![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
কিছু ‘অসমাপ্তের’ জন্য আজ কিছু মুহূর্ত নিঃস্ব,
সেগুলো শুরু হওয়া ছিল ভুল- তবে মিথ্যে হতো না আজ,
দীর্ঘশ্বাস বয়ে চলা হতো না নিরপরাধ বুকে ;
সেগুলো করেছে অনেক ‘শুরুর’ সর্বনাশ- অনায়াসে,
নিরপরাধ জীবনকে দণ্ডিত করেছে যাবজ্জীবন কারাগারে ।
এই অপরাধ মননামক বিহঙ্গের, সে পারতো ভিন্ন দিকে পাখা মেলতে,
হয়তো সেখানে অপেক্ষায় থাকতো কোন ‘সমাপ্ত’ যেকোন রুপে-
হাসি অথবা কান্নায়- তবুও আক্ষেপবিহীন মুক্তে উড়তো জীবন ।
তবে ‘অসমাপ্ত’ কিছু কথা রেখে যায়-
মনের চাওয়ায় আমি অনিশ্চিত- সে যদি উড়তো ভিন্ন দিকে,
হয়তো আমিও প্রান্তে থাকতাম অপেক্ষায়- আমি রুপ হরণকারী ।
সুতারাং মনের অপরাধ ভাবনায় তুমি হও হীনমন্য,
এখানে কেউ অপরাধী নয়, একে বলে জীবন সংসার ।
ভেবে দ্যাখো- আমি ভালোবাসাহীন নয়, আমি ভালোবাসায় গভীর;
তাই জীবন আমায় আঁকড়ে রাখে- এই আমার অহংকার ।
তুমি যুদ্ধে যেও না আমার সান্নিধ্যে- পারবে না জয়ী হতে,
অতএব আমায় মেনে নাও- আমি মিথ্যে নয় ।
...............কয়জনায় বেঁচে থাকতে পারে আমায় ভালোবেসে !
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
কলমের কালি শেষ বলেছেন: হা হা কঠিন প্রশ্ন ! আমিও ভাবতেছি আছিলো কই !!
মজার মন্তব্যে ভাল লাগলো অনেক প্রামানিক ভাই ।
শুভ কামনা ।
২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক সেলিম ভাই ।
ভাল থাকবেন ।
৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
ভেবে দ্যাখো- আমি ভালোবাসাহীন নয়, আমি ভালোবাসায় গভীর;
এই লাইটিতে গভীরতা আছে কিন্তু বৃষ্টি নেই ।
সারা কবিতাতেই নেই ।
ওই মিয়া , পাইছেন কি ? বিষ্টির কবিতা দেইখ্যা ছাত্তি নিয়া ঢুকলাম । বিষ্টি নাই । কলমের কালির লাহান বিষ্টির পানিও কি শ্যাষ ????
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৯
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । সারা কবিতায় বৃষ্টি নাই দেখাইতো নাম দিয়েছি বৃষ্টি দিয়ে !
আসল কথা হচ্ছে নাম খুঁজে পাচ্ছিলাম না । এখন যেহেতো শেষের বৃষ্টি ঝরছে তাই এই নামটা দিলাম ।
মজার মন্তব্যে অনেক ভাললাগা আহমেদ জী এস ভাই ।
ভাল থাকুন ।
৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৭
জেন রসি বলেছেন: ভালোবাসায় গভীর হলেও অমীমাংসিত থেকে যায় অনেককিছুই!!
কবিতা ভালো লেগেছে।
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১
কলমের কালি শেষ বলেছেন: হুম ।
ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক জেন রসি ভাই ।
ভাল থাকবেন ।
৫| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো লেগেছে।
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩
কলমের কালি শেষ বলেছেন: বেশ ভাল লাগলো সুন্দর মন্তব্যে কাভা ভাই ।
শুভ কামনা রইলো ।
৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৬
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক মহান আপু ।
ভাল থাকুন ।
৭| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৪
সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে ভাল লেগেছে অনেক সুফিয়া আপু ।
ভাল থাকবেন ।
৮| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩১
খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে ভীষণ কবিতা। ভাল থাকা হোক অনেক।
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভীষন ভাল লেগেছে জেনে আমার বেশ ভাল লাগলো খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি ভাই ।
ভাল থাকুন ।
৯| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬
অর্বাচীন পথিক বলেছেন: আহমেদ জী এস ভাইয়ের মত আমার সেই একই অবস্তা "তামাম কবিতা পড়িয়া, বৃষ্টি পাইলাম না "
ক্যামনে কি ??? !!!
