![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
মীমাংসা না হওয়া আত্মাগুলো এখনো দুঃখ দুঃখ খেলে,
তাদের অবস্থান আটকা পড়ে আছে অপূরণের বুক পকেটে ।
ক্রমাগত ভূ-কম্পনে সেখানে দেখা দেয় নির্লজ্জ সুনামি-
অবিবেচকগুলো উগরে পড়ে লুকানো জলোচ্ছ্বাস রূপে ।
হিসেবের হালখাতা হয়ে যখন পাতা উল্টোয় উত্তাপের দীর্ঘশ্বাসগুলো-
শৈশব গেল, কৈশোর গেল, আরও গেল উদীয়মান যৌবন;
তখন, আজ এই ঝরালগ্নে বাকিগুলো চিরবিদায়ে ধরা দেয় ।
আর ফিরে আসবেনা তারা হাসিমুখে পূর্ণতার উচ্ছাস বয়ে ।
তাদের সমাধি রূপে দাঁড়িয়ে থাকা আজ বড্ড মানায় এই ঘূণেধরাকে,
আর অমীমাংসিতগুলো ক্রমাগত খুঁড়ে যাচ্ছে- ঘূণেধরার খুনি হবে বলে ।
১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৩৪
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ মন্তব্যে ভাললাগা অনেক লীন প্রহেলিকা ভাই ।
আপনাকেও অনেক শুভেচ্ছা ।
ভাল থাকুন সবসময় ।
২| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:২৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:০২
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লেগেছে অনেক হামা ভাই ।
শুভ কামনা রইলো ।
৩| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:০৩
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং দারুণ মন্তব্যে ভাল লাগলো অনেক সুমন ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৪| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৬
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২১
কলমের কালি শেষ বলেছেন: আপনার খুব ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো প্রামািনক ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
৫| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: //হিসেবের হালখাতা হয়ে যখন পাতা উল্টোয় উত্তাপের দীর্ঘশ্বাসগুলো//
চমৎকার।।
১৪ ই মে, ২০১৫ রাত ১:০২
কলমের কালি শেষ বলেছেন: চমতকার মন্তব্যে বেশ ভাল লেগেছে রাজপুত্র ভাই ।
শুভ কামনা সবসময় ।
৬| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৪৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে।
আর গেলো উদীয়মান যৌবন মানে কি? মানে যৌবনের মধ্যে অবস্থান নিছেন যৌবনের উদয় পার কইরা?
১৪ ই মে, ২০১৫ রাত ১:০৪
কলমের কালি শেষ বলেছেন: হু
পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক শতদ্রু একটি নদী... ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৭| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৪৯
জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।
১৪ ই মে, ২০১৫ রাত ১:০৫
কলমের কালি শেষ বলেছেন: চমতকার মন্তব্যে অনেক ভাল লাগলো জেন রসি ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৮| ১৩ ই মে, ২০১৫ রাত ১০:৩৯
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ কবিতা পড়ে ভালো লাগলো......
১৪ ই মে, ২০১৫ রাত ১:০৬
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো এফ.কে আশিক ভাই ।
শুভ কামনা সবসময় ।
৯| ১৪ ই মে, ২০১৫ রাত ২:৩৮
জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: অনেক ভাল লিখেন তো আপনি।
১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০৫
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জ্বিনল্যান্ডের জ্বিন ভাই ।
ভাল থাকুন সবসময় ।
১০| ১৪ ই মে, ২০১৫ সকাল ৮:২৮
ঘনায়মান মেঘ বলেছেন: খুব ভালো লেগেছে কবিতা।
১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ ঘনায়মান মেঘ ভাই ।
শুভ কামনা সবসময় ।
১১| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: লেখক পাওয়া যাচ্ছেনা বলে আপনি লেখা শুরু করেছিলেন ককাশে । আমার মনে হয় আর লেখকের দরকার নেই
প্রক্সিই ভালো
সুন্দর একটি কবিতায়
+
১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৪
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । লেখক ফিরে আসলে আমি বিদায় নেব ।
হাস্যপ্রদায়ক মন্তব্যে অনেক ভাল লেগেছে জুন আপু ।
ভাল থাকু সবসময় ।
১২| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগল্
১৪ ই মে, ২০১৫ রাত ১০:২৩
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো ঢাকাবাসী ভাই ।
ভাল থাকুন সবসময় ।
১৩| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:৩৫
দীপংকর চন্দ বলেছেন: হিসেবের হালখাতা হয়ে যখন পাতা উল্টোয় উত্তাপের দীর্ঘশ্বাসগুলো-
ভালো লাগা। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
১৪ ই মে, ২০১৫ রাত ১০:২৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা দীপংকর চন্দ ভাই ।
ভাল থাকুন সবসময় ।
১৪| ১৬ ই মে, ২০১৫ রাত ১২:৫১
একলা ফড়িং বলেছেন: কলমের কালি শেষ হলে সমস্যা নেই, কিবোর্ড তো আছে!
কবিতা ভালো লেগেছে
আর অমীমাংসিতগুলো ক্রমাগত খুঁড়ে যাচ্ছে- ঘূণেধরার খুনি হবে বলে...
১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৩
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা তাতো অবশ্যই ।
ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগা একলা ফড়িং ।
শুভ কামনা রইলো ।
১৫| ২৯ শে জুন, ২০১৫ রাত ৯:৩১
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সুন্দর লেখেছেন।
২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ মোঃ নাজমুল হাসান [নাজমুল] ভাই ।
ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ রাত ৩:৪৯
লীন প্রহেলিকা বলেছেন: ক্রমাগত ভূ-কম্পনে সেখানে দেখা দেয় নির্লজ্জ সুনামি-
অবিবেচকগুলো উগরে পড়ে লুকানো জলোচ্ছ্বাস রূপে ।[/sb
শুধু কোটেড লাইনগুলো নয়, পুরো লেখাটাই অসাধারণ। শুভেচ্ছা সুপ্রিয়।