![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
একজন এসেছে স্বপ্ন বেচতে
সে বলল, আছে হরেক রকম স্বপ্ন আমার ফেরিতে
-সাদা স্বপ্ন, কালো স্বপ্ন, লাল স্বপ্ন, নীল স্বপ্ন আছে আরও অনেক-
আমি বললাম, কোনটার দাম কতো ?
অপেক্ষা বেশি হলে দাম কম, অপেক্ষা কম হলে দাম বেশি
আর তার সাথে অশেষ অপেক্ষার স্বপ্ন দিচ্ছি ফ্রি
তবে দিতে পারবো না কোনটাতেই পূরণের গ্যারান্টি!
আমি বললাম তুমি বলছো কথা বিবাগী
যার নেই পূরণের গ্যারান্টি তার আবার হয় কি অপেক্ষা কম বেশি!
সেই স্বপ্ন তো হয়েও যেতে পারে অপেক্ষায় চিরন্তনী
তাই তোমায় সকল স্বপ্নই দিতে হবে ফ্রি
লাগবেনা আমার কোন স্বপ্ন, আসতে পারো তুমি ।
সে হলো খুব নাছোড়বান্দা - নেন না একটা স্বপ্ন
অনেক দুয়ার থেকে হয়েছি বিতাড়িত- করে রকমারি স্বপ্নের গল্প
কিনবে কি ! মানুষ এখন দেখতেই অপারগ- স্বপ্ন !
আমি বললাম মানুষ দেবেই তো তোমায় তাড়িয়ে
তাদের লাভ কি হবে তোমার কাছ থেকে স্বপ্ন কিনে
তুমি নিজেই তো এতো স্বপ্ন নিয়েও হয়ে আছো স্বপ্ন বিনে !
তোমার কাছে এতো স্বপ্ন তবে কেনো হলে তুমি সওদাগরী ?
স্বপ্ন পূরণে তুমি হওনি কেনো কোন কিংবদন্তী !
সে বলল, আমি স্বপ্ন দেখেছি- হবো আমি স্বপ্নের ফেরিওয়ালা
ফেরি করবো হাজারো স্বপ্ন- দেবো জীবনদের চোখে টেনে স্বপ্নশলাকা
স্বপ্ন দেখতে জানে সকলে, তবে স্বপ্নের ফেরিওয়ালা হতে পারে কয়জনে ?
অতঃপর কিনে নিলাম আমিও একটা স্বপ্ন- ভবঘুরে আঁকা
ফ্রি’তে পেলাম সুদীর্ঘ জমিনের শাখা-প্রশাখা ।
মনের পথে পথে হেঁটে হলাম সারা
পেলাম না কারো মনকোটর স্বপ্নরঙা
শুধুই পেলাম-
পড়ে থাকা অযাচিত জীবনের দেখা
স্বপ্নহীন আলিঙ্গনে একটুকরো বেঁচে থাকা ।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২০
কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে ভাল লাগলো অনেক পার্থ তালুকদার ভাই ।
ভাল থাকবেন ।
২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: অতঃপর কিনে নিলাম আমিও একটা স্বপ্ন- ভবঘুরে আঁকা
ফ্রি’তে পেলাম সুদীর্ঘ জমিনের শাখা-প্রশাখা ।
সুন্দর +
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ সেলিম আনোয়ার ভাই ।
শুভ কামনা ।
৩| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯
বাংলার জমিদার রিফাত বলেছেন: আমাকে কি কিছু স্বপ্ন ধার দেয়া যাবে?
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৩
কলমের কালি শেষ বলেছেন: ধার দেওয়া যাবে না । ফেরিওয়ালার কাছে যেতে হবে ।
প্রশ্নবোধক মন্তব্যে ভাল লাগা অনেক বাংলার জমিদার রিফাত ভাই ।
ভাল থাকবেন ।
৪| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:১২
জাফরুল মবীন বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
ভালো থাকবেন।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৩
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে অনেক ভাল লাগলো মবীন ভাই ।
ভাল থাকুন ।
৫| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ২:২৪
বেলায়েত মাছুম বলেছেন: আমার কাছে খুব একট ভাল লাগেনি!
মনে হচ্ছে, ভাঙা অন্তমিল এর কারণ।
তবুও স্বপ্ন বেচুন এবং কিনুন।
শুভেচ্ছা।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৩
কলমের কালি শেষ বলেছেন: হুম , সুন্দর আলোচনা সমালোচনামূলক মন্তব্যে বেশ ভাল লাগলো বেলায়েত মাছুম ভাই ।
ভাল থাকবেন ।
৬| ১৩ ই মার্চ, ২০১৫ ভোর ৪:২৮
নাসরিন চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা
স্বপ্নের ফেরিওয়ালাকে বলব লেখায় আর একটু সময় দিন
আপনার লেখার হাত বেশ ভাল--চাইলেই লিখতে পারেন। কিন্তু পোষ্ট দিতে হবে এই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আমার বিশ্বাস আপনার হাত দিয়ে অনেক ভাল ভাল লেখা বেরুবে ---আর আপনার গল্পের হাত আর ও ভাল, তাই পাঠক হিসেবে আমাদের প্রত্যাশা অনেক ---আপনার কাছে।
শুভ রাত্রি
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৭
কলমের কালি শেষ বলেছেন: আপনার মন্তব্যে আমিও আশাবাদী !
