![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
আমি সকালের কুয়াশা নয় যে
রৌদ্রে হারিয়ে যাব
কিংবা;
রাতের পূর্ণিমাও নয় যে
মেঘ এলে আড়াল হব ।
আমি সূর্য নয় যে
যার আলোই হবে শেষ
কিংবা;
চন্দ্রও নয় যে
যার এক টুকরো রাতই হবে রেশ ।
আমি হতে চাই আকাশ-
থাকবো দিবারাত্রি, ধ্বংস অবধি ।
যার বুকে সূর্য ফুটবে,
যার বুকে চন্দ্র ফুটবে ।
কিংবা;
মেঘেরা দলছুটো হবে, অথবা
বুকের শত ফিনকিতে বৃষ্টিরা শৃঙ্খল নাচবে ।
আমি হতে চাই প্রশান্তি, অথবা
স্নিগ্ধতার আলোয় স্ফুটিত কোন আগুন্তুক-
যে হতে চায় না পরিচিত কোন মুখ ।
কিংবা;
মানব মনের বিশালতা, অথবা
দিগ্বিদিক উড়ন্ত পাখির ডানা,
যে শত বৎসর অন্বেষণেও-
পাবে না আকাশের বিস্তৃতা ।
আর আমি হয়ে থাকতে চাই সেই আকাশ-
যার শেষ আছে হয়তো, কিন্তু
পৃথিবীর বুকে হয়ে রয় সে অশেষ...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা এনামুল রেজা ভাই ।
শুভ কামনা রইল ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
নেক্সোপিয়ান বলেছেন: বেশ লেগেছে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগার সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগলো নেক্সোপিয়ান ভাই ।
ভালো থাকুন ।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২
দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা কবি।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
আমি হতে চাই প্রশান্তি, অথবা
স্নিগ্ধতার আলোয় স্ফুটিত কোন আগুন্তুক-
যে হতে চায় না পরিচিত কোন মুখ ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অনেক ভালো লাগলো দীপংকর চন্দ ভাই ।
ভালো থাকবেন অনিঃশেষ ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমি হতে চাই আকাশ-
থাকবো দিবারাত্রি, ধ্বংস অবধি
আমি হতে চাই প্রশান্তি, অথবা
স্নিগ্ধতার আলোয় স্ফুটিত কোন আগুন্তুক-
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা নাজমুল হাসান মজুমদার ভাই ।
ভালো থাকুন সবসময় ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭
নিলু বলেছেন: ভালো , লিখতে থাকুন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং লিখতে থাকার মন্তব্যে অনেক ভালো লাগলো ।
ভালো থাকুন ।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অসংখ্য ভালোলাগা সেলিম আনোয়ার ভাই ।
ভালো থাকুন ।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭
সুফিয়া বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ। ভালো থাকুন আর বেশি বেশি করে লিখুন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং অনুপ্রেরণাদায়ক সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা সুফিয়া ।
ভালো থাকবেন ।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আকাশ আমার বড্ড প্রিয়।
নীল আকাশ সাদা মেঘ
লাগাম ছাড়া ভালো লাগা।
আপনার আকাশ হয়ে ওঠার প্রতিহ্মায়।
শুধু একটু উড়বার অনুমিত প্রার্থনীয়।
কবিতায় ভালো লাগা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা রাজপুত্র ভাই ।
ভালো থাকুন ।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
বেলায়েত মাছুম বলেছেন:
আমি সূর্য নয় যে
যার আলোই হবে শেষ
কিংবা;
চন্দ্রও নয় যে
যার এক টুকরো রাতই হবে রেশ।
ভাল লাগা রইল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভালোলাগার সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ বেলায়েত মাছুম ভাই ।
ভালো থাকবেন ।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: বেছে বেছে একবারে বিশালতাকেই বেছে নিয়েছেন দেখা যায়।
বিশাল আকাশের মতো হতে পারলে আসলেই ভালো হবে। সবাই তখন সুখে থাকবে। বিশালতার মাঝে হারিয়ে যাবে আমাদের সকল ক্ষুদ্রাতিক্ষুদ্র দুঃখ জরাজীর্ণ সব। সব কিছুতেই আমরা তখন উদার হয়ে যাবো। সেটাইতো হওয়া উচিৎ। কবিতা ভালো হয়েছে কালি। নিরন্তর শুভ কামনা রইলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২
কলমের কালি শেষ বলেছেন: বিশাল আকাশের মতো হতে পারলে আসলেই ভালো হবে। সবাই তখন সুখে থাকবে। বিশালতার মাঝে হারিয়ে যাবে আমাদের সকল ক্ষুদ্রাতিক্ষুদ্র দুঃখ জরাজীর্ণ সব। সব কিছুতেই আমরা তখন উদার হয়ে যাবো। সেটাইতো হওয়া উচিৎ।
এইজন্যই বেছে নিলাম ।
সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা বিদ্রোহী বাঙালী ভাই ।
ভালো থাকুন সবসময় ।
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৩
জাফরুল মবীন বলেছেন: আমার বিবেচনায় এটি আপনার লেখা অন্যতম শ্রেষ্ঠ কবিতা।
অভিনন্দন স্বার্থক কবিকে।
অনেক অনেক শুভকামনা জানবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩
কলমের কালি শেষ বলেছেন: শুনে তো লজ্জা পাচ্ছি !
