![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
উৎসর্গ- হাসান মাহবুব (হামা ভাই)
স্বাগতম, এই নিশুতিতে আকাশের মেঘগুলোকে
প্রহরের নবজাত আলো বেধ করতে চায় এই ঘরের জানালা
অজস্র ভোর পেরিয়ে গেল পরাজিত আলোর আক্ষেপে
নিষ্ক্রিয় সন্ধ্যায় আজও একটি দিকশূন্য প্রান্তর
যার বুকে শুয়ে আমি ভাবি, এই মধ্যম নিষ্কৃতির কারিগর কে ?
বহু বছর পেরিয়ে যাওয়া একটি শুকনো ঘাস কানের নিকট থেকে উত্তর দেয়, হয়তো তুমি !
হঠাৎ একটি পুরনো ঘরে চলে আসি আমি
আশেপাশে অনেকে হেঁটে যাচ্ছে আসছে, কেউ যাচ্ছে এদিক, কেউ যাচ্ছে ওদিক
আমি সোজা হয়ে, মাথা ঘুরিয়ে সব দেখছি
এই ঘরের দরজা অনেক, জানালা অনেক ।
তাই কারো প্রবেশ-প্রস্থানে হয় না কোন অসুবিধে
ঘরের কোন এক কোণে আমি দেখি আমাকে, হাসছি বইয়ে কী যেন পড়ে !
আহঃ কত মধুর আমার হাসি !
হঠাৎ কে যেন আমার বইটা কেড়ে নিয়ে দৌঁড় দিলো, আমিও তার পিঁছু পিঁছু দৌঁড়াচ্ছি
অতঃপর জানতে পারলাম বইয়ের ভাঁজে লুকিয়ে ছিলো প্রিয়সীর এক টুকরো হৃদয় !
এভাবে ঘরে বাইরে চলছে বিশুদ্ধ সম্পর্কের অদল বদল
আমি দেখছি, সব দেখছি, এ কোণ থেকে ও কোণ !
কে যেন বলে উঠলো, ওখানে থেমে যাও, আর এগিও না !
আমি ধোঁয়া হয়ে মিলিয়ে গেলাম
গায়ে হাত ভুলিয়েও নিজেকে ছুঁতে পারছি না আমি
সেই পুরনো শুকনো ঘাসের সান্নিধ্যে নিজেকে পেয়ে আমি হঠাৎ চমকে উঠি !
আমি আবারও শুয়ে শুয়ে নিশুতি আকাশের মেঘগুলোর দিকে তাকিয়ে ভাবি,
কী হয়েছিলো আমার ?
সেই পুরনো ঘাস এবার আমার কানে একটি কান্নার সুর বেঁধে দিলো
দৃশ্যপটের আর আকস্মিক কোন পরিবর্তন হলো না,
আমি এই কান্নাকে চিনি, খুব ভালো করে চিনি
এ হলো পৃথিবীর কান্না ।
কান্নার আওয়াজ যত বাড়ছে, ততই এই প্রান্তর আমাকে সংকুচিত করতে চাচ্ছে
তবে আমি এখনো টিকে আছি, পৃথিবীর এই কান্নাটুকু শোনার জন্য,
জানি না কেনো কান্নাটুকু আমার খুব মধুর লাগছে, মেঘগুলো গলে গলে বৃষ্টি পড়ছে, ভিজিয়ে দিচ্ছে এই দেহের আনাচকানাচ...
(উৎসর্গের শানে নজুল- কবিতাটা লিখার সময় মাথার মধ্যে হামা ভাইয়ের ''প্রলোভন এবং প্রায়শ্চিত্তের গল্প'' য়ের কাহিণীটা ঘুরপাক খাচ্ছিলো । তখন ভাবলাম এই থিম দিয়েই কবিতাটা লিখে ফেলি ! তবে কবিতাটা সফট কর্ণারের দৃষ্টিকোণ থেকে লিখেছি । তাই হামা ভাইয়ের গল্পের থিমের সাথে কতটুকু মিললো আপাতত তা বলতে পারছি না!)
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৪
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা মোহাম্মদ সোহেল আহমেদ ভাই ।
ভাল থাকুন সবসময় ।
২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা তো ভাল লেগেছে!!!! হামা ভাই আপনি আসুন এখানে! আপনাকে স্মরণ করা হচ্ছে!
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৭
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে এবং আমন্ত্রণে অতঃপর হৃদয় ভাই ।
শুভ কামনা সবসময় ।
৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৭
ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল!!
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৮
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক ক্লে ডল ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৪| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনী ।
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ মামুন ইসলাম ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৫| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৬
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালোলাগা পাঠে এবং সুন্দর মন্তব্যে আরণ্যক ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৬| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৪
সুমন কর বলেছেন: ভিন্ন রকম, পড়তে ভালো লাগল।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সুমন কর ভাই ।
শুভ কামনা সবসময় ।ঃ)
৭| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
জুন বলেছেন: ব্যাতিক্রমী কবিতা ককাশে ।
পড়তে ভালোলাগলো
+
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা পাঠে এবং সুন্দর মন্তব্যে জুন আপু ।
অনেক শুভ কামনা ।
৮| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
হাসান মাহবুব বলেছেন: আমার মন্তব্য কিছুটা বায়াসড হবারই কথা। তাই আমি ভালো-খারাপ না বলে এটুকুই বলি, চিন্তার সূত্র মিলেছে।
অশেষ শুভকামনা রইলো।
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৭
কলমের কালি শেষ বলেছেন: হুম, তা সত্য । এভাবে মন্তব্য করায় মন্তব্যটুকু নিরপেক্ষ মনে হচ্ছে, তাই সূত্র মিলেছে এই যথেষ্ট ।
ভাল থাকুন সবসময় ।
৯| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: অতঃপর জানতে পারলাম বইয়ের ভাঁজে লুকিয়ে ছিলো প্রিয়সীর এক টুকরো হৃদয় ! - বাহ, কি চমৎকার কথা!
মেঘগুলো গলে গলে বৃষ্টি পড়ছে, ভিজিয়ে দিচ্ছে এই দেহের আনাচকানাচ...-- + +
১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
কলমের কালি শেষ বলেছেন: আপনার মনোযোগী পাঠ মুগ্ধ করলো খায়রুল আহসান ভাই ।
শুভ কামনা সবসময় ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫১
মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: আপনার শিরোনাম টি খুব ভাল লেগেছে।