![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
দ্বিপ্রহর গড়িয়ে সন্ধ্যা নামে রজনীর অপেক্ষায়
কোলাহলের বিদায়ে নীরবতা ছেয়ে যায় কালোয়
দুঃখের গল্পেরা বেরিয়ে পড়ে সংকীর্ণ সুখের অন্বেষণে
এক চিমটি সুখ যদি মেলে তোমায়হীন আক্ষেপে ।
নোনা জলের ঝংকার তোলে স্বপ্নহীন চোখেরা
দু’পাশ গড়িয়ে কর্ণে পৌঁছায় অদৃশ্য নীলাভ অম্ল
নিয়ম কোরে আয়োজনে এখন অভ্যস্ত তারা
তাই আমি দেখি শুধু অনিশ্চয়তা লাঘবের দ্রবণীয় স্বপ্ন ।
যখন অবচেতনে নিঃশ্বাস ভারী চোখেরা যায় বুঝে
মস্তিষ্কের কোণ তখন জেগে উঠে হৃদপিণ্ডের আহবানে
ইহলৌকিক ঘুমে নিথর- তোমার আঁচল হাতড়ে ফেরে ।
এইভাবেই বয়ে আসে আমার অদ্ভুত প্রিয় সকাল
দিবা কোলাহলে কিছুটা ভুলে থাকি তোমার আকাল ।
কোলাহলই যে এখন আমার নিমজ্জিত দুঃখে এক ফোঁটা অধরা সুখের মশাল ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালোলাগা প্রথম ভালোলাগার মন্তব্যে সুমন কর ভাই ।
সেঞ্চুরী করার ক্ষেত্রে মনে হয় কবিতাই সবচেয়ে বড় হাতিয়ার !
শুভ কামনা রইল ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: কোলাহলই যে এখন আমার নিমজ্জিত দুঃখে এক ফোঁটা অধরা সুখের মশাল ।
তুমিহীন আক্ষেপের যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় হিসাবে কবি খুঁজে নিয়ে কোলাহল। কিন্তু প্রশ্ন থেকে যায়, শত কোলাহলেও কি ভালোবাসা ভুলে থাকা যায়? বরং ভালোবাসা যখন গভীর হয়, নরক যন্ত্রণাও তখন যেন ম্লান হয়ে যায়।
'তোমায়হীন' না বলে 'তুমিহীন' বলাই মনে হয় ভালো হবে।
কবিতা ভালো লাগলো কালি। নিরন্তর শুভ কামনা রইলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৯
কলমের কালি শেষ বলেছেন: তাই তো বলেছি এক ফোঁটা অধরা সুখের মশাল !
'তুমিহীন' থেকে 'তোমায়হীন' টা আমার কাছে বেশী অন্তরঙ্গ এবং আবেগীয় মনে হয়েছে । তাই ব্যবহার করেছি । তবে আমার ধারণা সঠিক নাও হতে পারে ।
সুন্দর বিশ্লেষনাত্বক মন্তব্যে অনেক ভালোলাগা বিদ্রোহী বাঙালী ভাই ।
ভালো থাকুন সবসময় ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কোলাহলই যে এখন আমার নিমজ্জিত দুঃখে এক ফোঁটা অধরা সুখের মশাল ।++++
চমৎকার কবিতা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং পিলাচের মন্তব্যে অনেক ভালোলাগা বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।
ভালো থাকুন ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবির আবেগ আর কবিতার শব্দ বুনন।
দুটোই অসাধারণ।
+++
শুভ কামনা রইল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ মন্তব্যে অনেক ভালোলাগা রাজপুত্র ভাই ।
ভালো থাকবেন ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন ভালো লাগলো পড়ে চথুর্থ ভালো লাগা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা বাড্ডা ঢাকা ভাই ।
ভালো থাকুন ।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
পার্থ তালুকদার বলেছেন: দিবা কোলাহলে কিছুটা ভুলে থাকি তোমার আকাল । + + +
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা পার্থ তালুকদার ভাই ।
ভালো থাকুন ।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৭
জাফরুল মবীন বলেছেন: কোলাহলই যে এখন আমার নিমজ্জিত দুঃখে এক ফোঁটা অধরা সুখের মশাল- চমৎকার!
ভাল লিখেছেন
শুভকামনা জানবেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ মবীন ভাই ।
ভালো থাকবেন ।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা। ফেবু থেকে দেখে আসলাম। সেঞ্চুরিয়নকে অভিনন্দন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬
কলমের কালি শেষ বলেছেন: অভিনন্দনে অনেক ভালোলাগা রেজওয়ানা আলী তনিমা ।
ভালো থাকুন ।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
আরণ্যক রাখাল বলেছেন: আমি কেন যেন কবিতাটা বুঝলাম না|দেখি আরেকবার পড়ে
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
কলমের কালি শেষ বলেছেন: সহজ সরল কবিতা । তুমিহীন জীবনের দুঃখ কষ্টে থাকার একটি খন্ডচিত্র ।
পড়ার চেষ্টামূলক মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আরণ্যক রাখাল ।
ভালো থাকুন ।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা রইল। শুভকামনা নিরন্তর।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং অভিনন্দনে অনেক ভালোলাগা বোকা ভাই ।
ভালো থাকবেন ।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
আবু শাকিল বলেছেন: ভাল লাগল কবি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা আবু শাকিল ভাই ।
ভালো থাকবেন ।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
মিশু মিলন বলেছেন: "যখন অবচেতনে নিঃশ্বাস ভারী চোখেরা যায় বুঝে
মস্তিষ্কের কোণ তখন জেগে উঠে হৃদপিণ্ডের আহবানে
ইহলৌকিক ঘুমে নিথর- তোমার আঁচল হাতড়ে ফেরে ।"
চমৎকার কথামালা। ভীষণ ভাল লাগলো।
শুভকামনা কবি........
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা মিশু মিলন ভাই ।
ভালো থাকুন ।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮
হাসান মাহবুব বলেছেন: নাইস!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
কলমের কালি শেষ বলেছেন: নাইস মন্তব্যে অনেক ভালোলাগা হাসান মাহবুব ভাই ।
ভালো থাকবেন ।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার কথা অনন্য প্রকাশ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো মন্তব্যে পরিবেশ বন্ধু ।
ভালো থাকুন ।
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৬
রোদেলা বলেছেন: এইভাবেই বয়ে আসে আমার অদ্ভুত প্রিয় সকাল
দিবা কোলাহলে কিছুটা ভুলে থাকি তোমার আকাল
--------------------------------------------
এই মুহূর্তে এই দুটি লাইন টানছে বেশ ।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬
কলমের কালি শেষ বলেছেন:
পাঠে এবং সুন্দর ভালোলাগার মন্তব্যে অনেক ভালোলাগা রোদেলা ।
ভালো থাাকবেন ।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২
এম এ কাশেম বলেছেন: কলমের কালি শেষে যা লিখেছেন তাতেই মুগ্ধ
কালি শেষ হলে চলবে না
আরও লিখা চাই যে ,
শুভেচ্ছা কবি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ ভাললাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ এম এ কাশেম ভাই ।
ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
সুমন কর বলেছেন: সেঞ্চুরী মোবারক !!
১ম ভাল লাগা।