![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
দুঃখের রং নীল হলে তবে কেন আকাশ ধরায় সীমাহীন,
কান্নার স্বাদ নোনা হলে সমুদ্র কেন জলে এতো গভীর ?
কেন খোঁজা হয় আপনালয় ভাবনায় আঁধারকে দুঃখ ভেবে,
কেন মৃত নীরবকে খোঁজা হয় অমোঘ কান্না সরিয়ে রাখতে ?
আসমানতক সুখগুলো হারিয়ে যায় ফোটতক দুঃখে,
আজিব হৃদয়ের ছলনায় মত্ত, ছুটে চলা বোধহীন দেহ ।
তাইতো আকাশের চিরাচরিত রঙে দুঃখফোটাগুলো সেজেছে,
তাইতো সুখস্নাত অজস্র জলগুলো ব্যতিরেকে দুখস্নাত ফোটাজল পেয়েছে সমুদ্রস্বাদ;
তবে তার কী দোষ ? সে তো বরণ করেছে নিজেকে দাস হয়ে থাকতে,
যেখানে হৃদয় রঙ তামাশায় ডুবে রয় অনাশ্রিত রাজ্য দখলদারিত্বে ।
দুখে কেন এ হৃদয় উদার, রয় না কেন সুখের সমর ইতিহাসে ? প্রশ্ন জাগে-
যেখানে হৃদপিণ্ডের- হওয়া খচিত কিছু লালিমায় বেঁচে থাকা, সেখানে হৃদয় কোথায় !
হৃদয় হতে পারে কল্পিত কোন অযাচিত যার সান্নিধ্যে হতে হয় অবুঝে নত,
হৃদয় হতে পারে শত বছরের পৌরাণিক ইতিহাস যার বিশ্বাসে আজ সুখ মৃত,
হতে পারে আদিমতার গন্ধ মাখা কুসংস্কার যার অতলে মানবলীলা অন্ধ ।
তাই হয়তো সে দুঃখ চুরি করে হতে পারেনি সুখে বিশাল কিংবা জলে গভীর ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
কলমের কালি শেষ বলেছেন: আপনার আলাদাটা আরও চমৎকার হয়েছে । খুব গভীর অর্থ বহন করে ।
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা আহমেদ জী এস ভাই ।
শুভ কামনা রইলো ।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
প্রামানিক বলেছেন: সুন্দর
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।
ভাল থাকুন ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
সুমন কর বলেছেন: কবি, এতো কষ্ট-দুঃখ কেন !!!
তাইতো সুখস্নাত অজস্র জলগুলো ব্যতিরেকে দুখস্নাত ফোটাজল পেয়েছে সমুদ্রস্বাদ;
তবে তার কী দোষ ? সে তো বরণ করেছে নিজেকে দাস হয়ে থাকতে,
যেখানে হৃদয় রঙ তামাশায় ডুবে রয় অনাশ্রিত রাজ্য দখলদারিত্বে ।
ভিন্ন রকম।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
কলমের কালি শেষ বলেছেন: কই না তো !! এ তো শুধু কবিতা ।
সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ সুমন ভাই ।
ভাল থাকবেন ।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: হৃদয় পৌরাণিক !! আলাদা স্বাদের কবিতা । ভাল লেগেছে ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা কথাকথিকেথিকথন ভাই ।
ভাল থাকবেন ।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো বেশ ভাললাগার মন্তব্যে হামা ভাই ।
ভাল থাকুন ।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা,ভাল লেগেছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক ঢাকাবাসী ভাই ।
ভাল থাকুন ।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২
আরজু পনি বলেছেন:
জানিনা...কবিতা পড়ে কেমন যেনো...মন খারাপ সময় চলছে যেনো আপনার...!
থম ধরা সময়ে গুমোট গরম ।
কবিতা অনেক সুন্দর হয়েছে...রক্তাক্ত সময়ে যতো পারেন কবিতা লিখে ফেলুন...ভালো কবিতা হলো লেখকদের আশীর্বাদ...কবিতারা লেখকদের সহজে ধরা দেয়না ।
অনেক শুভকামনা রইল ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । মন খারাপের সময় চলছে না । নিজের ভেতর থেকে কবিতা বের না হওয়ার দুঃখে ভুগছি !
শুভ কামনায় অনেক অনেক ভাললাগলো পনি আপু ।
আপনার জন্যও অনেক শুভ কামনা চমৎকার গল্প লিখে আমাদের উপহার দেয়ায় । আপনাদের মত গভীর ভাবনায় এবং গভীর হাতের লেখায়ই তো বাংলার সোনার সাহিত্য মাথা উঁচু করে বেঁচে থাকে । সাহিত্যকে এত মায়া মমতা কে দিবে আর ?
ভাল থাকুন অশেষ ।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সেলিম ভাই ।
শুভ কামনা রইল ।
৯| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে বেশ ভাললাগা মহান আপু ।
শুভ কামনা রইলো ।
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়।
দুঃখের রং নীল হলে তবে কেন আকাশ ধরায় সীমাহীন,
কান্নার স্বাদ নোনা হলে সমুদ্র কেন জলে এতো গভীর ?
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাল লাগার মন্তব্যে অনেক ভাললাগা দীপংকর ভাই ।
ভাল থাকবেন অনেক ।
১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
রুদ্র জাহেদ বলেছেন: হৃদয় যদি হয় পৌরাণিক!শিরোনামটাই চমৎকার।দারুণ কবিতা।বিষাদে ভালো লাগা+++
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা রুদ্র জাহেদ ভাই ।
ভাল থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
হৃদয় হতে পারে শত বছরের পৌরাণিক ইতিহাস যার বিশ্বাসে আজ সুখ মৃত,
এই লাইনটি বেশ ।
আমি একটি আলাদা করে লিখলুম -----
হৃদয় হতে পারে শত বছরের
পৌরাণিক ইতিহাস,
যেখানে বিশ্বাস বারেবারে
মুখ থুবরে পড়ে..