![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
নিঃশব্দ কিছু পায়চারি তন্দ্রা ভেঙ্গে ওঠে
নিমজ্জিত রাত্রিগুলোকে চুরি করে-
বিকারগ্রস্ত অশরীরী আঁধার রাজ্যে ঝর্ণা ধরায়
গুম হয়ে যাওয়া রাত্রির দায় মাথায় পেতে নেয় দুটি চোখ ।
সহ্য শক্তি পুনরুদ্ধারে অগোছালো আঘাত হানে-
খাঁচায় প্রহরা রক্তিম বিহঙ্গটি- চির অতৃপ্তা !
নিত্য গুম হওয়া নিমজ্জিত রাত্রি- ক্লান্তির ঢেকুর তোলে
সুবিন্যস্ত নীরবতা কেড়ে নেওয়ার নিষ্পাপ দুঃখে;
সে নিত্য কিছু সাক্ষী জমা রেখে দেয়- সখী প্রকৃতির কাছে
কোন এক রাজত্বে-
দুটি চোখ এবং রক্তিম বিহঙ্গটির নামে অমার্জনীয়ের বিচার বসাবে বোলে !
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নাহিদ রুদ্রনীল ভাই ।
ভাল থাকুন ।
২| ২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৪:৪৩
জেন রসি বলেছেন: ভালো লেগেছে
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ জেন রেসি ।
ভাল থাকবেন ।
৩| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৮
সুফিয়া বলেছেন: ভাল লাগল
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৯
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুফিয়া আপু ।
শুভ কামনা রইলো ।
৪| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
নিঃশব্দ কিছু পায়চারি তন্দ্রা ভেঙ্গে ওঠে
নিমজ্জিত রাত্রিগুলোকে চুরি করে-
বিকারগ্রস্ত অশরীরী আঁধার রাজ্যে ঝর্ণা ধরায়
গুম হয়ে যাওয়া রাত্রির দায় মাথায় পেতে নেয় দুটি চোখ ।
২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫২
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই ।
ভাল থাকুন ।
৫| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে অসাধারণ লেগেছে
২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা আপু ।
ভাল থাকবেন ।
৬| ২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
সুমন কর বলেছেন: ১ম প্যারা বেশী ভাল লাগল।
৩+।
২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ সুমন ভাই ।
শুভ কামনা সবসময় ।
৭| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২১
শতদ্রু একটি নদী... বলেছেন: শুরুর দুটা লাইন চমৎকার। ++
শেষে কি ইচ্ছা করেই "বোলে" লিখেছেল? লিখলেও ভুল নেই। কিছুক্ষন আগেই শব্দের বানানরীতি নিয়ে একজনকে কিছু কথা বলছিলাম ফেবুতে, কপি পেস্ট মারি।
To me grammar is not a shackle for which I have eternal hatred. But some poems breach rules of grammar which in-turn makes those more poetic, more touchy, brings those words more closer to the heart.
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০০
কলমের কালি শেষ বলেছেন: হ্যাঁ ইচ্ছে করেই দিয়েছে । একটু অভিমানী প্রলেপ দেওয়ার জন্য ।
আপনি অনেক ভাল বলেছেন । আমার মতে কবিতার শব্দচয়ন, পঙতি এইগুলোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে মনকে কতোটুকু টাচ করতে পারানো । অল্পকিছু শব্দে, অল্পকিছু লাইনে এইটাই বিশেষত্ব ।
মন্তব্যে অনেক ভাললাগা শতদ্রু একটি নদী... ভাই ।
ভাল থাকুন ।
৮| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা। +
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০০
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র ভাই ।
শুভ কামনা রইলো ।
৯| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২১
অর্বাচীন পথিক বলেছেন: "নিঃশব্দ কিছু পায়চারি তন্দ্রা ভেঙ্গে ওঠে
নিমজ্জিত রাত্রিগুলোকে চুরি করে"
--- কে ভাঙ্গালো আগে তাই শুনি
ভাল লাগলো অনেক
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৩
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । না কেউ ভাঙ্গায়নি । এইটা সকল ক্ষেত্রে সকলের জন্যই প্রযোজ্য ।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে অর্বাচীন পথিক আপু ।
ভাল থাকুন সবসময় ।
১০| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগো বেশ।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪
কলমের কালি শেষ বলেছেন: বেশ ভাললাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ হামা ভাই ।
শুভ কামনা রইলো ।
১১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা!
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ মইনুল ভাই ।
ভাল থাকুন সবসময় ।
১২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগার মন্তব্যে প্রোফেসর ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
১৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ +
২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ মন্তব্যে অনেক ভাল লেগেছে আমিনুর ভাই । অনেকদিন পরে দেখতে পেয়ে অনেক ভাল লাগছে ।
শুভ কামনা সবসময় ।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যে প্রামািনক ভাই ।
ভাল থাকুন সবসময় ।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮
লীন প্রহেলিকা বলেছেন: নিত্য গুম হওয়া নিমজ্জিত রাত্রি- ক্লান্তির ঢেকুর তোলে
সুবিন্যস্ত নীরবতা কেড়ে নেওয়ার নিষ্পাপ দুঃখে;
সে নিত্য কিছু সাক্ষী জমা রেখে দেয়- সখী প্রকৃতির কাছে[/si
লাইনগুলো বেশ ভাবায় পাঠককে, ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসতে দেয় না। সুন্দর লিখেছেন।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুবিন্যাস্ত মন্তব্যে অসংখ্য ধন্যবাদ লীন প্রহেলিকা ভাই ।
শুভ কামনা সবসময় ।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালো লেগেছে।