| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলমের কালি শেষ
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
কেউ কেউ কোথাও আমার মতোই চলছে
জানে না তারা, জানি না আমি;
সেইজন সকল একদিন হবে আমার কাছাকাছি
হবে আমার প্রিয়জন, হবে আমার বেঁচে থাকার কারণ
অথবা দুর্জন, মরে যাওয়ার কারণ ।
কি অদ্ভুত আমাদের এই অপরিচিত সম্পর্ক !
দেখা হবে কি হবে না এই নিয়ে নেই কোন তর্ক-বিতর্ক
হই না আমরা একে অপরের জন্য সতর্ক
সাজাই না কোন প্রস্তুতি পর্ব
জীবন চলা পথে হয়ে যাই সংবাদবিহীন হঠাৎ আবর্তিত ।
এই খবর জীবন থেকে নেওয়া-
কতগুলো পর্ব পেরিয়ে এসেছি অবলীলায়
হয়েছে অনেকে সুজন, হয়েছে অনেকে কুজন
আবার অনেক সুজন-কুজন হারিয়ে গেছে অচেনা হয়ে
তারা কেউ আসেনি কোন চিঠিপত্র দিয়ে ।
এসেছিল হঠাৎ-
কেউ দমকা হাওয়া হয়ে, কেউ মৃদু হাওয়া হয়ে
কেউ এসেছিল আশীর্বাদ হয়ে, কেউ এসেছিল সর্বনাশা হয়ে
কেউ এসেছিল ভালবাসায়, কেউ এসেছিল ঘৃণায়
কেউবা ভালবাসা থেকে ঘৃণা হয়েছে, কেউবা ঘৃণা থেকে ভালবাসা হয়েছে
কারো সম্পর্ক বেঁচে আছে, কারো সম্পর্ক বেঁচে নেই
কারো কাছে আমি হারিয়েছি, কেউ হারিয়েছে আমার কাছে...
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪১
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো সুমন ভাই ।
প্রপিক দেখি চেঞ্জ করেছে । জোশ হয়েছে । এইটা কি আপনার ছোটবেলার ছবি ?
ভাল থাকা হোক সসবসময় । ![]()
২|
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৭
সেলিম আনোয়ার বলেছেন: এই খবর জীবন থেকে নেওয়া-
কতগুলো পর্ব পেরিয়ে এসেছি অবলীলায়
হয়েছে অনেকে সুজন, হয়েছে অনেকে কুজন
আবার অনেক সুজন-কুজন হারিয়ে গেছে অচেনা হয়ে
তারা কেউ আসেনি কোন চিঠিপত্র দিয়ে ।
ভাল লাগার কয়েকটি লাইন ।
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪২
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাললাগায় আমারও ভাল লাগল অনেক সেলিম আনোয়ার ভাই ।
ভাল থাকবেন সবসময় । ![]()
৩|
১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার !!
১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৮
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাল লাগলো অনেক কাল্পনিক_ভালোবাসা ভাই ।
ভাল থাকুন । ![]()
৪|
১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:০২
কালো গুপ্তচর বলেছেন: "কেউ কেউ কোথাও আমার মতোই চলছে
জানে না তারা, জানি না আমি;
সেইজন সকল একদিন হবে আমার কাছাকাছি
হবে আমার প্রিয়জন, হবে আমার বেঁচে থাকার কারণ
অথবা দুর্জন, মরে যাওয়ার কারণ । "
এই বিষয়টা আমাকেও খুব ভাবায়। মাঝে মাঝে নিজেই অবাক হই। যাই হোক, কবিতাটা খুব ভালো লেগেছে। শুভকামনা রইল।
১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৯
কলমের কালি শেষ বলেছেন: আপনার খুব ভাললাগায় আমারও খুব ভাল লাগল কালো গুপ্তচর ভাই ।
শুভ কামনা রইল । ![]()
৫|
১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪০
এম এম করিম বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা।
৩য় ভালো লাগা।
শুভকামনা।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:২০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা এম এম করিম ভাই ।
ভাল থাকুন । ![]()
৬|
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেউ এসেছিল ভালবাসায়, কেউ এসেছিল ঘৃণায়
কেউবা ভালবাসা থেকে ঘৃণা হয়েছে, কেউবা ঘৃণা থেকে ভালবাসা হয়েছে
কিছুটা গদ্যাকার কবিতা হয়েছে, ভালোলাগা রইল। ++
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:২২
কলমের কালি শেষ বলেছেন: পিলাচ খঁচিত মন্তব্যে খুব ভাল লাগলো স্বপ্নচারী গ্রানমা ভাই ।
ভাল থাকবেন । ![]()
৭|
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৯
শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো। আরেকটু কেটেকুটে সংক্ষিপ্ত করলে আরো শক্তিশালী লাগত হয়তো।
ভালোলাগা রইলো।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪২
কলমের কালি শেষ বলেছেন: জীবনের কবিতা তো তাই আর কাটতে ইচ্ছে হয়নি । ![]()
ভালোলাগার মন্তব্যে অনেক ভাল লাগলো শতদ্রু একটি নদী... ভাই ।
ভাল থাকবেন । ![]()
৮|
১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৫
প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:০২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগল বেশ প্রামািনক ভাই ।
