![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
হারানো দিনের পত্র ।
হারানো দিনের পত্রে কাঁদছে সুখগুলো
শব্দেরা নৃত্য শুরু করে দিয়েছে
যেন কাঁপিয়ে দিচ্ছে রুপালী কাগজটুকু
স্মৃতিতে অম্লান হওয়ার আনন্দে ।
বোকা শব্দগুলো কি জানে ?
কতশত সুখস্মৃতির যন্ত্রনা লুকিয়ে আছে
তাদের আঁড়ালের সাদাপৃষ্ঠার ঠিক মাঝখানটায় ।
জানে তো শুধু কিছু ইন্দ্রিয় -
তারা পড়েছে, শুনেছে, অনুভব করেছে ;
শব্দগুলো তো শুধুই রুপালী পাতায় অঙ্কিত সাক্ষী
হৃদয় কান্নার শিহরন তো পায় ইন্দ্রিয়গুলোই ।
অচেনা শব্দ ।
ভেবে দেখো সকালকে উদ্দেশ্য করবে কি !
সময় যে নিষ্ঠুরতারই অপর নাম
টেনে নিয়ে যাবে অনায়াসে রাত্রির অন্ধকারে
হারিয়ে যাবে অচেনা কালো ছায়ায়
কুঁড়ে কুঁড়ে খাবে বিষাক্ত আঁধার
চিৎকার করবে শুনবে না কেউ কান পেতে
আরো জোরে চিৎকার করবে ?
শুনবে তবে কিছু বোবা অশরীরী বৈকি
আনন্দনৃত্য করবে তোমার আগমনে ।
একসময় তুমিও তাদের হয়ে যাবে
তুমিও নৃত্য করবে নতুনের পদাঙ্কে ;
তবে আজ এই পর্যন্তই -
জীবনপদাঙ্ক বাঁধা থাক এই সকালের আলোসমুদ্রের কিনারে !
আগুন্তুক সমাজ ।
পুড়ে যাওয়া অন্ধকারে হারিয়েছ কি ?
আমি হারিয়েছি ,আমাদের হারাতে হয়
আমরা যে হারাতে চাই ঠিক তা নয়
আমাদের হারিয়ে যেতেই হয় ।
বিকলাঙ্গ সমাজের বিস্তর প্রভাব
তার পেটে বাস করে হায়েনার দল
বড়ই হিংস্র তাদের নখের থাবা
খামছি দিয়ে কাঁচা মাংস কেড়ে নেয়
পালাতে না পারলে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে ।
স্বাধীন দেশে পরাধীন পড়ানো সমাজ
কেড়ে নেয় অসংখ্য ক্ষমতাহীনদের প্রান
যুদ্ধের ময়দানে ছিল যাদের প্রভাব শতভাগ
তাদের দেখেই হয়ে যায় সমাজ এখন খুব অবাক
কালো চাদর মুড়িয়ে ঘুমিয়ে পড়ে হায়েনাদের নিয়ে ।
১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং অনুভূতির প্রকাশে অসংখ্য ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটাই সুন্দর !
আমি হলে তিনটা দিয়ে তিনটা পোস্ট দিতাম ।
১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা...
আমি গতকাল মাঝখানের কবিতাটা দিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম । পরে ভাবলাম কবিতা জমিয়ে রেখে লাভ কি । তাই ওইটা ড্রাফট করে এখন তিনটা দিয়েই পোষ্ট দিলাম ।
পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ গিয়াসলিটন ভাই ।
শুভ কামনা ।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালইতো... তো শুরুর কালির কিছু কবিতা দেখতে মুঞ্চায়
১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
কলমের কালি শেষ বলেছেন: ব্যাস্ত বোমা ভাইকে পেয়ে হালকা শীতে উষ্ণতা অনুভব করছি ।
শুরুর কালি দিয়ে কোন কবিতা লিখতে পারি নাই । আফচুচ !
ভালো থাকবেন সবসময় ।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +
ভালো থাকবেন ভ্রাতা
১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ১ম ভালোলাগার মন্তব্যে অপূর্ণ ভাই ।
শুভ কামনা সবসময় ।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২০
সকাল রয় বলেছেন:
শেষ কালিতে যা লিখলেন তা মনে রাখার মতো
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪১
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা.. শুনে পুলকিত অনুভব করলাম !..
সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা সকাল রয় ভাই ।
ভালো থাকুন ।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮
অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,
বেশ কিছুক্ষণ চেষ্টার পর মন্তব্যখানা করতে পারছি হয়তো-
কবিতার কথাগুলো ভালো লাগছে, ভাবাচ্ছে। তবে কবিতার দেহে পুষ্টির অভাব আছে। যত্ন-আত্তি বাড়ানো যায় না ?
