নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

শাসক তোমার ক্ষমা নেই ।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৮

শাসক তুমি জানো কী আমাদের খবর ?
জানবে কী করে তুমি তো জীবিতদের কথাই জান না
আর আমরা তো মৃত কথিত অমরের মালা পড়ে
তুমি কী জানো আমরা শান্তিতে নেই ?

স্বাধীন করেছি সেই অনেক বেলা
মৃত হয়েছি,ধর্ষিত হয়েছি, স্বজনহারা হয়েছি
হারানোর খাতা দীর্ঘ বিভীষিকাময়
সেটা মৃত মাটিও জানে ।

রক্তে রঞ্জিত করেছি শরীর
স্বাধীনতার পিপাসায় তৃষ্ণা মিটিয়েছি
কিছু রক্ত রেখে গেছি তোমাদের তৃষ্ণার্থে
আর তোমরা কিনা তাদের তৃষ্ণা মিটিয়েছ
আয়েশি জীবন ভোগে তাদের স্বাভাবিক মৃত্যু হয় !

শুনে রাখ শাসক, তুমিও আসবে আমাদের ঘরে
তোমার বিচারের ক্ষুদ্ধ সাক্ষী হব আমরা
তোমার ক্ষমা নেই, ক্ষমারও যে মাপকাঠি আছে ।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮

জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন!

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ জাফরুল মবীন ভাই ।

ভাল থাকবেন ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ালো লেগেছে........

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপ্ন ও ভালোবাসা ।

ভাল থাকুন ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

হায়দার সুমন বলেছেন: চমতকার

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ হায়দার সুমন ভাই ।

শুভ কামনা ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা ++ বরাবরের মতই ভালো লাগলো ।

শুভেচ্ছা নিবেন :)

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় অপূর্ণ রায়হান ভাই ।

ভাল থাকবেন সবসময় ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৯

আমিনুর রহমান বলেছেন:




শুনে রাখ শাসক তুমিও আসবে আমাদের ঘরে
তোমার বিচারের ক্ষুদ্ধ সাক্ষী হব আমরা
তোমার ক্ষমা নেই, ক্ষমারও যে মাপকাঠি আছে ।



... এবং অসাধারণ !

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৩

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ এবং ভাললাগা আমিনুর রহমান ভাই ।

শুভ কামনা । :)

৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: চমৎকার......! :)


ক্ষমারও যে মাপকাঠি আছে..

ক্ষমা নেই। আমার কাউকে ক্ষমা করবনা..!

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আফসানা যাহিন চৌধুরী ।

ভাল থাকবেন । :)

৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৫

জুয়েলইসলাম বলেছেন: অসাধারন লেখা।

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৮

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ জুয়েলইসলাম ভাই । :)

৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৯

তুষার কাব্য বলেছেন: চমৎকার ...! ক্ষমা নেই

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৯

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ তুষার কাব্য ভাই ।

শুভ কামনা । :)

৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৮

নুরএমডিচৌধূরী বলেছেন: শুরুটাতে একটু অন্য রকর ছিল
পরক্ষনি এমন পুস দিলেন
হৃদয়টা না একদম
খ্যান খ্যান হয়ে গেল
প্রশংসা করে ছোট করতে চাইনা
দোয়া করে সারিতে দাড় করাতে চাই
আমাদের জন্যে হলেও
আপনাকে অনেকদিন বাচতে হবে
কারন আপনার মাঝে কিছু পাওয়ার আছে

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা সুন্দর মন্তব্যে নুরএমডিচৌধূরী ভাই ।

ভাল থাকবেন । :)

১০| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৬

প্রান্তিক জন বলেছেন: শাসক সে যে পুরনো শোষকেরই রুদ্র রুপ!

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

কলমের কালি শেষ বলেছেন: ভাল বলেছেন । অনেক ধন্যবাদ প্রান্তিক জন ভাই ।

শুভ কামনা । :)

১১| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৫

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর ভাই ।

ভালো থাকবেন । :)

১২| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

এক দুর্বাসা বলেছেন: "শুনে রাখ শাসক তুমিও আসবে আমাদের ঘরে
তোমার বিচারের ক্ষুদ্ধ সাক্ষী হব আমরা
তোমার ক্ষমা নেই, ক্ষমারও যে মাপকাঠি আছে"
দারুণ! :#>
ভালো লাগলো কবি ।শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে এক দুর্বাসা ভাই ।

ভাল থাকুন ।:)

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

ভবোঘুরে মুন্না বলেছেন: শুনে রাখ শাসক তুমিও আসবে আমাদের ঘরে
তোমার বিচারের ক্ষুদ্ধ সাক্ষী হব আমরা
তোমার ক্ষমা নেই, ক্ষমারও যে মাপকাঠি আছে

চমৎকার হইছে ।।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ভবোঘুরে মুন্না ভাই ।

শুভ কামনা । :)

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১০

অশ্রুত প্রহর বলেছেন: বাহ! খুব ভালো লাগলো ..:-)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল লাগার মন্তব্যে অশ্রুত প্রহর ।

ভাল থাকুন । :)

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২

সকাল রয় বলেছেন:

কলমের কালি শেষ তাতেই যা লিখলেন ভাগ্যিস পুরো কলমের কালি নিয়া লিখতে বসেন নাই তাহলে তো পড়া শেষ করে উঠা যেত না_____________


সুন্দর ভাবনার কথা

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২২

কলমের কালি শেষ বলেছেন: :| :| :#> সুন্দর ভালোলাগানীয় মন্তব্যে অনেক ধন্যবাদ সকাল রয় ভাই ।

ভালো থাকবেন সবসময় । :)

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা ।

শুভ কামনা । :)

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২২

আলম দীপ্র বলেছেন: বেশ ! চমৎকার !

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ আলম দীপ্র ভাই ।

ভাল থাকবেন । :)

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

নির্বোধ পাঠক বলেছেন: শাসকের ক্ষমা নেই কারণ -
সে চোখ থাকতেও অন্ধ, মন থাকতেও বিবেকহীন।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৭

কলমের কালি শেষ বলেছেন: খাঁটি কথা বলেছেন ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ নির্বোধ পাঠক ।

ভালো থাকুন । :)

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

সুস্মিতা শ্যামা বলেছেন: ভারি ভাল লাগল৷ ভাল থাকবেন৷

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

কলমের কালি শেষ বলেছেন: ভারী ভালোলাগার প্রকাশে অসংখ্য ধন্যবাদ সুস্মিতা শ্যামা ।

শুভ কামনা রইল । :)

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

জাহিদ জুয়েল বলেছেন: শুনে রাখ শাসক তুমিও আসবে আমাদের ঘরে
তোমার বিচারের ক্ষুদ্ধ সাক্ষী হব আমরা
তোমার ক্ষমা নেই, ক্ষমারও যে মাপকাঠি আছে

এইটা ছাড়া আর কিছু বলার নাই। ভাল হইছে অনেক।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

কলমের কালি শেষ বলেছেন: আপনি আমার এতগুলা পোষ্ট পড়ে ফেলেছেন !!... অসংখ্য ভালো লাগা এবং কৃতজ্ঞতা জাহিদ জুয়েল ভাই ।

ভালো থাকবেন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.