![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
সমগ্র দেয়ালের আষ্টেপৃষ্টে জড়ানো হৃদয়ের- বিষণ্ণতাগুলো
সুখগুলো, অসুখগুলো, বিভ্রান্তিগুলো, নীরবতাগুলো, যন্ত্রণাগুলো
অলসতাগুলো, চঞ্চলতাগুলো- এ দেয়াল আমার !
যখন ভাবি আমার কেউ নেই তখন দেয়ালকে বলি তুমি তো আছো !
তোমার বুকে আঁকি প্রিয়জনদের, হৃদয়ে চেপে বসে থাকা অচেনা প্রেমিকাকে
আরো কতশত কল্পনা, নিজেকে আঁকি জীবনগুলোর মাঝে নীরবে
তোমার মাঝে আমার বসবাস রঙ হয়ে, তুমি বিনে আমি শুকনো পাতা হয়ে যাই উড়ে
তোমাকে চুপি চুপি বলি ভালোবাসি, হৃদয়ের আয়না খুলে বলি এই ভালোবাসা খাঁটি !
প্রিয় দেয়াল তুমি কী জানো,
কত গোপনীয়তা রক্ষা করে ভালোবাসাগুলো, যন্ত্রণাগুলো তোমার কাছে নিয়ে আসি ?
কতজন চেয়েছে হৃদয়ের তালা ভেঙ্গে জানতে ! কিন্তু ভাঙতে দেই নি সেই তালা ।
তোমার কাছে এসে খুলে দেই সবগুলো তালা , ছুড়ে দেই রঙগুলো তোমার দেহে !
তুমি হয়তো চাও না আমার পাগলামীগুলো, চাও না একান্ত মনোজগতের আঁকিবুঁকিগুলো
কিন্তু তুমি জেনে রেখো আমার হৃদয়ের যত্নে তুমি আছো মিশে এভাবেই
প্রেমিকা হয়ে, প্রিয়জন হয়ে, বন্ধু হয়ে, সুহৃদ হয়ে, আমার একান্ত কথোপকথন হয়ে...
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
কলমের কালি শেষ বলেছেন: দেয়াল জানে কী জানে না তা তো জানা নেই তবে মনে হয় যেন সে জানে !
অনেক ভাল লাগলো সুন্দর মন্তব্যে জুন আপু ।
শুভ কামনা সবসময় ।
২| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাল লাগলো ভালোলাগার মন্তব্যে শায়মা আপু ।
শুভ কামনা সবসময় ।
৩| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
বেশ রোমান্টিকতার সাথেই বলেছেন ----
"তুমি বিনে আমি শুকনো পাতা হয়ে যাই উড়ে
তোমাকে চুপি চুপি বলি ভালোবাসি, হৃদয়ের আয়না খুলে বলি এই ভালোবাসা খাঁটি !"
তবে এ রোমান্টিকতা যেখানে যাবার তা যায়নি মনে হয় । দেয়ালেই আটকে গেছে !
ভালো লিখেছেন ।
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০
কলমের কালি শেষ বলেছেন: সবই আটকে যায় এই চার দেয়ালের মাঝে নীরবে , নিভৃতে !
সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা আহমেদ জী এস ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৬
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর
৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ সিনবাদ জাহাজি ভাই ।
ভাল থাকুন সবসময় ।
৫| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:০১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৫
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সুমন ভাই ।
শুভ কামনা রইলো ।
৬| ০১ লা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।
০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১০:২০
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে মামুন ইসলাম ভাই ।
ভালো থাকুন সবসময় ।
৭| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: মনের নিভৃতে একান্তে গড়ে ওঠা দেয়ালে মনের যত কথা লিখে রাখা, যত ছবি এঁকে যাওয়া - ভাবনাটা বেশ ভাল লাগলো।
০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১০
কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে খায়রুল আহসান ভাই ।
শুভ কামনা সবসময় ।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৪
কলমের কালি শেষ বলেছেন: অনেকদিন পর সেলিম ভাই ! কেমন আছেন ?
আপনার মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৮
জুন বলেছেন: যখন ভাবি আমার কেউ নেই তখন দেয়ালকে বলি তুমি তো আছো ! প্রিয় দেয়াল কি জানে ককাশে
কত গোপনীয়তা রক্ষা করে ভালোবাসাগুলো, যন্ত্রণাগুলো দেয়ালের গায়ে লিখি ?
কবিতাটি কত যে ভালোলাগলো তা দেয়ালও বোধহয় জানে না ।
+