![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
তোমার সৌন্দর্য্যতলে রেখো নাকো কোন পত্র
ধরা খেয়ে যেতে পারে কোন যুবক
লুকিয়ে রেখো গোপনে যুবক চক্ষুর আড়ালে
পড়ে ফেললে হয়ে যেতে পারে সর্বনাশ !
ধরে ফেলবে তোমার নেশা, যুবক হারাবে দিশা
হয়তো তুমি পারবেনা বলতে 'হ্যা',
তবে সে তো হয়ে যাবে জীবন থেকে 'না'
হারাবে পেশা, ধরবে নেশা, অবশেষে ডুববে জীবনের খেয়া ।
যদি না ই পারো 'হ্যা' বলতে, তবে লুকিয়ে রাখো সৌন্দর্য্যপত্র আড়ালে
তোমার এতে নেই কোন মহাত্ম, অযথাই যুবকটি হবে ছ্ত্রভঙ্গ ।
ও হে সুন্দরী,
তোমার সৌন্দর্য্যতলে রেখো নাকো কোন পত্র
ধরা খেয়ে যেতে পারে কোন যুবক ।
০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কমেন্টে অসংখ্য ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই । ঈদ মুবারক । শুভ কামনা ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫
জোহরা উম্মে হাসান বলেছেন: খুব আধুনিক আর খুব সুন্দর । ঈদ মোবারক !
০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ জোহরা উম্মে হাসান ।
ঈদ মোবারক ।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৫
জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন।
“ঈদ মোবারক”
০৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ জাফরুল মবীন ভাই ।
ঈদ মোবারাক ।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪১
নিমকহারাম বলেছেন: সুন্দর
০৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
কলমের কালি শেষ বলেছেন: আপনার কমেন্টও সুন্দর নিমকহারাম ।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তোমার সৌন্দর্য্যতলে রেখো নাকো কোন পত্র
ধরা খেয়ে যেতে পারে কোন যুবক
আমারতো মনে হল, যুবক ধরা খেয়েই কবিতাটি লিখেছে।
ঈদের দিনগুলো আনন্দময় হয়ে উঠুক এই কামনায়....
০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
কলমের কালি শেষ বলেছেন: হুম... ...
ধরা খেয়ে অন্য যুবকদের জন্য সচেতনতামূলক কবিতার আবির্ভাব আর কি !!..
ঈদ মুবারক । শুভ কামনা রইল ।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২
কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । শুভ কামনা ।
৭| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১১
আধখানা চাঁদ বলেছেন: লুল কবিতা ! ভাল লিখেছেন
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৫
কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও লুল ধন্যবাদ আধখানা চাঁদ ।
৮| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: সোন্দর।
১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৭
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর ভাললাগার কমেন্টে হামা ভাই ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++
ঈদ মুবারক
চমৎকার লিখেছেন ভ্রাতা