![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
রাতকে ডেকে বললাম, অন্ধকার ফেলে দাও
দিনকে ডেকে বললাম, আলো দূরে সরাও
ভাবি এই সব আমি কাকে কী বলছি !
যে অন্ধকার ছাড়া রাত হয় না;
যে আলো ছাড়া দিন ফোটে না
তাদের বলছি এইসব ফেলে দিতে !
নির্ঘাত আমি পাগলে রুপান্তরিত হয়েছি ..
না...না আমি পাগল নই, উম্মাদও নই
তারা যদি আলো-অন্ধকার বিহীন না থাকতে পারে
তোমায় ছাড়া আমি আছি কীভাবে !
আমারও তো রাত মিলতো না,হত না দিন দেখা-
তোমায়হীন ভাবনায়...
কিন্তু এখন তুমি নেই
একলা কাঁদি, একলা হাসি
রাতদিন আমার নিত্য সঙ্গী
তারা নিজ আলোয় আলো দেয় ;
তারা নিজ অন্ধকারে অন্ধকার দেয়
তারা প্রকৃতিক-
ঠিক তোমায় না মেলার আগে
এবং চলে যাওয়ার পরে ।...
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ লীনা জািম্বল ।
শুভ কামনা রইল ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪২
খেলাঘর বলেছেন:
বাংলাদেশ, কবিতার দেশ।
বিরহ কঠিনভাবে প্রকাশিত হয়েছে।
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
কলমের কালি শেষ বলেছেন: হুম...বাংলাদেশ, কবিতার দেশ। । চমৎকার বলেছেন ।
অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগার কঠিনীয় মন্তব্যে খেলাঘর ।
ভাল থাকবেন । শুভ কামনা ।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৭
অদৃশ্য বলেছেন: বেশ হয়েছে... আরো চাই...
শুভকামনা...
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং অনুপ্রেরনামূলক মন্তব্যে অনেক ভাললাগা অদৃশ্য ।
শুভকামনা রইল ।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪২
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগার অনুভূতির মন্তব্যে আমিনুর রহমান ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০২
তাওহীদ৭১তমাল বলেছেন: গভীর ভাবনার কবিতা। সুন্দর
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগানীয় মন্তব্যে অসংখ্য ধন্যবাদ তাওহীদ৭১তমাল ভাই ।
শুভকামনা রইল ।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিন্তু এখন তুমি নেই
একলা কাঁদি, একলা হাসি
রাতদিন আমার নিত্য সঙ্গী
তারা নিজ আলোয় আলো দেয় ;
তারা নিজ অন্ধকারে অন্ধকার দেয়
তারা প্রকৃতিক-
ঠিক তোমায় না মেলার আগে
এবং চলে যাওয়ার পরে ।..
চমৎকার লিখেছেন ব্রো ।
কবিকে অভিনন্দন !
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ গিয়াসলিটন ভাই ।
ভাল থাকবেন ।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর + + + ।
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ দৃষ্টিসীমানা ।
শুভকামনা রইল ।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
ইজাজআহমেদ বলেছেন: আর একটু হলে তো কেঁদেই ফেলতাম।
সুন্দর হয়েছে। ধন্যবাদ কবিকে
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ভাললাগা পাঠে এবং সর্বোচ্চ অনুভূতির ভাব প্রকাশে ইজাজআহমেদ ভাই ।
ভাল থাকবেন । শুভকামনা রইল ।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর একটি কবিতা পড়লাম.........
