ কামনা ।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসাধারণ...
০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৪
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার 'অসাধারন' কমেন্টে অনেক ধন্যবাদ আফসানা যাহিন চৌধুরী ।
ভাল থাকবেন । শুভকামনা ।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫
টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৭
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগার 'অসাধারন' মন্তব্যে টুম্পা মনি ।
ভাল থাকবেন । শুভকামনা ।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০২
ফাহিম আহ্মেদ বলেছেন: চমৎকার কবিতা। অসাধারণ।
০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং সুন্দর কমেন্টে ফাহিম আহ্মেদ ।
১২| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সুমন কর বলেছেন: দেশের কবিতা সুন্দর হয়েছে। +++
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর কমেন্টে অসংখ্য ভাললাগার ধন্যবাদ সুমন কর ভাই ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭
মৃদুল শ্রাবন বলেছেন: দেশকে নিয়ে কবিতা বরাবরই ভালো লাগে।
তুমি এখন শুধুই বইয়ের পাতার নামমাত্র আনন্দ বিলাস
তোমার দেওয়া শক্তি হারিয়ে গেছে গর্বের জাঁতাকলে
তুমি এখন শুধুই দাঁড়িয়ে থাকা ঘরের ঘূণে ধরা খুঁটি বৈকি
চরম সত্য লিখেছেন।