![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
জি পি এ ৫ প্রাপ্ত যাদেরকে দিয়ে মূর্খতার রিপোর্ট সাজানো হয়েছে সেই মূর্খতার কিছুটা শিক্ষকদের, কিছুটা শিক্ষার্থীদের, কিছুটা মাতাপিতার, অনেকটা দেশের শিক্ষা ব্যবস্থার। তাই শুধু শিক্ষার্থীদের উপর সকল দোষ বর্তায় না । রিপোর্টে কিছু ব্যাসিক প্রশ্ন ছিলো যেগুলো পিতামাতা তাদেরকে স্কুলে যাওয়ার আগেই মুখে মুখে শিখিয়ে দেন । এখন প্রশ্ন হচ্ছে পিতামাতাগণ তাদের সন্তানদের প্রথম ৪, ৫ বছর কী শিখিয়েছেন ! আর আমাদের দেশের রাজনীতিক শিক্ষা ব্যবস্থা ( দুঃখিত আমি শুধু 'শিক্ষা ব্যবস্থা' বলতে পারছি না) একটি বিকলাঙ্গ সিস্টেম। যে সিস্টেমের মধ্যে মানসম্পন্ন এবং মানহীন কাঁচামাল ইনপুট দিলে আউটপুট রেজাল্ট একই বের হয় ! এর থেকে ভালো দেশে কোন শিক্ষা ব্যবস্থাই না থাক । ঘোষণা দিয়ে দেয়া হোক, যে যার মত পড়ালেখা করে শিক্ষিত হতে হবে । তাহলে অন্তত সার্টিফিকেটনামক কিছু বার্ডেন থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে এবং সত্যিকারের শিক্ষিত হতে পারবে। জ্ঞানের পরিধি নির্ধারণ করে দিয়ে জ্ঞানী তৈরি যায় না। অবশেষে বলবো 'শিক্ষা মুক্তি পাক' ।
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৬
কলমের কালি শেষ বলেছেন: র্টিফিকেট ছাড়া কেউ চাকরী দেবে না ঠিক । কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে এই পদ্ধতিটা অনেক ভাল হবে মনে করি ।
পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা বৈশাখের আমরণ নিদাঘ ভাই ।
ভালো থাকবেন সবসময় ।
২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন: শিক্ষা মুক্তি পাক ।
এটা বাংলাদেশে সম্ভব না।
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৭
কলমের কালি শেষ বলেছেন: সেটাই ভাবনার বিষয় ।
অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে বিজন রয় ভাই ।
ভাল থাকবেন ।
৩| ৩১ শে মে, ২০১৬ রাত ১১:৩৭
অবনি মণি বলেছেন: জী
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৮
কলমের কালি শেষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ অবনি মণি আপু ।
ভাল থাকবেন ।
৪| ০১ লা জুন, ২০১৬ সকাল ১০:২০
হাসান মাহবুব বলেছেন: এই 'শিক্ষা'র হাত থেইকা আমগো মুক্তি নাই, পুরোপুরি অথর্ব হবার আগ পর্যন্ত। ভালো সিনেমা। চলেন দেখি।
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
কলমের কালি শেষ বলেছেন: হা হা । সেটাই । আর কী করা সিনেমা দেখা ছাড়া !
পাঠে এবং সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।
ভাল থাকবেন সবসসময় ।
৫| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪০
আমি তুমি আমরা বলেছেন: অবশেষে বলবো 'শিক্ষা মুক্তি পাক' ।
সহমত প্রিয় ব্লগার
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: তাহলেও তো সমস্যা কালি ভা। সার্টীফিকেট ছাড়া কেউ চাকরী দিবে? দেশের শিক্ষার মান নিয়ে আর কিছু বলার নাই, ফার্মের মুরগী উতপাদনের মত হয়ে গেছে পুরা ব্যাপারটা।