![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
আমি পাখি নই যে ইচ্ছে হলো দিক্ দিগন্তে উড়ে বেড়াবো,
জানা দরকার আমি কিছু ঋণে সীমাবদ্ধ সময়ের কাছে ;
যা পূরণে সমাপ্ত আঁকা, অমাবস্যার চাঁদের মত ইতিহাস হওয়া ।
জানো তো ! একসময় অমাবস্যার চাঁদ উদিত হতো-
তখন তাকে পূর্ণিমা বলতো, রাতের আসমানে নিঃস্ব মেঘ উড়তো !
ওরা, তারা, এবং সে তাকিয়ে থাকে দায়িত্ববোধের চোখে,
আমায় অভিমানী হলে চলবে না মৃত্যুঅবধি সম্পর্কের বৈঠা ।
এ যেন আমার না চেয়েও নিজস্ব, জন্মতেই যার গুটিগুটি শুরু,
এ যেন আমার চাওয়া না চেয়েও, আমি একাকী না হতে পারার প্রণয়ন ।
তবে কে কাঁদবে আমার জলে, কে হাসবে আমার উজ্জ্বল্যে !
তাই নিয়মে তারা আমায় জড়িয়ে আসে-যায়, আমায় বিদায়ে রয়ে যায়,
এ নিয়ম আমার জন্য, আমিও ওদের নিয়মের, তাই এ নিয়মকে আমি ভালবাসি ।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার প্লাস মন্তব্যে ভাললাগা অনেক কাবিল ভাই ।
ভাল থাকুন ।
২| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: তাই নিয়মে তারা আমায় জড়িয়ে আসে-যায়, আমায় বিদায়ে রয়ে যায়,
এ নিয়ম আমার জন্য, আমিও ওদের নিয়মের, তাই এ নিয়মকে আমি ভালবাসি ।
চমৎকার হয়েছে। ১ম ভালো লাগা।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৭
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগলো ভাললাগার মন্তব্যে সুমন ভাই ।
শুভ কামনা নিরন্তন ।
৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।
ভাল থাকবেন ।
৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর
৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা অভি ভাই ।
ভাল থাকুন ।
৫| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৫
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।
শুভকামনা থাকছে। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
কলমের কালি শেষ বলেছেন: অশেষ ভাললাগা পাঠে এবং ভাললাগার মন্তব্যে দীপংকর ভাই ।
শুভ কামনা রইলো ।
৬| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
কলমের কালি শেষ বলেছেন: বেশ ভাললাগলো ভাললাগার মন্তব্যে হামা ভাই ।
ভাল থাকবেন ।
৭| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২
অর্বাচীন পথিক বলেছেন: জানো তো ! একসময় অমাবস্যার চাঁদ উদিত হতো-
তখন তাকে পূর্ণিমা বলতো, রাতের আসমানে নিঃস্ব মেঘ উড়তো ----- জটিল লাইন এই দুইটা।
ভাল লাগলো অনেক
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভাললাগলো অর্বাচীন পথিক ।
শুভ কামনা রইলো ।
৮| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০১
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা হানিফ রাশেদীন ভাই ।
ভাল থাকুন ।
৯| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫
এস কাজী বলেছেন: সুন্দর হয়েছে। আপনার কবিতা আমার ভাল লাগে।
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৭
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো এস কাজী ভাই ।
শুভ কামনা রইলো ।
১০| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪
আমি সৈকত বলছি বলেছেন: অনেক ভালো লাগলো .।
শুভ কামনা থাকলো...
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো আমি সৈকত বলছি ভাই ।
ভাল থাকবেন ।
১১| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর! সুন্দর!
৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ গিয়াস্লিটন ভাই ।
ভাল থাকুন ।
১২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৩
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
নহে নহে আমি কোনও পাখি,
জন্মতেই যার গুটিগুটি শুরু
সে জীবনটাই যে শুধু ফাঁকি .....।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ চরন তিনটি । অনেক ভাল লাগলো ।
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা আহমেদ জী এস ভাই ।
শুভ কামনা রইলো ।
১৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫
এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং দারুণ মন্তব্যে ভাললাগা অনেক এহসান ভাই ।
ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
কাবিল বলেছেন: ভাল লাগা রইল। +++++++