ঠোঙার মধ্যে এক আর বাইরে আর এক না ???
ভীষণ ভাল লাগলো কবিতা।
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । মন্তব্যে ভীষন মজা পেলাম অর্বাচীন পথিক ।
মজার মন্তব্যে অনেক ভাল লাগা ।
শুভ কামনা রইলো ।
১০| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৫
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি।
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৬
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাল লেগেছে সুন্দর মন্তব্যে হামা ভাই ।
ভাল থাকুন ।
১১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৭
শায়মা বলেছেন: সুন্দর!!!!
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:০১
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগা অনেক শায়মা আপু ।
ভাল থাকবেন ।
১২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৭
নৈশ শিকারী বলেছেন: ভালো লেগেছে।
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:০২
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নৈশ শিকারী ভাই ।
ভাল থাকবেন ।
১৩| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০
এস কাজী বলেছেন: "ভেবে দ্যাখো- আমি ভালোবাসাহীন নয়, আমি ভালোবাসায় গভীর"
আহারে!! সামুতে এত ভাল ভাল কবি। আমি কেন এত ভাল কবিতা লিখতে পারিনা???
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৪
কলমের কালি শেষ বলেছেন: আশা করি আমাদের ভাল ভাল কবিতা উপহার দেবেন ।
পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ এস কাজী ভাই ।
শুভ কামনা রইলো ।
১৪| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১১
এহসান সাবির বলেছেন: তবে ‘অসমাপ্ত’ কিছু কথা রেখে যায়...
তবে টবে না.... থেকেই যায়.....
২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
কলমের কালি শেষ বলেছেন: হুম তাই ।
পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক এহসান ভাই ।
শুভ কামনা রইলো ।
১৫| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫
সুমন কর বলেছেন: অতএব আমায় মেনে নাও- আমি মিথ্যে নয় ।
...............কয়জনায় বেঁচে থাকতে পারে আমায় ভালোবেসে !
চমৎকার হয়েছে। প্লাস।
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভাললাগা সুমন ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
১৬| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০
তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে কবিতা । শুভেচ্ছা ককাশে
২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাল লাগা শুভেচ্ছার মন্তব্যে তুষার ভাই ।
ভাল থাকুন ।
১৭| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩
আমি সৈকত বলছি বলেছেন: কবিতার ব্যাপারে কিছু বলার সাহস দেখাতে যাচ্ছি না....
শুধু এইটুকু +++++++++++++++++
শুভ কামনা সতত।
২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
কলমের কালি শেষ বলেছেন: এতোগুলো প্লাস মন্তব্যে অনেক অনেক ভাললাগা আমি সৈকত বলছি ভাই ।
ভাল থাকবেন ।
১৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন
২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগলো অভি ভাই ।
শুভ কামনা রইলো ।
১৯| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
ভেবে দ্যাখো- আমি ভালোবাসাহীন নয়, আমি ভালোবাসায় গভীর;
এই লাইটিতে গভীরতা আছে কিন্তু বৃষ্টি নেই ।
সারা কবিতাতেই নেই ।
ওই মিয়া , পাইছেন কি ? বিষ্টির কবিতা দেইখ্যা ছাত্তি নিয়া ঢুকলাম । বিষ্টি নাই । কলমের কালির লাহান বিষ্টির পানিও কি শ্যাষ ???? সহমত।
২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
কলমের কালি শেষ বলেছেন: হুম । উত্তরে কিন্তু কারণ বলেছি । মাঝে মাঝে সম্পর্কহীন নাম দিতে হয় ।
মন্তব্যে অনেক ভাললাগা বোমা ভাই ।
ভাল থাকবেন অশেষ ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
প্রামানিক বলেছেন: ভেবে দ্যাখো- আমি ভালোবাসাহীন নয়, আমি ভালোবাসায় গভীর;
তাই জীবন আমায় আঁকড়ে রাখে- এই আমার অহংকার ।
সুন্দর কাব্য কথা। এতদিন কালি কলম আছিল কই?