![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
আজকে আমার অনেক খুশির একটা দিন । দীর্ঘদিন এইরকম একটি দিনের অপেক্ষায় ছিলাম ।জানতাম না হঠাৎ করে দিনটি আজকেই হয়ে যাবে । অনেকদিন হয়েছে প্রিয়জনদের সাথে দেখা হয় না । যোগাযোগও হতো কম । মাঝে মাঝে শুধু ফোন দিয়ে খবর দেওয়া নেওয়া হত এই পর্যন্তই ।এই ছিল তাদের কাছে আমার সর্বোচ্চ কাছাকাছি থাকা ।
তবে আজ সবাই আমাকে ঘিরে আছে ।আজ আসলেই আমি তাদের অনেক কাছাকাছি আছি । আমাকে নিয়ে অনেক আয়োজন চলছে । সকল কিছুর কেন্দ্রবিন্দু শুধুই আমি । দিনটা সত্যিই আমার । সবাই আমার সেবাযত্নে ব্যস্ত । খুবই ব্যস্ত ।কারো সাথে যে একটু কথা বলবো সেই সুযোগও পাচ্ছি না ।এত ব্যস্ত হলে চলে ? অনেক জমানো কথা ভেবে রেখেছিলাম আজকে সবাইকে ঘটা করে বলবো বলে । অথচ তারা আজকে আমাকে কোন কথাই বলতে দিচ্ছে না যেন দীর্ঘদিনের জমিয়ে থাকা সকল সেবাযত্ন আজকেই ওরা পুষিয়ে দেবে !আরে বাবা ! আমিতো হারিয়ে যাচ্ছি না । আমাকে নিয়ে গোসল করায়ে দিচ্ছে যেন আমি ছোট্ট বাবু, আলতো আদুরে শরীর মোছে দিচ্ছে, সুন্দর তকতকে জামা পরিয়ে দিচ্ছে, গায়ে সুঘ্রান মেখে দিচ্ছে । আমাকে একটুও কষ্ট করতে দিচ্ছে না । যেন সবাই চাচ্ছে আমার যেন আর কোনপ্রকার কষ্ট না হয় ।সময় পার হচ্ছে আর আমি শুধুই অবাক হচ্ছি আমার এতো সেবা যত্ন দেখে। মনের অজান্তেই আমার খুব খুব ভালো লাগছে । শেষ পর্যন্ত তাহলে সবার বোধোদয় হয়েছে । আমি যে একা একা অনেক কষ্টে দিন কাটিয়েছি সবাই সেটা বুঝতে পেরেছে । তাই আজ এত এত আয়োজন ।যাক অবশেষে আল্লাহ আমার দিকে চোখ তুলে তাকিয়েছেন । দীর্ঘদিনের জমে থাকা সকল কষ্ট আজ গুছতে যাচ্ছে ।
আমাকে তারা হাঁটতেও দিচ্ছি না । ওরা তুলে আমাকে খাটে নিয়ে রাখলো খুব সতর্কতার সাথে যেন আমি কাঁচের কোন কিছু পড়লেই ভেঙ্গে যাব হা হা হা... । আমার আসলেই অনেক অবাক লাগছে ।সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি শুধু । আমি স্বপ্ন দেখছি না তো ?আমাকে যেভাবে সবাই ঘিরে আছে অবাক হওয়ারই কথা ।একে একে দেখতে সবাই ভিড় জমাচ্ছে ।আহা ! কত পরিচিত মুখ কত মধুময় স্মৃতি আজ ভেসে উঠছে । বাড়িটা যেন আলোয় আলোকিত হয়ে গেল ।আয়নায় আমি নিজের দিকে নিজেই বার বার তাকাচ্ছি আমার কি কোন পরিবর্তন কিংবা দেখতে অন্যরকম লাগছে কিনা । কই নাতো ওই রকম কোন পরিবর্তন হয় নি । পুরাই স্বাভাবিক তবে জামাটাতে আমাকে অনেক মানিয়েছে । নিষ্পাপ লাগছে শিশুদের মত ।আমাকে বেশ লাগছে । যাক অনেক দিন পরে নিজেকে দেখে নিজেরই খুব ভালো লাগছে কত সুন্দর পরিপাটি হয়ে আছি । এতদিন তো দেখতে খচ্চরের মত লাগতো । এখন বুঝতে পারলাম কারো সেবা যত্ন পেলে আমি এইরকমই পরিপাটি থাকতাম সবসময় ।থাক সে কথা এখন আর মনে করে লাভ নেই । এখন তো সবাই আমার সেবাযত্ন করছে এতেই আমি অনেক খুশি কিন্তু সবাইকে কেমন যেন ফ্যাকাসে দেখাচ্ছে । মনে হয় আমার খোঁজ খবর অনেকদিন রাখতে পারেনি বলে লজ্জায় মন খারাপ করে আছে । আরে বোকা তোদের উপর আমি রাগ করতে পারি ? তোরা যে আমার কত আপনজন সেটা কি তোরা জানিস ?ঠিক আছে আজকে তোদের সব মাপ । এখন আমাকে একটু উদ্ধার কর ।
খাটটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে । আবার একটু একটু করে হাঁটছেও । একি খাটও কি আজ খুশিতে উন্মাদ হয়ে গেছে !ধীরে ধীরে ওরা আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে । কেন তারা এমন করছে ! এই তোরা এমন করছিস কেন ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস ? কেউ আমার কথার কোন উত্তর দিচ্ছে না । খাটের পেছনে দলে দলে সবাই আসছে । আমি তো কিছুই বুঝতে পারছি না । আমাকে নিয়ে এইসব কি হচ্ছে ? আমার কি অপরাধ ? এতক্ষন আমাকে এত সেবা যত্ন করলি এখন কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমাকে ? চুপ করে আছিস কেন ? তোরা কথা বলিস না কেন ? আমার কথা শুনছিস না কেন ?কেউ আমার কথার জবাব দিল না।ওরা ওদের কাজ করে চলে গেল । আমাকে ওরা চিরতরের জন্য একা রেখে চলে গেল । আর কখনো নাকি আসবেনা । আমার সাথে যোগাযোগ করা নাকি ফুরিয়ে গেছে ।আমাকে নাকি এখন থেকে একাই থাকতে হবে । আমি এখন আর ওদের দলে নেই ।
আরে বোকা আমি তো অনেক আগেই তোদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি ।আজ তো শুধুই তার আয়োজন মাত্র...
