নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

শুধুই তারকাদের জন্য ।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭

কিছু তারা তেমন দেখা যায় না এখন
যেগুলো ফুটে থাকতো উজ্জ্বল হয়ে
স্পষ্ট করে রাঙ্গাতো রঙ্গিন আলোতে
আঁকতো মন কড়া কারুকার্য আকাশজুড়ে
ধূসর তারারাও ফুটে উঠতো তাঁদের তালে ।

সেই তারাগুলো যেন এখন মনখারাপের চাদরে
পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিভু নিভু ভাবে
ধূসর তারাগুলোকেও মিলিয়ে রেখেছে ।

আকুতি তোমাদের তরে প্রিয় উজ্জ্বল্য তারাদ্বয়
রাঙ্গিয়ে তোল আবার আমাদের এই কিশলয়
থাকি আমরা মলিন হয়ে, তোমাদের কি তা সয় ?
আমরা আলো ছড়ানো শিখবো কোথায় থেকে-
তোমরা যদি না শিখিয়ে দাও তয় ?

সেইসকল শ্রদ্ধেয় গুনী কবিদের সন্মানে উৎস্বর্গ করার মত কবিতা আমি কখনোই লিখতে পারবো না । তবুও এই দুর্বল কাব্যিক হাতে লিখার চেষ্টা করেছে মাত্র তাই আমি প্রথমেই ক্ষমাপ্রার্থী।

কবিতাটি উৎস্বর্গ করলাম সেইসকল গুনী তারকা কবিদের যাদের মূল্যবান কবিতা ইদানিংকালে ব্লগের আকাশে দেখা যায় না এবং উজ্জ্বল্যতাকে ডেকে রেখেছে কালো চাদরে ।







মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমমম.... সুন্দর উৎসর্গ।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

কলমের কালি শেষ বলেছেন: যাক একটু শান্তি পাইলাম আপনার সাপোর্টে বোমা ভাই । |-)

অনেক ভাললাগা এবং কৃতজ্ঞতা । :)

২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৫

রেইন ফরেস্ট বলেছেন: কবিতাটা ভাল লাগছে :) ।উৎসংগটা আরো ভাল লাগছে :D

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮

কলমের কালি শেষ বলেছেন: :) :) :-B !:#P অনেক ধন্যবাদ রেইন ফরেস্ট ভাই । :)

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++ ২য় ভালোলাগা ভ্রাতা ।

সেইসব কবিরা ফিরে আসুক ।

ভালো থাকবেন :)

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪

কলমের কালি শেষ বলেছেন: তাঁদের জন্য শুভ কামনা যেইখানেই থাকুক ভাল থাকুক । আবার ফিরে আসুক আপন মায়ায় । :)

অনেক ধন্যবাদ অপূর্ন রায়হান ভাই । আপনার মাঝে মাঝে দেওয়া কবিতাগুলো জোশ । অনেকদিন তো হয় কবিতা দেন না ।

শুভ কামনা । ভাল থাকুন সবসময় । :)

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪২

জোহরা উম্মে হাসান বলেছেন: খুব সুন্দর মনে রাখা কিনবা করা কবি !

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ জোহরা উম্মে হাসান ।

ভাল থাকবেন । :)

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

নুরএমডিচৌধূরী বলেছেন: “কলমের কালি শেষ”ভাই
কি প্রশংসা করিব যে
আপনার প্রশংসার শেষ নাই।
তবুও বলি ভাই
কলমের কালি শেষ হয়িলেও
আপনার শেষ নাই।
অনেক প্রশংসনীয় একটা কবিতা
কবিতায় ভাললাগে,
ভালবাসা জানিয়ে গেলাম+++++

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ প্রশংসনীয় সুন্দর মন্তব্যে নুরএমডিচৌধূরী ভাই ।

অনেক ভাললাগা এবং কৃতজ্ঞতা ।

শুভ কামনা রইল । :)

৬| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭

সেজুতি_শিপু বলেছেন: ভাললাগলো ।

ফিরে আসুক "উজ্জল্য তারাদ্বয়"

ভাল থাকবেন ।

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১

কলমের কালি শেষ বলেছেন: ফিরে আসুক ।:)

অসংখ্য ধন্যবাদ সেজুতি_শিপু ।

ভাল থাকুন সবসময় । :)

৭| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৭

যমুনার চোরাবালি বলেছেন: বাহ্‌, বেশ চমৎকার হয়েছে লিখাটা। শুভেচ্ছা।

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা এবং ধন্যবাদ যমুনার চোরাবালি ।

শুভ কামনা সবসময় । :)

৮| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২০

আহসানের ব্লগ বলেছেন: সুন্দর

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৯

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আহসানের ব্লগিং ভাই ।

ভাল থাকবেন । :)

৯| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

ডি মুন বলেছেন: কবিতা ভালো লেগেছে। কবিকে শুভেচ্ছা।



অটঃ দু'একটি বানান ভুল হয়েছে (উজ্জল, মনকড়া, উজ্জল্য,) সময় করে যদি শুধরে নেন তাহলে কবিতাটি আরো সুন্দর ও পূর্ণ হয়ে উঠবে।

শুভকামনা সবসময়।

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং ভাললাগা এবং কৃতজ্ঞতা ভুল ধরিয়ে দেওয়ায় ডি মুন । ঠিক করার চেষ্টা করেছি ।

ক্ষনকাল পার করা এই আমি আমার জীবদ্দ্যশায় যেইসকল গুনী কবি দেখেছি সেইসব তারকা কবিদের ভেতর আপনাকে মোটামুটি নিয়মিতই পাই । :D :D

শুভকামনা । সবসময় থাকবেন । :)

১০| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

এক দুর্বাসা বলেছেন: বাহঃ দারুণ আকুতি ! শুভেচ্ছা রইলো ।

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা এবং ধন্যবাদ এক দুর্বাসা ।

ভাল থাকবেন । :)

১১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর উৎসর্গ।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

কলমের কালি শেষ বলেছেন: আপনিও কিন্তু তাঁদের মধ্যে একজন । :( :|

অনেক ভালোলাগা স্বপ্নবাজ অভি ভাই ।

শুভ কামনা । ভাল থাকুন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.