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪০
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং আপনার ভাললাগার অনুভূতির প্রকাশে ভাল লাগছে ।
অসংখ্য ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
১০| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫
আলম দীপ্র বলেছেন: সুন্দর হয়েছে ভাই ।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগানীয় মন্তব্যে অনেক ধন্যবাদ আলম দীপ্র ভাই ।
শুভ কামনা রইল ।
১১| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
অর্বাচীন পথিক বলেছেন: nice poem bro
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৪
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগার অনুভূতি প্রকাশে আরবাচীন পথিক ।
ভাল থাকুন সবসময় ।
১২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: খারাপ না
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে ফারদীন নিশ্চিন্ত ভাই ।
শুভ কামনা রইল ।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৯
জাফরুল মবীন বলেছেন: চমৎকার কবিতা পাঠে মুগ্ধতা জানিয়ে গেলাম
অভিনন্দন কবি ‘কলমের কালি শেষ’-কে
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার ভালোলাগানীয় মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জাফরুল মবীন ভাই ।
ভাল থাকুন সবসময় । শুভ কামনা রইল ।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭
ডি মুন বলেছেন: বেশ ভালো লাগলো।
আরো ভালো লিখে চলুন।
শুভেচ্ছা।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০
কলমের কালি শেষ বলেছেন: বেশ ধন্যবাদ পাঠে এবং অনুপ্রেরনামিশ্রিত ভালোলাগার অনুভূতি প্রকাশে ডি মুন ভাই ।
শুভ কামনা সবসময় ।
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯
রিচার্ড পার্কার বলেছেন: আমি পাঠক হবো। ভালো লাগলো ।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৩
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং দূর্বার ভালোলাগার অনুভূতি প্রকাশে অনেক ধন্যবাদ রিচার্ড পার্কার ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
১৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১১
তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল কথাগুলো। দারুন অনূভুতির প্রকাশ হয়েছে।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫
কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ দারুন অনুভূতির প্রকাশে তৌফিক মাসুদ ভাই ।
ভালো থাকুন সবসময় ।
১৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১
ডি মুন বলেছেন:
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮
কলমের কালি শেষ বলেছেন:
ডি মুন ভাই কেন আবার বুজলুম না ।
অসংখ্য ধন্যবাদ আবার ।
শুভকামনায় সবসময় ।
১৮| ২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর !
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার প্রকাশে অনেক ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা ।
শুভকামনা । ভাল থাকবেন ।
১৯| ২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:০৮
অশ্রুত প্রহর বলেছেন: ভিন্ন মাপের কবিতা .ভালো লাগলো :-)
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগার প্রকাশে অশ্রুত প্রহর ।
ভাল থাকুন ।
২০| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা ++++++
চমৎকার কবিতা ।
ভালো থাকবেন
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার প্রকাশে অসংখ্য ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই ।
শুভ কামনা ।
২১| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৪
যমুনার চোরাবালি বলেছেন: ভালো লেগেছে ভাইজান। শুভেচ্ছা।
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৭
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগার প্রকাশে যমুনার চোরাবালি ।
ভাল থাকবেন ।
২২| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমমম.... কবিতায় ভালোলাগা। কবিতা পড়ে মনে হল কলমে নতুন কালি রিফিল করা হয়েছে....
সামনে আরও সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম, শুভকামনা রইল।
২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
কলমের কালি শেষ বলেছেন:
জাকি দিয়ে লেখা এখনো চলছে ।
পাঠে এবং সুন্দর ভাললাগার অনুপ্রেরনাদায়ক মন্তব্যে অসংখ্য ধন্যবাদ বোমা ভাই ।
ভাল থাকবেন সবসময় । শুভ কামনা ।
২৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
আধখানা চাঁদ বলেছেন: চমৎকার ভাবনা এবং লেখনী।
৭ম ভাল লাগা
২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যে আধখানা চাঁদ ।
শুভ কামনা রইল ।
২৪| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
টুম্পা মনি বলেছেন: আপনার কলমের কালি এত্ত বেড়ে যাবে ভাবিনি। চমৎকার লিখেছেন।
২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
কলমের কালি শেষ বলেছেন:
চমৎকার ভাললাগানীয় মন্তব্যে অসংখ্য ধন্যবাদ টুম্পা মনি ।
ভাল থাকুন সবসময় ।
২৫| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০
বাংলার নেতা বলেছেন: চমৎকার
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার প্রকাশে অসংখ্য ধন্যবাদ বাংলার নেতা ভাই ।
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০১
লীনা জািম্বল বলেছেন: ভাল তো ------