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১
কলমের কালি শেষ বলেছেন: সবাই একই পথের পথিক ।কিন্তু আমরা তা ভুলে থাকি ।
ধন্যবাদ জাফরুল মবীন ভাই ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লিখেছেন
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই ।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
দীপংকর চন্দ বলেছেন: আরে বোকা আমি তো অনেক আগেই তোদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি ।আজ তো শুধুই তার আয়োজন মাত্র...
চিন্তার রেশ রেখে গেল!
শুভকামনা অনিঃশেষ। সবসময়।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩
কলমের কালি শেষ বলেছেন: হুম । আক্ষেপ এর রেস ।
ধন্যবাদ সুন্দর মন্তব্যে দীপংকর চন্দ ভাই ।
শুভ কামনা ।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++
এতো মানুষের
এতো আয়োজন
আলাপ-বিলাপ
সেবা সযতন !
কি প্রয়োজন
কাহার তরে !
একলা একা
মাটির ঘরে !
আপনার পোস্ট পড়ে লাইন কয়টি মাথায় চলে এলো ।
ভালো থাকবেন ভ্রাতা ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার চরনগুলো বিস্তার । গভীর ।
ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই ।
ভাল থাকুন । শুভ কামনা ।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখেছেন
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম ভাই ।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: লেখাটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক কিছু মনে পড়ে গেল।
পোস্টে অনেক অনেক ভাল (২+) লাগা।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯
কলমের কালি শেষ বলেছেন:
সবাইকেই চলে যেতে হবে । নির্মম সত্য ।
ধন্যবাদ সুমন কর ভাই ।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৯
আতাউররহমান১২০০৭ বলেছেন: ফ্যান্টাসটিক লেখা। ভাই আমার ব্লগ বাড়িতেও আমন্ত্রণ রইল।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ আতাউররহমান১২০০৭ ভাই ।
৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:০৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেষ বিদায়।
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪২
কলমের কালি শেষ বলেছেন: আক্ষেপের শেষ বিদায় ।
৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫
এক দুর্বাসা বলেছেন: জীবনের নির্মম আর চরম সত্য প্রকাশিত হলো লেখায় , এই যাত্রায় তো সবাইকেই একদিন যাত্রি হতে হবে।ভালো থাকুন সবসময়, আপনার জন্য শুভকামনা রইলো।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ এক দুর্বাসা ।
শুভ কামনা ।
১০| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পরাবাস্তব অনুভূতিকথন ৷শেষের প্যারাটা ভাল লিখেছেন ৷
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর আলম৫২ ভাই ।
১১| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২
♥কবি♥ বলেছেন: নির্মম সত্য এই জীবনচক্র। আমরা কেউ এর বাইরে নই। ভাল লাগল। ভাল থাকুন।
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩২
কলমের কালি শেষ বলেছেন: হুম । ধন্যবাদ ♥কবি♥ ।
শুভ কামনা ।
১২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০
তুষার কাব্য বলেছেন: চমৎকার লিখেছেন ৷
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০০
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য ভাই ।
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার লেখনী, শেষের অংশটা খুব সুন্দর হয়েছে... আরে বোকা আমি তো অনেক আগেই তোদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি ।আজ তো শুধুই তার আয়োজন মাত্র...
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ বোমা ভাই ।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩
এহসান সাবির বলেছেন: আচ্ছা বলুন তো ওপারে কি কাঁঠালি চাপা ফুল পাওয়া যায়.....??
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২০
কলমের কালি শেষ বলেছেন:
ভাই আমি জীবিত আছি এখনো ।
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪
এহসান সাবির বলেছেন: হুম!!
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৯
কলমের কালি শেষ বলেছেন: যাক বাঁচা গেল বুঝতে পারছেন !!
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
আধখানা চাঁদ বলেছেন: শিরোনাম, লেখা দুটাই অনেক ভাল হয়েছে। অভিনন্দন
০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালোলাগা আপনার সুন্দর মন্তব্যে আধখানা চাঁদ ।
ভাল থাকুন ।
১৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার লেখনী।
গল্পে পঞ্চম ভালো লাগা রইল।
০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪০
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই ।
ভাল থাকবেন ।
১৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:১২
মাহমুদ০০৭ বলেছেন: ++++++++++ গল্পের ভাল লাগা থাকল ভাই ।
ভাল থাকবেন ।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:১৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ মাহমুদ০০৭ ভাই ।
শুভ কামনা সবসময় ।
১৯| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫
ইমরান নিলয় বলেছেন: সুন্দর...
০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ ইমরান নিলয় ভাই ।
ভালো থাকুন সবসময় ।
২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮
জাহিদ জুয়েল বলেছেন: যথারিতি সুনদর
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪
কলমের কালি শেষ বলেছেন: যথারীতি সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা জাহিদ জুয়েল ভাই ।
শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০১
জাফরুল মবীন বলেছেন: যেতে হবে একা অন্ধকার গোরে/পৃথিবীর সকল সম্পর্ক ছিন্ন করে!
ভাল লিখেছেন ভাই কলমের কালি শেষ।