![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
অসচেতন মন চায়, তোকে পেতে
সচেতন মন চায়, বাস্তবে আসো ফিরে
ঘুমন্ত চোখ স্বপ্ন দেখে, তোর সাথে বাসরে
জাগ্রত চোখ দেখে, এইসবই মিছে মায়ারে
খোলা আকাশ বলে, উড়তে তোকে নিয়ে
পায়ের নিচে মৃত্তিকা বলে, তুমি কিন্তু হাঁটো আমারই বুকে ।
হাসি বলে, তোকে অনেক ভালোবাসি
কান্না বলে, তোকে ছাড়া বাঁচবোনা যে আমি
নিথর দেহ বলে, ভালোবাসা বলে কিছু নেই এই জগতে
হৃদয়ের পিনকি ব্যথা বলে, তুই শুধুই আমার
মস্তিষ্কে বলে, করিসনেরে এইসব পাগলামো ।
দোটানার পথে আমি এক ভ্রান্ত পথিক
যেখানে প্রথম সত্তার প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় সত্তা
কল্পনায় যার স্বপ্নপূরণ কল্পনায় যার মৃত্যু
আমি তারই মাঝে বাস করা এক উলঙ্গ জীব ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬
কলমের কালি শেষ বলেছেন: কিছু কবিতা না হয় থাকনা ছন্দময় হয়ে....
পাঠে এবং ছন্দ খোঁজার সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ বোমা ভাই ।
ভালো থাকুন সবসময়....
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬
দীপংকর চন্দ বলেছেন: দোটানার পথে আমি এক ভ্রান্ত পথিক
যেখানে প্রথম সত্তার প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় সত্তা
কল্পনায় যার স্বপ্নপূরণ কল্পনায় যার মৃত্যু
ভালো লাগা জানবেন।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ভালোলাগা দীপংকর চন্দ ভাই ।
ভালো থাকবেন অনিঃশেষ ।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৭
কালের সময় বলেছেন: ভাল লাগলো
২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ কালের সময় ।
শুভ কামনা রইল ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা +
অনেক শুভকামনা
২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো রায়হান ভাই ।
ভালো থাকুন সবসময় ।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
তুষার কাব্য বলেছেন: কল্পনায় যার স্বপ্নপূরণ কল্পনায় যার মৃত্যু
আমি তারই মাঝে বাস করা এক উলঙ্গ জীব ।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫
কলমের কালি শেষ বলেছেন: হুমম..
আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো তুষার কাব্য ভাই ।
শুভ কামনা রইল ।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্য প্রকাশে অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী ।
ভালো থাকুন ।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৬
আলম দীপ্র বলেছেন: বাহ ! বাহ! বেশ লাগল ! চ
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো অনেক আলম দীপ্র ।
শুভ কামনা রইল ।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৮
আরজু পনি বলেছেন:
দোটানায় পড়ে ভাবি
মিছেই জীবনের ষোলআনা।
তোকে নিয়ে কবিতা পড়তে ভাল লাগছিল ।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২
কলমের কালি শেষ বলেছেন: হুম....
জন্মতেই যার মৃত্যু ধাঁধায় পড়ে থাকে সেখানে অন্য কিছুর দোটানা তো তুচ্ছই ।
কবিতায় ভালো লাগলো জেনে খুশিতে আপ্লুত ! এইখানে কিন্তু কোন দোটানা নেই !....
ভালো থাকুন সবসময় ।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হাসি বলে, তোকে অনেক ভালোবাসি
কান্না বলে, তোকে ছাড়া বাঁচবোনা যে আমি
জীবনের এই খেলাঘরে,
ভালোবাসারা থাকুক
নিভৃতে,সারাজীবন ধরে!
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭
কলমের কালি শেষ বলেছেন: থাকুক নিভৃতে, সারাজীবন ধরে!....
সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগলো স্বপ্নচারী গ্রানমা ।
ভালো থাকুন সবসময় ।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০
রাজু মাষ্টার বলেছেন: দোটানার পথে আমি এক ভ্রান্ত পথিক
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
কলমের কালি শেষ বলেছেন:
পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা রাজু মাষ্টার ভাই ।
ভালো থাকবেন সবসময় ।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
জুন বলেছেন: দোটানার পথে আমি এক ভ্রান্ত পথিক
যেখানে প্রথম সত্তার প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় সত্তা
অপুর্ব কবিতায় অনেক ভালোলাগা
+
২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০
কলমের কালি শেষ বলেছেন: আপনার অপূর্ব লেগেছে জেনে খুব ভালো লাগলো জুনপু ।
শুভ কামনা রইল ।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৮
জাফরুল মবীন বলেছেন: বাহ্!বেশ ভাল লিখেছেন।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মনোমুগ্ধকর মন্তব্যে অনেক ভালোলাগা মবীন ভাই।
ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা বুঝি না ভাই, শুধু ছন্দ খুঁজে যাই