![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
আমি এই খুনের নিষ্পাপ বিচার চাই, নয়তো আমার খুন;
সে, কিছু অমোঘ মুহূর্তে, প্রতিদিন কড়া নেড়ে আমাকে খুন করে ।
জানো তো! এই জঘন্য অপরাধ তোমার দুটি চোখের অগোছালো নৃত্যের,
আর, অধরের কোণে লুকিয়ে থাকা ছোট্ট মায়ার- এ আমারি শুধু অব্যর্থ খেয়াল ।
অথচ, তোমাকে কোন নোটিস পাঠানো হচ্ছে না,
গ্রেফতার করা হচ্ছে না, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না;
আর সেই তুমি, দিব্যি করে যাচ্ছো আমায় এক এক কোরে খুন !
এই অপরাধে হচ্ছে না কোন মানববন্ধন, হচ্ছে না মিটিং-মিছিল,
ঘেরাও হচ্ছে না থানা-আদালত, মিডিয়া-টকশোরাও নীরব !
তাই, নিয়মিত ভালবাসা জমাচ্ছি এই উগ্র হৃদয়ে-
আবেগী ঝড়-সুনামি, মেঘ-টর্নেডো সাজে ।
একদিন ঘিরে ধরবো তোমাকে-
আর সেদিন বিচার হবে, কোন গহীন সমুদ্রে, কীভাবে তুমি পালাবে ?
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৪৬
কলমের কালি শেষ বলেছেন: হামম, মানসিক খুনই মনে হয় বেশি যন্ত্রণাদায়ক কারণ এর ব্যাপ্তি দীর্ঘ ।
চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক জেন রসি ভাই।
ভাল থাকুন সবসময় ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:২৩
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ এবং ভাললাগা হামা ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুন কে করিল রে? ককাশেরে খুন করিল রে?
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫০
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । এখনো পর্যন্ত তো কেউ খুন করতে আইলো না। তাহলে অবলীলায় খুন হয়ে যেতাম বোমা ভাই ।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: +
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫১
কলমের কালি শেষ বলেছেন: + মন্তব্যে অনেক ভাললাগা প্রোফেসর ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৪৫
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫২
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাললাগার মন্তব্যে অশেষ ভাললাগা দীপংকর চন্দ ভাই ।
শুভ কামনা অশেষ ।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:০১
অবনি মণি বলেছেন: তাই, নিয়মিত ভালবাসা জমাচ্ছি এই উগ্র হৃদয়ে-
আবেগী ঝড়-সুনামি, মেঘ-টর্নেডো সাজে ।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৫৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা অবনি মণি ।
ভাল থাকবেন সবসময় ।
৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৮
সুমন কর বলেছেন: আমার কবিকে কে খুন করছে ! বিচার চাই !! বিচার চাই !! হাহাহাহা.....
চমৎকার কবিতায় ভালো লাগা।
* এক এক কোরে খুন < করে
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫
কলমের কালি শেষ বলেছেন: খুন করিতেতো কেউ আইলো না । তবে তো নিশ্চিত খুন হয়ে যেতাম ।
'কোরে' ইচ্ছে করে দিয়েছি ।
শুভ কামনা সুমন ভাই ।
৮| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২০
দর্পণ বলেছেন: বাহ, সত্যি দারুন।
০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২২
কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে অনেক ভাল লাগলো দর্পণ ভাই ।
ভাল থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:৩৯
জেন রসি বলেছেন: কত ভাবেই না একজন মানুষ খুন হতে পারে। যদিও বিমূর্ত খুনের ইতিহাস কখনও মূর্ত হয়না।
চমৎকার কবিতা।
+++