![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
দ্যাখো আজ আমি কবিতার সাজে সেজেছি,
কতশত শব্দ-চরণ, মাধুর্য ঝরে পড়ছে ।
-হিংসা, ঘৃণা, ক্রোধ, ক্লেদ, মৃত, সময়- অসময়,
সুখ, হাসি, স্বপ্ন, ছন্দ, চয়ন, জীবন, সরল, যতন,
আশা, আকাংখা, নীরব, নিথর, নিরাশ, ক্লান্তি, শক্তি,
ক্ষুর, ফুল, বুলেট, চোখ, অগ্নি , চুম্বন, চন্দ্র, খুন-
কী নেই আমার ! সবই করেছি নিজস্ব ।
ধারণ করেছি অসমাপ্ত, ধারণ করছি ডুবন্ত সূর্য;
বুক চিড়ে দেখাতে পারি আঁধার আছে সুগহীন,
আছে নোনা জলের লুকায়িত স্বতন্ত্র মহাসমুদ্র ।
দ্যাখো ! দ্যাখো...
ঝরে পড়া কুঁড়িয়ে নিচ্ছে কবি, কবিতাপ্রেমীরা ।
‘’এই দেহে রয়েছে ফুলসজ্জায় সাজানো হৃদয়,
রয়েছে নীরব থাকা সুখগুলো- রাত্রিগুলো,
রয়েছে অব্যক্ত বুলির শুদ্ধ উচ্চারণ,
রয়েছে শাসন, অকুতোভয় ;
হয়েছে কর্মঠ রমনীর সৌন্দর্য চর্চায়,
কিংবা যুবকের নিষ্কণ্টক ভালোবাসা বুননে ;
আছে পরাজয়, গ্লানির নিঃশেষ গোলাপ,
আছে আকাশ ছোঁয়ার অক্লান্ত রশ্মি ;
স্বপ্ন পূরণের কন্ঠে দেয় নিকষিত সু্র,
শূণ্যতার বুকে দেয় চাওয়া এঁকে,
দুর্জ্ঞেয় ভাঙ্গতে দেয় বিজয়ী সূর্য ।''
''এই দেহ আরো ধারণ করে নিগ্রহ-বিলাপ,
নিঃস্ব চরণ যা করেছে হরণ সুস্থ নয়ন;
এখানে আছে পাপ- পাপীষ্ঠ,
আয়োজন আছে বিষধরের;
খুঁটে খুঁটে করে ধর্ম অবমাননা,
করে সুকর্মের নিঃশ্বাস ছেঁদন;
শুভেচ্ছা জানায় বিষাক্ত নিয়তিকে,
বিদায়ে ধুর-ধুর করে আনন্দ অশ্রু ।''
এবার এসেছে তোমার ঘর,
তুলবে কী আমায় ? নাকি দেবে তাড়িয়ে ?
ভেবে দ্যাখো, হতে পারি সুখপিয়াসী নয়তো সর্বগ্রাসী ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক ঢাকাবাসী ভাই ।
ভাল থাকুন ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
আমি মিন্টু বলেছেন: কি ব্যাপার ভাই মনে হচ্ছে কারো কাছ থেকে কলমে ভরার জন্য নতুন কালি ধার করেছেন
সুন্দর কবিতা ভালো হয়েছে ।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
কলমের কালি শেষ বলেছেন: আপাতত ধার করেই চলছে মিন্টু ভাই ।
মজার মন্তব্যে ভাললাগা অনেক ।
শুভ কামনা রইলো ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
লেখোয়াড়. বলেছেন:
অসাম খেলা শব্দের।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
কলমের কালি শেষ বলেছেন: অসাম মন্তব্যে ভাললাগা বেশ লেখোয়াড় ভাই ।
ভাল থাকবেন ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সুন্দর! চমৎকার ভালো লেগেছে ভাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
কলমের কালি শেষ বলেছেন: খুব ভাললাগা চমৎকার মন্তব্যে কাভা ভাই ।
ভাল থাকুন ।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। তবে ইদানিং বেশি দেখি না কেন?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২
কলমের কালি শেষ বলেছেন: কিছুটা ব্যাস্ততায় আছি । আশা করি নিয়মিত হবো । তবে আগের মত হয়তো হতে পারবো না ।
ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।
ভাল থাকবেন ।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬
