![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
হয়তো আমি চেয়েছিলাম তোমাকে কোন এক ভুলের ফাল্গুনে
অজস্র নক্ষত্র গড়ে দিয়ে স্নিগ্ধ ফুলগুলোর ঝরছে এক একটি পাপড়ি
ওরা বলে, আমার বাগানের ফুল হবে না কখনো শেষ !
তুমি কী জানো,
এই হৃদয়ের আঙ্গিনায় প্রেমের শৈশব, কৈশর এবং বার্ধক্যের ইতিহাস ?
হেয়ালি সন্ধ্যায় যখন তুমি রাত্রি পোহানোর অপেক্ষায়
তখন চেয়েছি আমি আরেকটি দীর্ঘ রাত !
কেন জানো?
কারণ রাত্রিতে বেড়ে উঠে প্রকৃতির সৌন্দর্য্যগুলো
আর তোমায় ঘিরে আমার সৌন্দর্য্য- নীরব ভালোবাসাগুলো
সেও রাত্রির মৌহে কাতর, প্রকৃতির নিষ্পাপ ছায়ায় ওম খোঁজে
আর বেড়ে ওঠে একটু একটু করে
তখন যোগ হয় তোমার নামে আরেকটি নক্ষত্র ।
তুমি হয়তো চাও নি, এভাবে কেউ তোমার রেখায় হেঁটে যাক
তুমি হয়তো জানো না, আমার এই ভুল তোমার অহংকার
এভাবে রাত কেটে যাক এপাশে, ওপাশ ভালো থাকুক নিভৃতে
তোমাকে ভালোবাসা, এ আমার অহংকার ।
*ছবি নেট থেকে ।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০৫
কলমের কালি শেষ বলেছেন: ঠিক করে দিয়েছি ।
অনেক ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে সুমন ভাই ।
ভাল থাকুন সবসময় ।
২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০৭
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ মামুন ভাই ।
শুভ কামনা রইলো ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:১৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
আর তোমাইয় ঘিরে আমার সৌন্দর্য্য