![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
এই হৃদয়ের গোলকে মরুগ্রীষ্মের দাবদাহ
বিষণ্ণ আকাশ পুড়ে অজস্র মহাকাল হয়েছে নীলাভ যন্ত্রণা
ভুলে গেছি নক্ষত্রের মেলা, হয় নি স্বপ্নের রাত্রিযাপণ তাদের সঙ্গে
দিন নিপাতে ঘটে দিবা আঁধার এই দুই চোখের আনাচকানাচে
বৃষ্টির স্নিগ্ধ কদম ভেজানো তীব্র প্রেমের গল্প হয় নি শোনা কখনো
আমার এই দিবা আমাবস্যার আকাশে শুধুই ধূম্র আঙগার
সে বলে বৃষ্টি কী ! আমার বক্ষে অনাদি নোনার বসবাস !
প্রেম যদি হয় হৃদয়ের তীব্র অহংকার
তবে আমার হৃদয় নিঃস্ব বালুকণা
সেখানে ছিলো দু'টি পথ- সুদূর, নজর ভোলানো
তীব্রতা ছিলো সুখ সঙ্গমে অস্থিমজ্জা টেনে নেয়ার
অথচ আমি তীব্র বিমুখতায়ও হার মেনেছি, ভেঙ্গে গিয়েছিলো সুদৃঢ় প্রাচীর
একটি পথ আমায় টেনে নিয়ে গেলো মহাসমুদ্রের আগ্রাসী তরঙ্গের ন্যায়
এবং সেই মাহেন্দ্রক্ষণে মহাকালে লেখা হয়ে গেলো একটি হৃদয় বিদারক সন্ধ্যার নিঃশেষ ।
জানতে চাও আজ, সেই পথটি কে ?
সে তুমি, ভুলের অহংকার, দীর্ঘকায় বিষাক্ত দিবা
তোমার তীব্রতায় পাই নি আমি রাত্রির দেখা
মলিন সূর্যে চারদিকে অবধি আঁধারের হাস্যোজ্জল খেলা ।
এ কেমন তীব্রতা ?
যেখানে অজস্র প্রেমের মৃত্যুর কূলখানি ঝুলে আছে পরম শান্তির স্বপ্নে
সবাই বলে প্রেমের শক্তি অসীম
অথচ কেউ বলে নি আমার হারিয়ে যাওয়ার সেই বিপরীত পথের কথা
অথচ সেই পথের তীব্রতায় মিলিয়ে গেছে অজস্র হৃদয়ের শীতলতা, স্নিগ্ধতা
অবলীলায়......
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সুমন কর ভাই ।
ভাল থাকুন সবসময় ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
কল্পদ্রুম বলেছেন: ভালো লাগলো।কবির কাছে আমার প্রশ্ন আছে
'তোমার তীব্রতায় পাই নি আমি রাত্রির দেখা
মলিন সূর্যে চারদিকে অবধি আঁধারের হাস্যোজ্জল খেলা ।'
বিষাক্ত দিবার তীব্রতায় যদি রাত্রির দেখা না পান।তাহলে দ্বিতীয় লাইন দ্বারা কি বুঝানো হচ্ছে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯
কলমের কালি শেষ বলেছেন: রাত্রির দেখা মানে রাতে সে পারে নি ঘুমাতে তার তীব্রতায়, তাই সে দিবা নিদ্রায় যায় এ জন্য দিনে সূর্য উদিত হলেও তার কাছে তো দিনটা আঁধারে কেটে যায় ।
পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা কল্পদ্রুম ।
ভাল থাকুন সবসময় ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: আপনার পোস্টের মূল শিরোণামের সাথে সেটি কবিতা না গল্প তা ব্রাকেটে লিখে দেন!!
আমার মনে হয় এটার দরকার নেই।
আমরা ঠিকই বুঝে নিব।
শব্দের পুরানো আর নতুন ঢং একসাথে ব্যবহার করলে কেমন যেন জুতসই হয় না।
ব্যাপারটি একটু খেয়াল রাখবেন, এই অনুরোধ থাকল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ অনুরোধে বিজন রয় ভাই । চেষ্টা থাকবে ।
ভাল থাকুন সবসময় ।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক ভ্রমরের ডানা ভাই ।
ভাল থাকবেন সবসময় ।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লেগেছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক দিশেহারা রাজপুত্র ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা পাঠে এবং সুন্দর মন্তব্যে হামা ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০২
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর! +++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং প্লাস মন্তব্যে অনেক ভাললাগা স্নিগ্ধ শোভন ভাই ।
ভাল থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০২
সুমন কর বলেছেন: আমার কাছে, শেষটুকু বেশি ভালো লাগল।