শুভ কামনা।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
কলমের কালি শেষ বলেছেন: হুম পুষ্টির অভাবটা রয়েই গেল । চেষ্টা করবো ।
আপনার উপদেশমূলক মন্তব্যে খুব ভালো লাগলো অন্ধবিন্দু ভাই ।
ভালো থাকুন ।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
মাহমুদ০০৭ বলেছেন: ভাবনাময় ।
ব্লগার অন্ধবিন্দুর কথাও ভেবে দেখতে পারেন ।
তিনটার মধ্যে প্রথমটা আমার কাছে বেশি ভাল লেগেছে ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০২
কলমের কালি শেষ বলেছেন: ভাবনাময় জেনে ভালো লাগলো ।
অবশ্যই ভেবে দেখবো এবং আরো পুষ্টিগুন দিয়ে লেখার চেষ্টা করবো ।
আপনার সুন্দর যত্নশীল মন্তব্যে অনেক ভালো লাগলো মাহমুদ০০৭ ভাই ।
শুভ কামনা রইলো ।
৮| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯
তুষার কাব্য বলেছেন: বোকা শব্দগুলো কি জানে ?
কতশত সুখস্মৃতির যন্ত্রনা লুকিয়ে আছে
তাদের আঁড়ালের সাদাপৃষ্ঠার ঠিক মাঝখানটায় ।
শব্দেরা কি আসলেই জানে ভেতরে গুমরে ওঠা আর্তনাদের ছবি কিম্বা সুখের প্রলম্বিত হাহাকারের কথা...
চমতকার শব্দের চাষবাস পুরো কবিতায়...
শুভেচ্ছা ও শুভকামনা..
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
কলমের কালি শেষ বলেছেন: শব্দের চাষবাস ! শব্দটা শুনে বেশ মজা পেলুম ।
সুন্দর মন্তব্যে অসংখ্য ভালো লাগা তুষার কাব্য ভাই ।
ভালো থাকুন ।
৯| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: হারানো দিনের পত্র এবং আগন্তুক সমাজ খুব ভালো লেগেছে !
২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮
কলমের কালি শেষ বলেছেন: আপনার খুব ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো স্বপ্নবাজ অভি ভাই ।
শুভ কামনা রইল ।
১০| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
অর্বাচীন পথিক বলেছেন: সুন্দর কবিতা সমূহ
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আরবাচীন পথিক ।
ভালো থাকুন ।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
নাসরিন চৌধুরী বলেছেন: তিনটি কবিতাই ভাল লেগেছে
তবে কবিতায় গভীরতা নিয়ে কিছু ভাবা যায় কিনা দেখুন। আমার মনে হয় কি জানেন তিনটি কবিতা একসাথে পোষ্ট না করে আলাদা ভাবে দিলেই ভাল হত কারন প্রতিটা কবিতা নিয়েই আপনি পুনরায় ভাবার অবকাশ পেতেন। আর লেখা কিছুদিন নিজের কাছে রাখুন, ঘষা মাজা করুন, ভাবুন দেখবেন নিজের কবিতাটি নিজের কাছেই বেশ গ্রহনযোগ্য ওপরিপাটি মনে হবে। আমি ব্যক্তিগত ভাবে লেখার সাথে সাথেই পোষ্ট দেইনা----লেখা বেশ কিছুদিন নিজার কাছে রাখি। বার বার পড়ি এভাবে বানানগুলো ঠিক করতে পারি।
ভাল থাকুন, অনেক কথা বললাম কিছু মনে করবেননা।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২০
কলমের কালি শেষ বলেছেন: হুম । আপনার কথা গুলো আমি গল্প লেখার সময় ১০০% ই মানার চেষ্টা করি এবং গল্পের পটভূমিটা অনেক যত্ন সহকারে গড়ে তোলার চেষ্টা করি । তবে কবিতার ক্ষেত্রে যে মানি না তা নয় কিন্তু কবিতার ভেতর যে লাইনগুলো আমি প্রথমে দেই সেইগুলো যতবারই ঘষা মাজা ভাবাভাবীর কাজ করিনা কেন ততবারই আমার মাথায় সেইম আগের লাইনগুলোই বাজে । মনে হয় যেন লাইনগুলো ইন্সটল হয়ে গেছে তাই কবিতায় ঘষা মাজায় তেমন একটা সুবিধা করতে পারি না । এইটা বোধয় কবিতায় আমার উদাসীনতাই ।
তবে চেষ্টা করছি ভাবনায় কবিতার সুন্দর আকাশ বুনতে ।
আপনার কথায় কিছু মনে করবো কেন ! বরং আমি অনেক অনেক খুশী হয়েছি ।
আপনার জন্য অনেক শুভ কামনা রইলো । ভালো থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
বলেছেন: সুন্দর কোবতে +++