![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
বঙ্গমাতা দু’চক্ষু অশ্রু নিয়ে বসে আছে জায়নামাজ বিছিয়ে
কথা দিয়েছে তাঁর সন্তান তোমার ভয় নেই মা, বিজয় আসবেই
বন্দুকের প্রতিটি বুলেটে মায়ের ছবি এঁকে যায় স্বঘোষিত যোদ্ধা
আরাম করবে মায়ের কোলে কেউ করবে না মানা
এই যে স্বাধীনতা, হাসবে মাতা, হাসবে সন্তান, নেই কোন বাঁধা ।
সকালের সূর্যে বিজয়ের হাসি, আকাশ বাতাস স্বাধীন
বঙ্গমাতা কর্নধারে খোঁজে সন্তানের ‘মা’ বোলে ডাকা
খোঁজে তাঁর আচলে লুকিয়ে থাকা ‘মুখ’ হাসিমাখা
আরও খোঁজে রাতে বুকে জড়িয়ে থাকা নিরাপদখচিত ‘নিঃশ্বাস’।
সন্তান ‘আসার কথা’ এখনো রাখেনি কিন্তু ‘বিজয়ের’ কথা রেখেছে
মা ডাকে তাঁর সন্তানকে, কেঁপে উঠে- মাটি, আকাশ, বাতাস
মা বলে তোরা আমার ডাকে কেন এমন করিস,
মা বকা দেয়- বঙ্গের মাটি, আকাশ, বাতাসকে
সন্তান হাসে, মা তুমি এখনো আমায় বকা দাও !
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ সরদার হারুন ভাই ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯
ঢাকাবাসী বলেছেন: সুন্দর!
১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে ঢাকাবাসী ।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার কবিতার থিমগুলো, ভাবনাগুলো ভালো হচ্ছে; কিন্তু কাব্যিক উপস্থাপন আর শব্দের রঙে রাঙানোয় ঘাটতি থেকে যাচ্ছে। কবির কাছ থেকে এই বিষয়ে আরও যত্ন আশা করছি।
ভালো থাকবেন, শুভকামনা রইল।
১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
কলমের কালি শেষ বলেছেন:
কবি হিসেবে আমি এখনো অনেক দুর্বল । ভাবনাগুলো ফুটিয়ে তোলার চেষ্টায় আছি কিন্তু কেন জানি পুরাপুরি হয় না । আসলে কবিতা লেখলেই কবি হওয়া যায় না এর ভেতর আরও গভীর অনেক ব্যপার জড়িত থাকে । তাই আমাকে কেউ কবি বললে লজ্জাই পাই ।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোমা ভাই এপ্রেসিয়েট করার জন্য । নিজের কবিতার যত্ন নেওয়ার কথা এইরকমভাবে কয়জনইবা বলে ।
শুভ কামনা । অনেক অনেক ভাল থাকবেন । আর আপনার রন্তুর সিরিজ কই ? আগেরগুলো কিন্তু ভুলে যাচ্ছি ।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলমের কালি শেষ বইলা আবার লিখা বন্দ্ব কইরেন না ।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪
কলমের কালি শেষ বলেছেন:
শেষ হবে না ইনশাল্লাহ ।
অনেক ধন্যবাদ গিয়াসলিটন ভাই ।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪
নাসরিন চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা জানবেন।
তিন জায়গায় "খুঁজে" শব্দটি প্রয়োগ হয়েছে। শব্দটি "খোঁজে" দিলে ভাল হবে।
ভাল থাকুন।শুভকামনা।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০০
কলমের কালি শেষ বলেছেন:
খালি ভুল হয়ে যায় । আশ্চর্যের বিষয় হচ্ছে লেখার সময় চোখে মনে হয় বানান ঠিক আছে কিন্তু ভুল ধরিয়ে দিলেই ভুল ভাঙ্গে ।আমার চোখটাই মনে হয় ভুল ।
:#>
অসংখ্য ভালোলাগা আপনার পাঠে এবং ভুল ধরিয়ে দেওয়ায় নাসরিন চৌধুরী ।
সবসময় ভাল থাকবেন খারাপের তোয়াক্কা না করে । অনেক শুভ কামনা রইল ।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা ++++++++
শুভেচ্ছা নিবেন
১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই পাঠে এবং ভাললাগার প্রকাশে ।
ভাল থাকবেন ।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩
যমুনার চোরাবালি বলেছেন: ভালো লেগেছে। শুভেচ্ছা।
১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ যমুনার চোরাবালি পাঠে এবং ভাব প্রকাশে ।
শুভ কামনা ।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮
সরদার হারুন বলেছেন: কি আর কহিব আমি
যা কিছু বলার আগেই বলেছি,হয়তো পড়েছ তুমি ।
১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
কলমের কালি শেষ বলেছেন: সরদার হারুন ভাই অসংখ্য ভাললাগা রইল আপনার সুন্দর মন্তব্যে ।
ভাল থাকবেন ।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
কলমের কালি শেষ বলেছেন: মোটামুটি লাগার অনুভূতি প্রকাশে আমার ভাললাগা কিন্তু ১০০ !!
