![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
আজও জলস্রোতে ফিরে আসে কিছু কণা,
থেমে থাকা যন্ত্রণা হয়ে ওঠে মেহেদিরঙ্গা ।
মৃত ঘাসেও শিশির জমে অগোছালো প্রশান্তিতে,
বিরহীতে কিছু সুখস্মৃতি ফোটে সঙ্গময় চুম্বনে ।
সময়ের ‘জ্ঞান’ নেই বলে ছোটে সে বিরামহীন,
তাই জমা পড়ে যায় মনে শত শত ঋণ;
শোধ হবে কী ! তাও সময়ের অধীন ।
অনাদায়ে থেকে যায় নিজস্ব কিছু পিদিম,
আলো দেবে কী তা ! সেও নয় স্বাধীন ।
বয়ে যায় কিছু আগাম সাংকেতিক,
জানা নেই, হবে কী, এদিক-ওদিক !
কল্পনার রাজত্বে ‘ভরে’ থাকে অধিক,
মন এগিয়ে বলে, বিশ্বাসই সঠিক;
অতঃপর, আফসোস হাসে- সবই বেঠিক ।
পরিশেষে, ভুলে গেছো কী !- কিছু ঝর্না চিমটি কাটে,
আমি সেই- বিরামহীন সুখের প্রকাশ, মধুর চেয়েও অমৃত- স্বাদে !
তাই তো এই জ্ঞানহীন সময়ের তল্লাটে- জমা হয়ে রয় কিছু ঋণ, আর কিছু পিদিম ।
৩০ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৬
কলমের কালি শেষ বলেছেন: চাওয়া পাওয়া নিয়ে সন্তুষ্ট থাকা আর দিনে দিনে একে অন্যের প্রতি চাওয়া পাওয়া আদানপ্রদান এবং মাঝে মাঝে কিছু চাওয়া পাওয়া নিয়ে সংকোচে থাকা । আর কিছুকাল পর কিছু সন্তুষ্টি এবং কিছু আফসোস । অর্থ এতোটুকুই আপাতত ।
বানান একটা ভুল পেলাম বোমা ভাই ।
ভাল থাকুন সবসময় ।
২| ৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
সুমন কর বলেছেন: ২য় এবং ৩য় প্যারা বেশী ভালো লেগেছে।
চমৎকার কবিতায় ১ম ভালো লাগা।
৩০ শে জুন, ২০১৫ রাত ১০:২৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক সুমন ভাই ।
শুভ কামনা সবসময় ।
৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:৩২
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে
০১ লা জুলাই, ২০১৫ সকাল ১১:১৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আরণ্যক রাখাল ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৪| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১১:২৮
জেন রসি বলেছেন: বহমান জীবনের চাওয়া পাওয়া কিংবা সেই চাওয়া পাওয়ার সাথে তৃপ্তির সংঘর্ষময় কবিতা ভালো লেগেছে।
++
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৬
কলমের কালি শেষ বলেছেন: মন্তব্যে ভাল লাগলো অনেক জেন রসি ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
৫| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:০৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৪১
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো হামা ভাই ।
শুভ কামনা রইলো ।
৬| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:২৯
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
আলো দেবে কী তা ! সেও নয় স্বাধীন ।
০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৭
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক দীপংকর চন্দ ভাই ।
ভাল থাকুন অশেষ ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা বুঝি নাই...
কিছু বানান টাইপো আছে, ঠিক করে দিয়েন।