চেষ্টা করবো আরও ভাল লেখার । এইটা সত্য যে আমি লেখা হলেই পোস্ট দিয়ে দেই । এখন থেকে ট্রাই করবো আরো উন্নত করার ।
উপদেশমূলক মন্তব্যে অনেক পুলকিত অনুভব করছি ।
শুভ কামনা রইলো অনেক ।
৭| ১৩ ই মার্চ, ২০১৫ ভোর ৫:৫৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: স্বপ্ন বৃত্তান্তে স্বপ্ন পূরণ না হওয়ার ইতিকথাই উঠে এসেছে যেন। ভালো লাগলো কালি। শুভ কামনা নিরন্তর।
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৯
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো বিদ্রোহী বাঙালি ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
৮| ১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৩
ঢাকাবাসী বলেছেন: সুন্দর।
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগল অনেক ঢাকাবাসী ভাই ।
ভাল থাকবেন ।
৯| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: স্বপ্ন ফেরীওয়ালা....
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২
কলমের কালি শেষ বলেছেন:
ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো মনিরা সুলতানা ।
শুভ কামনা রইলো ।
১০| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০০
প্রামানিক বলেছেন: চমৎকার কথামাল। কবিতা ভাল লাগল। ধন্যবাদ
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো প্রামািনক ভাই ।
ভাল থাকবেন ।
১১| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: কেউ কখনও খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি!
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৩
কলমের কালি শেষ বলেছেন: মানুষের পকেটেই চাবি বানানোর উপাদান থাকে সেটা দিয়ে চাবি না বানিয়ে বাহিরে চাবি খুঁজলে কি হবে !
সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক শায়মা আপু ।
ভাল থাকুন ।
১২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: কেন জানি অামার কাছে, মোটামুটি লাগল !
শেষ পাঁচ লাইন সুন্দর।
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬
কলমের কালি শেষ বলেছেন: এইটা কোন ব্যাপারই না । একেকজনের কাছে একেক রকম মনে হওয়াটাই স্বাভাবিক । তাই তো আমরা একে অপর থেকে আলাদা ।
তবে আপনার মোটামুটি লাগাতেই আমার অনেক ভাল লাগলো সুমন ভাই ।
শুভ কামনা রইলো অনেক ।
১৩| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৪
যুগল শব্দ বলেছেন:
স্বপ্ন বেচা কেনা, +
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৭
কলমের কালি শেষ বলেছেন:
পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো যুগল শব্দ ভাই ।
ভাল থাকুন ।
১৪| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বপ্ন কেনার স্বপ্ন দেখি।
ভালো থাকবেন। অনেক।
কবিতা ভালো লেগেছে। তবে নাসরিন চৌধুরীর সাথে একমত।
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৯
কলমের কালি শেষ বলেছেন: হুম..
ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক রাজপুত্র ভাই ।
ভাল থাকবেন ।
১৫| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নচিকেতার এরকম একটা গান আছে আমার খুব প্রিয় একটা গান্।
স্বপ্ন কেনা-বেচার কবিতাও দারুণ লাগল।+++
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩
কলমের কালি শেষ বলেছেন: জানা ছিল না আগে । অন্তমিলটা জেনে ভাল লাগলো অনেক ।
দারুণ মন্তব্যে ভাললাগা অনেক বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।
ভাল থাকবেন ।
১৬| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪২
হাসান মাহবুব বলেছেন: +
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬
কলমের কালি শেষ বলেছেন: + মন্তব্যে ভাল লাগলো অনেক হামা ভাই ।
শুভ কামনা ।
১৭| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২
অর্বাচীন পথিক বলেছেন: ফেবুতে পড়েছিলাম। আবার ও পড়লাম ভাল লাগলো
১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০২
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লাগলো জেনে অনেক ভাল লাগলো অর্বাচীন পথিক ।
ভাল থাকবেন ।
১৮| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:৩৬
নস্টালজিক বলেছেন: স্বপ্ন কথন ভালো লাগলো, কলম।
শুভেচ্ছা নিরন্তর।
১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৬
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লাগলো জেনে আমারও খুব ভাল লাগলো নস্টালজিক ভাই ।
ভাল থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৫
পার্থ তালুকদার বলেছেন: দারুন স্বপ্ন বৃত্তান্ত ।