![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
এক পা দু'পা করে অজস্র কদম হারিয়ে গেছে এভাবেই
লুকিয়ে রাখা সমুদ্রের বয়স বেড়েছে জলকণায়
একটি নাম না জানা আত্মার খোঁজে কতশত মুহূর্ত জন্ম নিয়েছে
নিরবচ্ছিন্ন দিবারাত্রির এই ছোট্ট দেহে
তবুও হয় নি পূরণ অতৃপ্ত যন্ত্রণাগুলোর শেষ স্বপ্ন
ধ্যান জ্ঞান হারিয়ে সে যেন চলছে বেড়ে অগোচরে
এতো আকাংখা, এতো আক্রোশ অচিরেই মিলিয়ে দিতে চায় আমাকে !
কে সেই রংধনু ?
নীল আকাশেও তার বিচরণ অবলীলায়, নিশি রাজ্যে স্পষ্ট আর্তনাদ !
কোমল এই হৃদয় ছুটে যায় অচেনা সেই আর্তনাদের রহস্য উৎঘাটনে
অজস্র ঝর্ণা তাকে ঘিরে ধরে সেই নিঃসঙ্গ আকাংখার ইতিহাস জানতে
হৃদয় ঘুরপাক খায় ধূসর মেঘে ঢাকা এক বিরান প্রান্তরের বুকে
খুঁজে বেড়ায় সেই অচেনা অনুভব, সেই অচেনা দাগ....
** ছবি ইন্টারনেট থেকে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ভ্রমরের ডানা ভাই ।
শুভ কামনা সবসময় ।
২| ২০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৫
কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাললাগায় আমারও অনেক ভাল লাগলো শাহরিয়ার কবীর ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৩| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮
কালীদাস বলেছেন: কবিতা আমার এন্টেনায় ধরতে রীতিমত সংগ্রাম করতে হয় প্রায় সবসময়ই। আপনার যেভাবেই হোক ধরে ফেলেছি, ভাল লেগেছে নিঃস্তব্ধতার পরশটুকু
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । এটা কোন ব্যাপারই না !!
আপনার ভাল লাগায় আমারো অনেক ভাল লাগলো কালীদাস ভাই ।
ভালো থাকুন সবসময় ।
৪| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো !
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে ভাল লাগলো অনেক মনিরা সুলতানা ।
৫| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
হাসান মাহবুব বলেছেন: লুকিয়ে রাখা সমুদ্রের বয়স বেড়েছে জলকণায়
সুন্দর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো হামা ভাই ।
শুভ কামনা সবসময় ।
৬| ২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: লুকিয়ে রাখা সমুদ্রের বয়স বেড়েছে জলকণায়
একটি নাম না জানা আত্মার খোঁজে কতশত মুহূর্ত জন্ম নিয়েছে
নিরবচ্ছিন্ন দিবারাত্রির এই ছোট্ট দেহে
তবুও হয় নি পূরণ অতৃপ্ত যন্ত্রণাগুলোর শেষ স্বপ্ন
অদ্ভুত সুন্দর। অনেকদিন পর ককাশে'র লেখা পড়লাম। ব্লগে এখন নিয়মিত না, কয়েকদিন ধরে প্ল্যান করছি রোজ দু'চারটি করে হলেও পোস্ট পড়ব। সজল জাহিদের ধারাবাহিক "সান্দাকফু" ট্যুর শেষ করে ককাশে'র কবিতাটি পড়লাম। কবিতায় একরাশ মুগ্ধতা। +++ সাথে লাইক অবশ্যই রইল।
ভাল থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১
কলমের কালি শেষ বলেছেন: বোমা ভাই ! আপনার চমৎকার মন্তব্যে ভাললাগা বেশ । সময় বড্ড খবিস । আমিও বেশ অনিয়মিত মনে নিয়মিত পোষণ করে !
ভাল থাকুন সবসময় ।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
মানুষ নিজেকে খোঁজে । এ এক চিরন্তন সর্বনাশা আকাংখা । তবুও জীবনের বিরান প্রান্তরে তার দেখা মেলেনা । কেবল সমুদ্রের বয়স বাড়ে জলকণায় ............
ভালো লিখেছেন ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
কলমের কালি শেষ বলেছেন: আপনি মানে গভীর ভাবনার মন্তব্য আহমেদ জী এস ভাই । অনেক ভাললাগা সুন্দর মন্তব্যে ।
ভাল থাকুন সবসময় ।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
সুমন কর বলেছেন: হৃদয় ঘুরপাক খায় ধূসর মেঘে ঢাকা এক বিরান প্রান্তরের বুকে
খুঁজে বেড়ায় সেই অচেনা অনুভব, সেই অচেনা দাগ....
-- সুন্দর লিখেছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সুমন ভাই ।
শুভ কামনা অনেক ।
৯| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
ফারিহা নোভা বলেছেন: হৃদয় ঘুরপাক খায় ধূসর মেঘে ঢাকা এক বিরান প্রান্তরের বুকে
খুঁজে বেড়ায় সেই অচেনা অনুভব, সেই অচেনা দাগ... অসাধারন লাগল
১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৯
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ফারিহা নোভা ।
শুভ কামনা সবসময় ।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২০
ভ্রমরের ডানা বলেছেন:
সময়ের সাথে সাথে ক্রমেই মানুষ পরিণত হয় আর খুঁজে ফিরে অজানা এই পৃথিবীর রহস্যঘন নানা প্রশ্নের উত্তর। সৃষ্টির অপরুপ লীলাখেলায় মানুষের এই জানার আকাঙ্ক্ষা যুগযুগান্তর ধরে চলে এসেছে!
সত্যি অসাধারণ!