![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
একা একা হেঁটে চলা পথে এসেছিলাম একা,
এক সুন্দর অরণ্য থেকে, জানি না ছিল তা কেমন !
বিশ্বাসে উড়ি- সর্বোচ্চ সুনিপুণে গড়া,
তাই তো কেঁদেছিলাম আগমনে- ক্ষণস্থায়ী জীবনের সান্নিধ্যে ।
আমার এই একমুঠো জীবন্ত মাটি তাই চলে- চলে যাওয়ার আয়োজনে,
আনন্দে ভাসিয়েছিলাম প্রথম নিঃশ্বাসে , ছুটে চলায় দিয়েছিলাম কাঁটা ।
কেউ আমায় নিয়ে কেঁদেছে, কেউ হেসেছে- সুখে নয়তো দুঃখে,
প্রতিদানে কিছু পুরণ করেছি, কিছু দিয়েছি বেশি, আবার কিছু বিশ্বাস জমা রেখেছি...
আদান-প্রদানে, আস্বাদনে চলে গেল সবি- কিছু না থেকেও !
এসেছিলাম যা নিয়ে, তা...ই রইলো- শেষ নিঃশ্বাস,
যেখানে কেউ ভাগ বসাবে না- শুধু কিছু মায়া টেনে ধরে- ক্ষণস্থায়ীর কিছুকাল,
একসময় মৃত্তিকার মায়ায় অধিকার হারাবো- শুধু মাঝে মাঝে কিছু মনকে কাঁদাবো ।
সবই তো জানা এই একমুঠো জীবনে,
তবুও ভান ধরে রয়ে যাই অজানার মুখোশে......
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৪
কলমের কালি শেষ বলেছেন: এতোগুলো প্রশংসা পেয়ে সামলে নিতে কষ্ট হচ্ছে বোমা ভাই ।
মন্তব্যে অনেক অনেক ভাললাগা ।
ভাল থাকুন সবসময় ।
২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
অবশ্যই ভালো লাগা রইলো।
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৫
কলমের কালি শেষ বলেছেন: অনেক সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো সুমন ভাই ।
ভাল থাকবেন ।
৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫২
মৃদুল শ্রাবন বলেছেন: অসাধারণ।
সবই তো জানা এই একমুঠো জীবনে,
তবুও ভান ধরে রয়ে যাই অজানার মুখোশে......
মুখোশের অন্তরালে আমি আপনি ও আমাদের জীবন। (বিশেষ করে অনলাইন জীবন)।
কবিতায় ভাল লাগা রইলো।
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৬
কলমের কালি শেষ বলেছেন: অনলাইনের জীবন । ভাল বলেছেন মৃদুল ভাই ।
ভালো লাগার মন্তব্যে ভাল লাগলো অনেক ।
শুভ কামনা রইলো ।
৪| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৯
জুন বলেছেন: সবই তো জানা এই একমুঠো জীবনে,
তবুও ভান ধরে রয়ে যাই অজানার মুখোশে.....
ঠিক ঠিক ঠিক ককাশে
+
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৯
কলমের কালি শেষ বলেছেন: ঠিক মন্তব্যে ভাল লাগলো অনেক জুন আপু ।
শুভ কামনা রইলো ।
৫| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১০
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর!
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো ঢাকাবাসী ।
ভাল থাকুন ।
৬| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩১
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে ভাল লাগলো বেশ হামা ভাই ।
ভাল থাকবেন ।
৭| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আদান-প্রদানে, আস্বাদনে চলে গেল সবি- কিছু না থেকেও !
এসেছিলাম যা নিয়ে, তা...ই রইলো- শেষ নিঃশ্বাস।+++
চমৎকার পক্তিমালা।++
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩২
কলমের কালি শেষ বলেছেন: চমতকার মন্তব্যে ভাল লাগলো অনেক বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।
শুভ কামনা রইলো ।
৮| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১
ডার্ক ম্যান বলেছেন: যত + দরকার লইয়া লন। শেষের দুটি লাইন অসাধারণ
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৪
কলমের কালি শেষ বলেছেন: নিয়া নিলাম ।
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ডার্ক ম্যান ভাই ।
৯| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৭
জেন রসি বলেছেন: তবুও চলে যাওয়ার সময় অজানার কিছু অধরা স্পর্শ থেকেই যাবে.......
কালি ভাই, চমৎকার হয়েছে।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৫
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো বেশ সুন্দর মন্তব্যে জেন রসি ভাই ।
শুভ কামনা রইলো ।
১০| ২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৬:১৪
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর সুন্দর। ভাল লাগলো।
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ মহান অতন্দ্র ।
শুভ কামনা
১১| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭
দীপংকর চন্দ বলেছেন: জীবনের শব্দাবলীতে ভালো লাগা। অনেক।
আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৯
কলমের কালি শেষ বলেছেন: মন্তব্যে অনেক ভাল লাগলো দীপংকর চন্দ ভাই ।
ভাল থাকুন অশেষ ।
১২| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২২
Bithi Chakraborty বলেছেন: প্রকাশের ভঙ্গিমা অসাধারণ |
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫০
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ Bithi Chakraborty ।
ভাল থাকুন সবসময় ।
১৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:২২
রিকি বলেছেন: এসেছিলাম যা নিয়ে, তা...ই রইলো- শেষ নিঃশ্বাস,
যেখানে কেউ ভাগ বসাবে না- শুধু কিছু মায়া টেনে ধরে- ক্ষণস্থায়ীর কিছুকাল,
একসময় মৃত্তিকার মায়ায় অধিকার হারাবো- শুধু মাঝে মাঝে কিছু মনকে কাঁদাবো । অনেক অনেককককক ভালো লাগা রইল কালি শেষ ভাই..
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৭
কলমের কালি শেষ বলেছেন: ডাবল ভাললাগা আপনার অন্নেক ভাললাগার মন্তব্যে রিকি ।
ভাল থাকুন সবসময় ।
১৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:২৫
শায়মা বলেছেন: জীবন মরণের কাব্য ভাইয়া!!
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৮
কলমের কালি শেষ বলেছেন: ইয়েস, তুমি ঠিক বলেছো শায়েমাপু ।
সুন্দর মন্তব্যে ভাল লেগেছে বেশ ।
ভাল থাকো অশেষ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার... ভেবেছিলাম কোন একটা/দুটো লাইনকে কোট করে মন্তব্য করবো। কিন্তু প্রতিটি লাইনই তো কোট করতে মন চাচ্ছে। আপনার লেখা আমার পঠিত সেরা কবিতা। কবিতায় প্রথম ভালোলাগার সাথে +++++++
এরকম আরও কবিতা চাই। ভালো থাকা হোক সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।