![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
কত শব্দ নির্ঘুম ভাসে আমার বিষণ্ণ স্রোতের নোনা জলে
সময়ের চোরাবালি নিশ্চুপে আমায় জড়িয়ে রাখে
আরো ছিলো যে কত কথা তোমার যন্ত্রণার বুকে
পুনরুদ্ধারে হারিয়ে ফেলেছি হাজারো সমুদ্রের ঢেউ
তোমার বহমান হৃদয় সমুদ্রের বসবাস কোথায় ?
তবে হৃদয় রসায়নের ভেলা দিতাম ভাসিয়ে সেথায়।
বুনেছি হৃদয় অরণ্যে চন্দ্রের এক আবেগি বাঁশি
সে সুরে সুরে ছড়ায় তোমার বাগানে জ্যোৎস্নার হাসি
আমার চরণহীন কবিতা নীলিমার পর্বতে বেঁধেছে বাসা
তোমার জন্য রেখেছি অগোছালো নৃত্যের সুবাসি বেদনা
উদাসী ছায়া হয়েছে তোমার দ্বিপ্রহরের অব্যক্ত পাহারাদার ।
ঘূণেধরা চৌকাঠে তীব্র প্রেমের দুরুদুরু কাঁপন
অযাচিত সুখের মোড়ানো তারকাঁটায় নিশ্চিন্ত রাত্রি ।
আমার আমন্ত্রণে আসে না কোন জোনাক দল
তোমার লাবণ্য খুঁজে পায় তারা উজ্জল্য দৃষ্টি
নয়নের সমস্ত উঠোন জুড়ে শুধু তোমারি মায়ার অজুহাত...
আমি আর সন্ধ্যা প্রদীপে আঁকবো না কোন প্রেম
তোমার সান্নিধ্যে দিলাম রেখে কিছু বিদগ্ধ ঋণ ।
একদিন হয়তো আমার দূর সমুদ্রে লাগবে আগুন
সেদিন বহুদূরে, তুমি হয়তো হয়ে যাবে তীর
আমি চেয়ে থাকবো অপলক তুমি আছো দাঁড়িয়ে...
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩১
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্ত্ব্যে অনেক ভাল লাগলো উল্টা দূরবীন ভাই ।
ভাল থাকুন সবসময় ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০৮
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আরণ্যক ভাই ।
ভাল থাকুন সবসময়।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:২১
সুমন কর বলেছেন: চমৎকার। ভালো লাগা রইলো।
কেমন আছেন?
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১১
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক সুমন ভাই ।
আমি ভালো আছি । আপনি কেমন আছেন ?
শুভ কামনা সবসময় ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: খুব সুন্দর ,ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ! সত্যিই অসাধারণ লেখা। অনেক ভালো লাগলো!
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তবে অসংখ্য ধন্যবাদ শামীম ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লেগেছে। +
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক রাজপুত্র ভাই ।
শুভ কামনা রইলো ।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো অনেক।
শুভকামনা কবি। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
আমি আর সন্ধ্যা প্রদীপে আঁকবো না কোন প্রেম
শুভকামনা পুনরায়।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক দীপংকর চন্দ ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
শাহাদাত হোসেন বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ শাহাদাত হোসেন ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫২
আবু শাকিল বলেছেন: খুব ভাল লিখছেন ।
আমি আর সন্ধ্যা প্রদীপে আঁকবো না কোন প্রেম
তোমার সান্নিধ্যে দিলাম রেখে কিছু বিদগ্ধ ঋণ ।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৭
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো আবু শাকিল ভাই ।
শুভ কামনা রইলো ।
১০| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১
নেক্সাস বলেছেন: নয়নের সমস্ত উঠোন জুড়ে শুধু তোমারি মায়ার অজুহাত..
এই মায়া বড় ভয়ংকর। যে মায়া লাগিয়ে চলে যায় সে হয়ত জানেনা। কিন্তু যে মায়ার বশে পড়ে যায় সে জানে ভুলে যায়না তারে কিছুতেই
সুন্দর কবিতা
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮
কলমের কালি শেষ বলেছেন: সেটাই । ইচ্ছে করেল যেন ভুলে যাওয়া যায় না সে মায়া ।
পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক নেক্সাস ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
১১| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে ভাল লাগলো অনেক হামা ভাই ।
ভাল থাকুন সবসময় ।
১২| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
বিজন রয় বলেছেন: আমি আর সন্ধ্যা প্রদীপে আঁকবো না কোন প্রেম
তোমার সান্নিধ্যে দিলাম রেখে কিছু বিদগ্ধ ঋণ ।
না না এটা হতে দেওয়া যাবে না।
+++++
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
কলমের কালি শেষ বলেছেন: হ্যা এটা হতে দেয়া যাবে না । কারো কাছে কোন ঋণ রাখা যাবে না । কিন্তু তা কী হয় !
সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ বিজন রয় ভাই ।
শুভ কামনা সবসময় ।
১৩| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়+++
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ পথিক ভাই ।
ভাল থাকুন সবসময় ।
১৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭
মহান অতন্দ্র বলেছেন: ভালো লাগলো।চমৎকার কবিতা।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০২
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো মহান আপু ।
শুভ কামনা সবসময় ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:২১
উল্টা দূরবীন বলেছেন: আমি আর সন্ধ্যা প্রদীপে আঁকবো না কোন প্রেম
তোমার সান্নিধ্যে দিলাম রেখে কিছু বিদগ্ধ ঋণ
ভালো লাগলো।