ভাল থাকুন । ![]()
৯|
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:১২
হাসান মাহবুব বলেছেন: ভালোই হৈছে কবিতাটা। তয় শেষে কনক্লুশন টানার মত করে বুঝায় না দিলেই ভালো হৈতো। কিছুটা স্পেস ছাইড়া দেন পাঠকের জন্যে।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার একটা বিষয় বলেছেন । গ্রেট । ছেড়ে দিচ্ছি ।
খুব ভাল লাগলো পরামর্শমূলক মন্তব্যে হামা ভাই ।
ভাল থাকবেন । ![]()
১০|
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো হয়েছে ভাইয়া।
+++
১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৪
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অনেক ভাল লাগলো রাজপুত্র ভাই ।
ভাল থাকবেন । ![]()
১১|
১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৮
নাসরিন চৌধুরী বলেছেন: কবিতা থিম ভাল লেগেছে
তবে কবিতার আবেদন আরও জোরালো হলে ভাল হত।
কিন্তু ভাষা বেশ সাবলীল আপনার কবিতায় --যেটা ভাল দিক। শুভকামনা জানবেন।
১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৮
কলমের কালি শেষ বলেছেন: আলোচনা-সমালোচনামূলক মন্তব্যে অনেক ভাল লাগলো নাসরিন চৌধুরী ।
ভাল থাকবেন । ![]()
১২|
১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪০
আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি| পারফেক্ট না| শুরু ভাল লাগেনি, শেষটুকু ভালো লেগেছে
১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর বিশ্লেষনসূচক মন্তব্যে অনেক ভাল লাগল আরণ্যক রাখাল ভাই ।
ভাল থাকুন । ![]()
১৩|
১১ ই মার্চ, ২০১৫ রাত ১:০০
বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতায় সমতা রক্ষা করা হয়েছে মনে হচ্ছে। অবশ্য এটাই বাস্তবতা। বাস্তবতার কবিতা ভালো লাগলো কালি। নিরন্তর শুভ কামনা রইলো।
১১ ই মার্চ, ২০১৫ রাত ১:১১
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে বেশ পুলকিত অনুভব করছি বিদ্রোহী বাঙালি ভাই ।
শুভ কামনা রইল । ![]()
১৪|
১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪০
জাফরুল মবীন বলেছেন: চমৎকার কবিতা!
অভিনন্দন ও ধন্যবাদ জানবেন ভাই। ![]()
১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫০
কলমের কালি শেষ বলেছেন: মৎকার মন্তব্যে অনেক ভাল লাগলো মবীন ভাই ।
ভাল থাকবেন সবসময় । ![]()
১৫|
১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৪
বেলায়েত মাছুম বলেছেন: শুরু এবং শেষ চমৎকার হয়েছে।
সহজ শব্দে অথচ ভাবতে গেলে কত গম্ভীর মনে হয়।
ভাল থাকুন সব সময়।
১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩১
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাললাগায় আমারও খুব ভাল লাগলো বেলায়েত মাছুম ভাই ।
ভাল থাকবেন । ![]()
১৬|
১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক।
কারো কাছে আমি হারিয়েছি, কেউ হারিয়েছে আমার কাছে...
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়।
১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৩
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগা অনেকে ভাল লাগলো অনিঃশেষ দীপংকর চন্দ ভাই ।
ভাল থাকবেন আশেষ । ![]()
১৭|
১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৬
ব্লগার ইনোসেন্ট বলেছেন: কারো কাছে আমি হারিয়েছি, কেউ হারিয়েছে আমার কাছে...
জীবনটাই বুঝি এই আবর্তনের মাঝে বন্দী । কবিতা জাজ্ করার মতো সামর্থ আমার নেই । তবে জীবনের কবিতা, ভালোলাগার কবিতা, অর্থবহ লাইন গুলো, বাস্তবের প্রতিচ্ছবি । বেশ ভালোলাগা রইলো ।
১২ ই মার্চ, ২০১৫ রাত ১:০৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর সাবলীল মন্তব্যে অনেক ভাললাগা ইনোসেন্ট ভাই ।
ভাল থাকুন । ![]()
১৮|
১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৯
ঢাকাবাসী বলেছেন: ভালো লাগলো।
১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:২০
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগার মন্তব্যে অনেক ভাল লাগলো ঢাকাবাসী ভাই ।
ভাল থাকুন । ![]()
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৬
সুমন কর বলেছেন: কারো সম্পর্ক বেঁচে আছে, কারো সম্পর্ক বেঁচে নেই
কারো কাছে আমি হারিয়েছি, কেউ হারিয়েছে আমার কাছে...
জীবনের কবিতায় ১ম ভাল লাগা। শেষটুকু বেশী ভাল হয়েছে।