স্বার্থক কবি বলে মানহানি করায় আপনাকে কইস্যা পিলাচ !
অনেক ভালোলাগার মন্তব্যে অসংখ্য ভালোলাগা মবীন ভাই ।
অনেক অনেক ভালো থাকবেন সবসময় ।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৭
পার্থ তালুকদার বলেছেন: চমৎকার।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা পার্থ তালুকদার ভাই ।
ভালো থাকুন ।
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকারতো বলতেই হবে !!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বলার সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা লাইলী আরজুমান খানম লায়লা ।
ভালো থাকবেন ।
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
ঢাকাবাসী বলেছেন: বেশ সুন্দর। ইয়ে প্রথম ও ষষ্ঠ লাইনে উত্তমপুরুষের বেলায় "আমি সকালের কুয়াশা 'নয়'" না হয়ে 'নই' হবে নাকি? ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: 'নয়' টাই ঠিক আছে । আমি এইটা ব্যপক অর্থে ব্যবহার করেছি ।
সুন্দর এবং পরামর্শমূলক মন্তব্যে অনেক ভালোলাগা ঢাকাবাসী ভাই ।
ভালো থাকুন ।
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭
আধখানা চাঁদ বলেছেন: ঢাকাবাসীর সাথে সহমত। "আমি সকালের কুয়াশা নই", "আমি সূর্য নই" হওয়ার কথা।
কবিতা ভাল হয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬
কলমের কালি শেষ বলেছেন: 'নয়' টাই ঠিক আছে ।
ভালোলাগার মন্তব্যে অসংখ্য ভালোলাগা আধখানা চাঁদ ভাই ।
ভালো থাকবেন ।
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪
কায়সার ইয়াসিন বলেছেন: আমার অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫
কলমের কালি শেষ বলেছেন: আপনার অনেক অনেক ভালো লাগলো জেনে আমারও অনেক ভালো লাগছে কায়সার ইয়াসিন ভাই ।
ভালো থাকুন ।
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
সুমন কর বলেছেন: আমি হতে চাই আকাশ-
থাকবো দিবারাত্রি, ধ্বংস অবধি ।
চমৎকার। ৭+।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভালো লাগলো সুমন কর ভাই ।
ভালো থাকবেন ।
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬
ছন্দ্বহীন বলেছেন: অনেক দিনবাদে কবিতা পড়া হলো। ভাল লেগেছে আকাশ হবার আকাঙ্ক্ষা! কবির প্রতি শুভকামনা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
কলমের কালি শেষ বলেছেন: আপনার অনেকদিন পর কবিতা পড়ার অনুভূতিতে ভালোলাগাতে পেরে আমারও অনেক ভালো লাগছে ছন্দ্বহীন ভাই ।
ভালো থাকুন ।
১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
শায়মা বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা আপু ।
ভালো থাকবেন ।
২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
অগ্নিঝরা আগন্তুক বলেছেন:
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
কলমের কালি শেষ বলেছেন:
২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০
জুন বলেছেন: সবগুলো লাইনই কোট করার মত তবে এদুটো লাইন মনের মাঝে ঢেউ তুলে গেল ককাশে .।.।।
আমি হতে চাই আকাশ-
থাকবো দিবারাত্রি, ধ্বংস অবধি ।
+
অটঃ কান্নাকাটি থেকে বের হইছেন দেখে ভাললাগলো এক্সট্রা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
কলমের কালি শেষ বলেছেন:
এমন সুন্দর মন্তব্য পেলে তো হারায়ে যেতে মু্ন্চায় !
অনেক ভালোলাগা জুন আপু ।
চিরন্তন ভাল থাকার প্রয়াস।
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার ।+
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা রেজওয়ানা আলী তনিমা ।
ভালো থাকবেন ।
২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
মাটিরময়না বলেছেন: আপনার কবিতাটা পড়ে অস্কার উইল্ডের বই- দি পিকচার অফ ডরিয়ান গ্রে একটা কথা মনে পড়ে গেল--
Yes: I am a dreamer. For a dreamer is one who can only find his way by moonlight, and his punishment is that he sees the dawn before the rest of the world.”
শুভেচ্ছা রইলো। কালি যেন শেষ না হয়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২
কলমের কালি শেষ বলেছেন: বিষয়টা জানা ছিল না । আপনার মাধ্যমে জেনে ভালোলাগাটা দ্বিগুণ হয়ে গেল ।
আপনার এমন সুখ অনুভূত মন্তব্যে অনেক ভালোলাগা মাটিরময়না ভাই ।
শুভ কামনা রইল ।
২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩
মকসুদ মনি বলেছেন:
-------"থাকবো দিবারাত্রি, ধ্বংস অবধি"-----এই শব্দের মাঝে যেন আমারো বসবাস। অসাধারন!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা মকসুদ মনি ।
ভাল থাকুন ।
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
শাহেদ চৌধুরী বলেছেন: অসাধারন লিখেছেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে শাহেদ চৌধুরী ।
ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
এনামুল রেজা বলেছেন: কবিতারা হয়ে উঠুক সীমানাহিন আকাশের মত..
খুব ভাল লাগলো।