সুমন কর বলেছেন: কবিতায় বাস্তবজীবনে প্রতিচ্ছবি আছে।
.....পারি আঁধার আছে সুগহীন < সুখহীন হবে।
সতন্ত্র < স্বতন্ত্র।
মোটের উপর ভালো লেগেছে।
৩+।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
কলমের কালি শেষ বলেছেন: এখানে আঁধার দিয়ে বুঝিয়েছি দুঃখ কিংবা সুখহীন । আর সুগহীন দিয়ে বুঝিয়েছে অত্যন্ত গভীর । যেখানে অত্যন্ত গভীরভাবে প্রতিষ্ঠিত আছে সুখহীনতা ।
বানান ঠিক করে দিয়েছি ।
ভুল ধরিয়ে দেয়া এবং ভাললাগার মন্ত্বব্যে অনেক ধন্যবাদ এবং ভাললাগা প্রিয় সুমন ভাই ।
শুভ কামনা রইলো ।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
এস কাজী বলেছেন: বাপরে বেশি কঠিন ভাই। বেশি কঠিন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯
কলমের কালি শেষ বলেছেন: কঠিন মন্তব্যে ভাললাগা অনেক এস কাজী ভাই ।
ভাল থাকুন ।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আরণ্যক ভাই ।
ভাল থাকবেন ।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো বেশ সুন্দর মন্তব্যে শাহরিয়ার কবীর ভাই ।
শুভ কামনা রইলো ।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: এই দেহে রয়েছে ফুলসজ্জায় সাজানো হৃদয়,
রয়েছে নীরব থাকা সুখগুলো- রাত্রিগুলো,
রয়েছে অব্যক্ত বুলির শুদ্ধ উচ্চারণ,
রয়েছে শাসন, অকুতোভয়
কবিতায় ভাললাগা ৷
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো মোহাম্মদ মুনতাসীর মামুন ভাই ।
ভাল থাকুন ।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
রিকি বলেছেন: -হিংসা, ঘৃণা, ক্রোধ, ক্লেদ, মৃত, সময়- অসময়,
সুখ, হাসি, স্বপ্ন, ছন্দ, চয়ন, জীবন, সরল, যতন,
আশা, আকাংখা, নীরব, নিথর, নিরাশ, ক্লান্তি, শক্তি,
ক্ষুর, ফুল, বুলেট, চোখ, অগ্নি , চুম্বন, চন্দ্র, খুন-
কী নেই আমার ! সবই করেছি নিজস্ব ।
ধারণ করেছি অসমাপ্ত, ধারণ করছি ডুবন্ত সূর্য;
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ গুণে নেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
কলমের কালি শেষ বলেছেন: এত্তোগুলা প্লাস !! নতুন আলমিরা কিনতে হইবে !
অসাধারণ মন্তব্যে ভাললাগা অনেক রিকি ।
ভাল থাকুন ।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ,শেষ লাইন কটি আবার আমাকে পুরোটা পড়তে পাঠাল ।ভাল থাকুন সব সময় ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতা সার্থক আপনাকে ভাবাতে পেরেছে জেনে দৃষ্টিসীমানা ।
অনেক ভাললাগা সুন্দর মন্তব্যে ।
ভাল থাকবেন ।
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
জেন রসি বলেছেন: শব্দের চমৎকার কারুকার্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা বেশ জেন রসি ভাই ।
শুভ কামনা রইলো ।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
হাসান মাহবুব বলেছেন: কবিতার ধারণক্ষমতা অসীম। এর বুকে আরো চাষাবাদ হোক। এতসব অনুভূতির বীজ বুনে দিলে সেখান থেকে এক বিশাল ছায়াপ্রদায়ী বৃক্ষ জন্ম নেবেই। তার জন্যে অপেক্ষা...
