![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
আমি কী করে ফিরবো তোমার সেই ছায়াতল থেকে ? তুমিই বলে দাও ?
ফেলে আসা পদচিহ্ন মুছে গেছে, আমি এখন দিকদাহন ;
কেড়ে নিয়ে যেতে চায় লোভী অন্ধকূপ- নতুন কোন পৃথিবীতে,
যেখানে চন্দ্র-সূর্য বিলুপ্ত, যেখানে কেউ নেই-কিছু নেই ;
শুধু আছে নিভে যাওয়া অজস্র প্রাণের হাহাকার, দীর্ঘশ্বাস ।
ঝুলে থাকা আশঙ্কিত হৃদয় চেয়ে আছে তোমারি আলোকচ্ছটের অপেক্ষায়
সুকোমলপ্রাণ স্পর্শ বিনে ফিরে আসা হারিয়ে যাবে দুঃখাতুর আগ্নেয় ঘুমে ।
মনে রাখার দিনকতক শেষ হয়ে যাবে, মুছে যাবে, বিলীন হয়ে যাবে ।
কিন্তু, রয়ে যাবে ইতিহাসের বুকে অসমাপ্তের কিছু দাগ,
অমীমাংসিতের কিছু বক্রাকৃতি আঁকাঝুকির মানচিত্র ।
হয়তো সেই দায়ভার হবে না তোমার, না হবে আমার;
দিন গুনে গুনে মিশে যাবে প্রকৃতির নিবিড় পর্যবেক্ষণে ।
এইভাবেই যুগে যুগে প্রকৃতির বুক কেঁড়ে নিয়েছে অসমাপ্তগুলো,
তাই আজ তোমায় উড়িয়ে দিয়ে- হয়েছি প্রকৃতিপ্রেমী ।
০৯ ই মে, ২০১৫ রাত ৯:৫৪
কলমের কালি শেষ বলেছেন: এই তুমি যে সেই তুমি সেটা কিন্তু বুঝতে হবে ! তাই উড়িয়ে দিতে নেই মানা !
অনেক ভাললাগার মন্তব্যে সুখের ভাললাগা জুন আপু ।
ভাল থাকবেন সবসময় ।
২| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:০৪
জেন রসি বলেছেন: মনে রাখার দিনকতক শেষ হয়ে যাবে, মুছে যাবে, বিলীন হয়ে যাবে ।
কিন্তু, রয়ে যাবে ইতিহাসের বুকে অসমাপ্তের কিছু দাগ,
অমীমাংসিতের কিছু বক্রাকৃতি আঁকাঝুকির মানচিত্র ।
চমৎকার।
কবিতায় +
০৯ ই মে, ২০১৫ রাত ১০:২২
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কোটেড মন্তব্যে অনেক ভাল লাগলো জেন রসি ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৩| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর কথামালা।
০৯ ই মে, ২০১৫ রাত ১০:৩৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগলো রাজপুত ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
৪| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:৪২
তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
০৯ ই মে, ২০১৫ রাত ১০:৫৭
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগা রেখে যাওয়ায় ভাল লাগলো অনেক তৌফিক মাসুদ ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৫| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:২৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১০ ই মে, ২০১৫ দুপুর ২:৫০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক হামা ভাই ।
শুভ কামনা রইলো ।
৬| ১১ ই মে, ২০১৫ দুপুর ১:৩৩
সুমন কর বলেছেন: সুন্দর কবিতায় ভালো লাগা।
১১ ই মে, ২০১৫ দুপুর ২:১৪
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো সুমন ভাই ।
শুভ কামনা রইলো ।
৭| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
স্বর্গ থেকে মর্তে?
১২ ই মে, ২০১৫ রাত ১২:১০
কলমের কালি শেষ বলেছেন: বুঝলাম না ।
৮| ১২ ই মে, ২০১৫ সকাল ১০:০৯
এস.কে নূরমোহাম্মদ বলেছেন: কয়েকবার পড়লাম! ভারী লেখা! +++
১২ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৮
কলমের কালি শেষ বলেছেন: কয়েকবার পড়ার মন্তব্যে অনেক ভাললাগা এস.কে নূরমোহাম্মদ ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৯| ১৩ ই মে, ২০১৫ রাত ১০:৪৯
এফ.কে আশিক বলেছেন: অনেক অনেক ভালো লাগা.....
১৪ ই মে, ২০১৫ রাত ১:০০
কলমের কালি শেষ বলেছেন: অনেক অনেক ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক এফ.কে আশিক ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৫ রাত ৯:৪৪
জুন বলেছেন: তাই আজ তোমায় উড়িয়ে দিয়ে- হয়েছি প্রকৃতিপ্রেমী
প্রকৃতিপ্রেমী হওয়ার জন্য কি কাউকে উড়িয়ে দিতে হবে নাকি ককাশে !!
অনেক ভালোলাগলো কবিতা
+