অসংখ্য ধন্যবাদ পাঠে এবং অনুভূতির কমেন্টে সুমন কর ভাই ।
শুভ কামনা রইল ।
১০| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৯
তুষার কাব্য বলেছেন: সহজ সরল সুন্দর...
১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
কলমের কালি শেষ বলেছেন: সহজ সরল সুন্দর ভাবের অনুভূতির প্রকাশে অনেক ভাললাগা তুষার কাব্য ভাই ।
ভাল থাকুন ।
১১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: sundor lekhoni
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ পরিবেশ বন্ধু ।
শুভ কামনা ।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৫
সুফিয়া বলেছেন: কবিতার মর্মাথ অনেক গভীর। ভাল লাগল।
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৯
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ সুফিয়া পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য ।
ভাল থাকবেন । শুভ কামনা ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫০
দৃষ্টির সীমানায় বলেছেন: সুন্দর ..শুভ কামনা রইলো
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে দৃষ্টির সীমানায় ।
আপনার জন্য শুভ কামনা । ভাল থাকবেন ।
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
গভীর অনুভবের কবিতা । তবে সহ-ব্লগার "বোকা মানুষ বলতে চায়" যা বলেছেন তার সাথে মিলিয়ে বলি ভাবগুলো প্রকাশ করুন আর একটু আবেগীয় ভাবে, কবিতা ....কবিতার একটা সুবাস যেন গায়ে লেগে থাকে ।
কলমের কালি নিঝর্রের মতো ঝরে ঝরে লিখে যাক আগামীর কাব্য ।
শুভেচ্ছান্তে ।
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৩
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং পরামর্শ এবং অনুপ্রেরনামূলক মন্তব্যে আহমেদ জী এস ভাই ।
ভাল থাকবেন । শুভ কামনা ।
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯
খেলাঘর বলেছেন:
'৭১ এর সাথে কবিতার সারমর্ম কি মিলেছে?
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩
কলমের কালি শেষ বলেছেন: মেলানোর চেষ্টা করেছি মাত্র । এক দুঃখী মায়ের হারান সন্তানের অপেক্ষার কথা বলেছি । যে সন্তান কখনো বাহ্যিক রুপে ফিরবেনা কিন্তু সে দেশের স্বাধীনতার বীর তাই সে বাংলার মাটি, আলো, বাতাসে ঘুরে বেড়ায় অদৃশ্য হয়ে ।
এখন বাকিটা বিচারের দায়িত্ব পাঠকের কাঁদে বর্তালাম ।
পাঠে এবং প্রশ্নবোধক মন্তব্যে অসংখ্য ধন্যবাদ খেলাঘর ।
ভাল থাকবেন । শুভ কামনা ।
১৬| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
আধখানা চাঁদ বলেছেন: ৪র্থ ভাললাগা।
২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগার মন্তব্যে আধখানা চাঁদ ।
ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১
সরদার হারুন বলেছেন: উত্তম । চালিয়ে যান । আমরা আছি অপনার সাথে ।