ভালো লেগেছে অনেক। আপনার সেরা কবিতাগুলোর তালিকায় এটির অবস্থান থাকবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
কলমের কালি শেষ বলেছেন: !!! ধ্রুপদী মন্তব্যে খুব খুব ভাল লাগলো প্রিয় হামা ভাই ।
ভাল থাকবেন ।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার একটি কবিতা , অনেক ভালো লেগেছে ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ গুলশান কিবরীয়া ।
ভাল থাকুন ।
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
তামান্না তাবাসসুম বলেছেন: অনবদ্য
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে তামান্না তাবাসসুম ।
ভাল থাকবেন ।
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
যখোন ভাবনারা ভীড় করে আসে তখোন শব্দগুলো জীবন্ত হয়ে ওঠে । আর তখোনই একটি কবিতার জন্ম হয় ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০
কলমের কালি শেষ বলেছেন: ঠিক তাই । তখনি কবিতা ভীড় করে ।
কাব্যিক মন্তব্যে বেশ ভাললাগা আহমেদ জী এস ভাই ।
শুভ কামনা রইলো ।
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১
দীপংকর চন্দ বলেছেন: শব্দে শব্দে মাতোয়ারা!!!
ভালো লাগলো। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাললাগার মন্তব্যে বেশ ভাল লাগা দীপংকর ভাই ।
ভাল থাকুন অনেক ।
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: ভেবে দ্যাখো, হতে পারি সুখপিয়াসী নয়তো সর্বগ্রাসী ।
সুন্দর +
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা সেলিম ভাই।
ভাল থাকবেন।
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
হানিফ রাশেদীন বলেছেন: ’আজ আমি কবিতার সাজে সেজেছি’ এই একটা লাইনই তো অসাধারণ। ভালো লেগেছে কবিতাটি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা হানিফ রাশেদীন ভাই ।
ভাল থাকুন ।
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
এহসান সাবির বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম।
দারুন।
শুভ কামনা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে ভাললাগা অনেক এহসান ভাই ।
ভাল থাকুন ।
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা। বেশ লাগল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো চমৎকার মন্তব্যে মহান আপু ।
শুভ কামনা রইলো ।
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা রইলো
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে অনেক ভাল লাগলো তনিমা আপু ।
ভাল থাকুন ।
২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''কবিতার সাজে'' সাজতে গিয়ে কলমের কালি সব তো শেষ করে ফেললেন
প্রানবন্ত কবিতায় ভাল লাগা ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । তাই তো কবিতার সাজে সাজলাম । যেন কবিতা আর না লেখতে হয় । তাই কালিও আর শেষ হবে না !!
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা গিয়াসলিটন ভাই ।
ভাল থাকবেন ।
২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
গেম চেঞ্জার বলেছেন: ''এই দেহ আরো ধারণ করে নিগ্রহ-বিলাপ,
নিঃস্ব চরণ যা করেছে হরণ সুস্থ নয়ন;
এখানে আছে পাপ- পাপীষ্ঠ,
আয়োজন আছে বিষধরের;"
ওঃরেঃ বাপরে । নিচে একান্তই আমার অভিমত দিচ্ছি
মোর হৃদি আঁকড়ে আছে নিগ্রহের ক্লান্তি
ষোঁড়শী হরিণীর চমকিত চাহনি
আমাকে দিয়েছে কেবলি ছলনা, কেবলি ভ্রান্তি
মর্ত্যের বিষের সেরা বিষ ছিল ঐ অক্ষিতে, জানি ।
তারপরও থামিনি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
কলমের কালি শেষ বলেছেন: বুঝতে পারছি আপনি গেম চেঞ্জ করার চেষ্টা করছেন !!
চমৎকার হয়েছে নিজস্ব অভিমত ।
সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ গেম চেঞ্জার ভাই ।
ভাল থাকুন ।
২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২
জুন বলেছেন: অপূর্ব ককাশে । ইদানীং আপনার কবিতাগুলো যেন একটি আরেকটিকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতায় নেমেছে ।
+
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২
কলমের কালি শেষ বলেছেন: দিনদিন নিজের কাছে নিজে মূর্খ হচ্ছি । মনে হয় যেন যা লেখি তা মূর্খতা ছাড়া আর কিছু নয় ।জানি না ইদানিং কেন এমন হই । দোয়া কইরো আপু এই রোগ থেকে যেন মুক্তি পাই ।
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ।
শুভ কামনা রইলো ।
২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০
ভ্রমরের ডানা বলেছেন: আহা! কি সুন্দর কবিতা। অনেক ভাল লাগা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
কলমের কালি শেষ বলেছেন: ভাল লেগেছে অনেক সুন্দর মন্তব্যে ভ্রমরের ডানা ভাই ।
ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।