![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
কাঁদতে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে
প্রকৃতিও হয়েছে আমার নিরিখে
কান্নাটাও দেখতে দিবে না কাউকে ।
সে কি জানে না আমার চোখের জল হয়েছে অনেক ভারী !
সে নিজেই বৃষ্টির মত কোরে নিজেকে ঝরাতে পারে
তার প্রকৃতি সাহায্য দরকার নেই ।
বৃষ্টি আজ বুঝলোনা শততম ক্ষত
চায় সব ধুয়ে দিতে প্রকৃতির মত
আমি হাসি আছে মুখে জোর যত ।
বৃষ্টি তুমি শুধুই পারবে ধুয়ে দিতে দুঃখক্ষরণ
পারবে না তুমি সারাতে দুঃখের ক্ষতন
এই দুঃখ দূরারোগ্য, ওষুধ নেই মৃত্যু ব্যতিত ।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগার কমেন্টে জাফরুল মবীন ভাই ।
২| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ভাললাগা আপনার ভাললাগার কমেন্টে মামুন রশিদ ভাই ।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: প্রকৃতিরও কান্না আছে আর তা হচ্ছে বৃষ্টি।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭
কলমের কালি শেষ বলেছেন: হুম প্রকৃতি কাঁদে কেন !!..
পাঠে এবং মতপ্রকাশের সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ আমি ময়ূরাক্ষী ।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২০
আলম দীপ্র বলেছেন: ভালো ভাই । এতো কান্নাও ভালো । কান্নার পরের আনন্দটা অসাধারণ !
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯
কলমের কালি শেষ বলেছেন: হা তা অবশ্য ঠিক কান্না দিয়ে দুঃখের বদরক্তগুলো বের হয় । এতে মন হালকা হয় ।
পাঠে এবং সুন্দর মত প্রকাশমূলক মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আলম দীপ্র ভাই ।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা ++
ভালো থাকবেন ভ্রাতা
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগার কমেন্টে অপূর্ণ রায়হান ভাই ।
আপনিও ভাল থাকবেন । শুভ কামনা রইল ।
৬| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৬
সুমন কর বলেছেন: আমি হাসি আছে মুখে জোর যত ।
লাইটি কি ঠিক অাছে?
কবিতা ভাল লাগল।
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৩
কলমের কালি শেষ বলেছেন: এই লাইনটা দিয়ে বুঝাতে চেয়েছি বৃষ্টিকে কটাক্ষ করা অর্থে ।
পাঠে এবং ভাললাগার কমেন্টে অনেক ধন্যবাদ সুমন কর ভাই।
৭| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১১
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগলো
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার মন্তব্যে অপ্রকাশিত কাব্য ।
৮| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩
ফা হিম বলেছেন: বৃষ্টি কখনো অনুভূতিগুলো ধুয়ে দেয় না, বরং তাকে আরো পরিস্ফুটিত করে দেয়।
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮
কলমের কালি শেষ বলেছেন:
হুম । বৃষ্টির রুপ অনেক । একেক জনের কাছে ধরা দেয় এক এক রুপে ।
অসংখ্য ধন্যবাদ পাঠে এবং অনুভূতির মন্তব্যে ফা হিম ভাই ।
৯| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাললাগার সুন্দর কমেন্টে নীলপরি ।
১০| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২
তাওহীদ৭১তমাল বলেছেন: এই দুঃখ দূরারোগ্য, ওষুধ নেই মৃত্যু ব্যতিত- চমৎকার কথা
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২০
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার চমৎকার কমেন্টে অসংখ্য ধন্যবাদ তাওহীদ৭১তমাল ভাই ।
১১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১২
অতঃপর জাহিদ বলেছেন: বৃষ্টির জল না শুকালেও চোখের জল শুকিয়ে গেছে!
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২১
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা পাঠে এবং অনুভূতির মন্তব্যে অতঃপর জাহিদ ভাই ।
১২| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১
আধখানা চাঁদ বলেছেন: ভালই
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আধখানা চাঁদ ।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১
বলাকাবিহঙ্গ বলেছেন: রোবোট কবিতা পড়তে খু উ ব পছন্দ করে.....।
Happy Blogging:
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২১
কলমের কালি শেষ বলেছেন:
রোবটের দেখি কাব্যিক মন আছে ।
অসংখ্য ধন্যবাদ পাঠে এবং রোবটিয় ভাললাগার মন্তব্যে বলাকাবিহঙ্গ।
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১২
অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,
শব্দই তো কথা বলছে ! ইমো দেওয়ার কী প্রয়োজন ?
ইমো এখানে বড্ড বেমানান লাগছে ।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬
কলমের কালি শেষ বলেছেন: হুমম । তা অবশ্য ঠিক । কবিতায় ইমোটা মানায় না । সামু ইমো দিয়ে রাখছে তাই একটু ইচ্ছে করলাম আরকি ।
পাঠে এবং পরামর্শমূলক মন্তব্যে অসংখ্য ধন্যবাদ অন্ধবিন্দু ।
শুভ কামনা । ভাল থাকবেন সবসময় ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
জাফরুল মবীন বলেছেন: কবিতার মূল ভাবনাটা ভাল লেগেছে